আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
নাইরোবি, কেনিয়া
B
আদ্দিস আবাবা, ইথিওপিয়া
C
আবুজা, নাইজেরিয়া
D
আলজিয়ার্স, আলজেরিয়া
উত্তরের বিবরণ
আফ্রিকান ইউনিয়ন (AU) হলো আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি আঞ্চলিক সংগঠন, যা মহাদেশের একতা, সহযোগিতা ও উন্নয়নে কাজ করে।
আফ্রিকান ইউনিয়ন সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: African Union
-
পূর্ব নাম: Organization of African Unity
-
নামকরণ: জুলাই, ২০০২
-
সদর দপ্তর: আद्दিস আবাবা, ইথিওপিয়া
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫৫টি (সেপ্টেম্বর, ২০২৫)
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান (সেপ্টেম্বর, ২০২৫)
-
মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় AU-এ যোগদান করে
0
Updated: 1 month ago
আয়তনে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?
Created: 2 months ago
A
সুরিনাম
B
চিলি
C
পেরু
D
বলিভিয়া
দক্ষিণ আমেরিকা (South America) সম্পর্কে তথ্য
-
আয়তন ও আকৃতি:
-
দক্ষিণ আমেরিকা হলো চতুর্থ বৃহত্তম মহাদেশ।
-
মহাদেশের আকৃতি ত্রিকোণাকৃতি।
-
-
প্রধান শিখর ও নদী:
-
সর্বোচ্চ স্থান: আকাঙ্কাগুয়া
-
দীর্ঘতম ও পৃথিবীর প্রশস্ততম নদী: আমাজান
-
-
দেশ ও দ্বীপপুঞ্জ:
-
মোট ১২টি স্বাধীন দেশ রয়েছে।
-
আয়তনে বৃহত্তম দেশ: ব্রাজিল
-
আয়তনে ক্ষুদ্রতম দেশ: সুরিনাম
-
ফকল্যান্ড দ্বীপ মহাদেশের অন্তর্গত।
-
-
অন্যান্য বৈশিষ্ট্য:
-
ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ’ বলা হয়।
-
নিরক্ষরেখা মহাদেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।
-
তথ্যসূত্র: Worldatlas.com & Britannica.com
0
Updated: 2 months ago
নিম্নের কোনটি WIPO এর পূর্ণরূপ হিসেবে বিবেচিত?
Created: 1 month ago
A
World Intellectual Property Organization.
B
World Intellectual Perfect Organization
C
World Intellectual Propering Organisation.
D
World International Property Organization.
WIPO, বা World Intellectual Property Organization, হলো জাতিসংঘের একটি বৈশ্বিক সংস্থা যা বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ ও সৃজনশীল কর্মকান্ডকে উৎসাহিত করার উদ্দেশ্যে কাজ করে। এটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
-
পূর্ণরূপ: World Intellectual Property Organization
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬৭
-
প্রধান উদ্দেশ্য: বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৮৫ সালের ১১ মে থেকে
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৪টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
0
Updated: 1 month ago
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ভারত
B
নেপাল
C
ভুটান
D
বাংলাদেশ
২০ আগস্ট থেকে ভুটানে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ, যা ১২ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশগ্রহণ করবে চারটি দল: বাংলাদেশ, ভারত, ভুটান এবং নেপাল।
-
প্রতিটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
-
রাউন্ড শেষে যারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে, তাদেরকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।
উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ ২০২৩ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত একই টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছিল।
-
টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র আমন্ত্রিত দল হিসেবে অংশ নেওয়া রাশিয়া শিরোপা জিতেছিল।
0
Updated: 1 month ago