Choose the correct meaning of the following words Gullible
A
foolish
B
willing to believe anything or anyone
C
simple
D
easily deceived
উত্তরের বিবরণ
Gullible (Adjective)
English Meaning:
Someone who is easily fooled or misled due to their trusting nature.
Bangla Meaning:
সহজে ঠকানো বা ধোঁকা দেওয়া যায় এমন ব্যক্তি; বিশ্বাসপ্রবণ।
Synonyms (সমার্থক শব্দ)
-
Credulous (সরল বিশ্বাসী)
-
Impressionable (সহজে প্রভাবিত হয় এমন)
-
Naïve (অভিজ্ঞতাহীন, সাদাসিধা)
-
Unwary (সতর্কতার অভাবে প্রতারিত হওয়া সম্ভাব্য)
-
Credible (যাকে সহজে বিশ্বাস করা যায়)
Antonyms (বিপরীত শব্দ)
-
Cynical (কোনো কিছুর প্রতি অবিশ্বাসী, সন্দেহপ্রবণ)
-
Suspicious (সন্দেহজনক বা সন্দেহপ্রবণ)
-
Taunting (বিদ্রূপমূলক)
-
Fishy (সন্দেহজনক)
-
Mistrustful (আস্থাহীন বা সন্দিগ্ধ)
Other Forms
-
Gullibility (noun) — বিশ্বাসপ্রবণতা, সহজে প্রতারিত হওয়ার মানসিকতা
-
Gull (verb) — প্রতারণা করা, ধোঁকা দেওয়া
-
Gull (noun) — একধরনের সামুদ্রিক পাখি, যেমন: শঙ্খচিল
-
Gullibly (adverb) — সরলভাবে বা অতিরিক্ত বিশ্বাস করে
Example Sentences
-
So many gullible individuals tend to accept everything they find on the internet without questioning it.
-
Back then, she was too gullible and blindly in love.

0
Updated: 1 month ago
My friend always goes home ___ foot.
Created: 1 month ago
A
by
B
with
C
on a
D
on
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ: on
-
পূর্ণ বাক্য: My friend always goes home on foot.
• On foot – অর্থ: পায়ে হেঁটে
-
যখন কেউ কোথাও পায়ে হেঁটে যায়, তখন "on foot" ব্যবহৃত হয়।
-
উদাহরণ: It takes around 30 minutes on foot, whereas it’s only 10 minutes by car.
অর্থাৎ, কোন জায়গায় হেঁটে যাওয়ার সময় "on foot" বলেই বোঝানো হয় যে যাত্রাটি পায়ে হেঁটে সম্পন্ন হচ্ছে।

0
Updated: 1 month ago
He parted ______ his friends in tears.
Created: 2 months ago
A
with
B
from
C
against
D
beside
Part from
- English meaning: “to leave someone”/ “to separate from someone
- Bangla Meaning: আলাদা হওয়া।
• Part যদি আলাদা হওয়া অর্থে ব্যবহৃত হয় তবে এরপর সাধারণত preposition from বসে।
Complete Sentence: He parted from his friends in tears.

0
Updated: 2 months ago
He watched the boat ____ down the river.
Created: 1 month ago
A
to float
B
floating
C
was floating
D
had floated
Watch শব্দটির পর কোন ধরণের verb বসবে, তা বুঝতে হলে কিছু নিয়ম জানা দরকার।
-
Collins Dictionary ও Longman Dictionary অনুযায়ী, watch এর পর verb-এর base form (মূল verb) অথবা verb+ing (continuous form) – দুই ধরনের verb-ই বসতে পারে।
-
তবে মনে রাখতে হবে, একটি সাধারণ/simple বাক্যে দুটি main verb একসাথে বসানো যায় না।
এজন্য, দ্বিতীয় verb-টি ব্যবহার করতে হলে তাতে -ing যোগ করতে হয়।
🔸 উদাহরণস্বরূপ:
He watched the boat floating down the river.
এখানে floating সঠিক, কারণ এটি second verb হিসেবে ব্যবহার হয়েছে এবং -ing যুক্ত।
Collins Dictionary অনুযায়ী:
Watch মানে হলো: কাউকে বা কিছু একটা মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখা বা পর্যবেক্ষণ করা।
-
The man was standing in his doorway watching him.
-
He watched the waiter prepare the coffee he had ordered.
-
Chris watched him sipping his brandy.
-
I watched as Amy ate a few nuts.
Longman Dictionary অনুযায়ী:
watch somebody/something do/doing something
-
I watched him go, then went home.
-
Ruth could not bear to watch her parents arguing.
তাই, এসব উদাহরণ থেকে বোঝা যায়, watch এর পরে verb-এর base form বা verb+ing – উভয়ই সঠিক হতে পারে।
যেটা বাক্যের অর্থ অনুযায়ী সঠিক হয়, সেটাই বেছে নিতে হয়।

0
Updated: 1 month ago