স্ক্যান্ডেনেভিয়ান দেশ কোনটি?
A
বেলজিয়াম
B
নরওয়ে
C
লুক্সেমবার্গ
D
গ্রিনল্যান্ড
উত্তরের বিবরণ
স্ক্যান্ডিনেভিয়ান
দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে
অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও
অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।
• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড
+ আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের
মধ্যে পরে।
• নর্ডিক
অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

0
Updated: 11 hours ago
নিম্নলিখিত কোন দেশটি ব্রিটিশ উপনিবেশ ছিল না কিন্তু কমনওয়েলথের সদস্য? [আগস্ট, ২০২৫]
Created: 2 days ago
A
ভারত
B
মোজাম্বিক
C
কানাডা
D
অস্ট্রেলিয়া
কমনওয়েলথ হলো একটি আন্তর্জাতিক সমিতি, যা মূলত ব্রিটিশ রাজ্যের প্রাক্তন উপনিবেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত।
-
কমনওয়েলথ গঠনের ধারণা: ১৯২৬
-
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯
-
সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য
-
দাপ্তরিক ভাষা: ইংরেজী
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ৫৬টি [আগস্ট, ২০২৫]
-
৫৫তম দেশ: গ্যাবন
-
৫৬তম দেশ: টোগো
-
-
বাংলাদেশ: ১৯৭২ সালে সদস্যপদ লাভ করে, কমনওয়েলথের ৩২তম সদস্য
-
ব্রিটিশ উপনিবেশ না হলেও সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো
-
বিশেষ তথ্য:
-
পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে, ১৯৮৯ সালে পুনরায় যোগ দেয়
-
দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে, ১৯৯৪ সালে পুনরায় যোগ দেয়
-
২০২২ সালে গ্যাবন ও টোগো রুয়ান্ডা সম্মেলনে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়
-
উৎস:

0
Updated: 2 days ago
বিশ্বের চিনির ভান্ডার নামে কোন দেশটি পরিচিত?
Created: 1 month ago
A
ইন্দোনেশিয়া
B
গাম্বিয়া
C
কিউবা
D
প্যারাগুয়ে
কিউবার ভৌগলিক উপনাম
-
উপনাম: "বিশ্বের চিনি ভাণ্ডার"
-
কারণ:
-
বিশাল আখ চাষ
-
ঐতিহাসিক চিনি উৎপাদন ও রপ্তানি
-
দেশের অর্থনীতি মূলত চিনি ও আখ নির্ভর
-
-
প্রধান অর্থকরী ফসল: আখ
-
বিশেষত্ব:
-
উষ্ণ আবহাওয়া ও উর্বর মাটি আখ চাষের জন্য উপযোগী
-
১৮শ ও ১৯শ শতাব্দীতে বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ছিল
-
স্প্যানিশ উপনিবেশিক যুগে আখ চাষ ও ইউরোপে রপ্তানি শুরু
-
উৎস: Britannica.com

0
Updated: 1 month ago
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মেয়াদ -
Created: 2 weeks ago
A
৩ বছর
B
৪ বছর
C
৫ বছর
D
৬ বছর
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা হলো কংগ্রেস, যার প্রধান দায়িত্ব আইন প্রণয়ন। এটি একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে নিম্নকক্ষ হলো প্রতিনিধি সভা (The House of Representatives) এবং উচ্চকক্ষ হলো সিনেট (The Senate)।
-
নিম্নকক্ষ (প্রতিনিধি সভা / হাউস অফ রিপ্রেজেন্টেটিভস)
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
সদস্যদের মেয়াদ: ২ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে
-
-
উচ্চকক্ষ (সিনেট)
-
আসন সংখ্যা: ১০০টি
-
সদস্যদের মেয়াদ: ৬ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে
-
-
যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্য অনুযায়ী নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ হিসেবে বিবেচিত, আর উচ্চকক্ষ বা সিনেট অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
কংগ্রেসের উভয় কক্ষের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন
-
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি—এই দুই দলের প্রাধান্য বিদ্যমান
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago