IPCC-এর পূর্ণরূপ কোনটি?
A
International Panel on Climate Control
B
International Panel on Climate Challenge
C
Intergovernmental Panel on Climate Change
D
Intergovernmental Protocol for Climate Change
উত্তরের বিবরণ
IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ Intergovernmental
Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে
IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম
IPCC গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৮ সালে।
- সদস্য: ১৯৫টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

0
Updated: 11 hours ago
’শাইনিং পাথ’ কোন দেশের গেরিলা সংগঠন?
Created: 1 month ago
A
কলম্বিয়া
B
ভেনেজুয়েলা
C
পেরু
D
ফিলিপাইন
শাইনিং পাথ (Shining Path)
-
সংজ্ঞা: পেরুর অস্ত্রধারী কমিউনিস্ট গেরিলা সংগঠন
-
প্রতিষ্ঠা: ১৯৭০ সালে কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে
-
প্রতিষ্ঠাতা: আবিমায়েল গুজম্যান
-
বর্তমান অবস্থা: কর্মকাণ্ড স্তিমিত
-
উল্লেখযোগ্য অন্যান্য গেরিলা সংগঠন: টুপাক আমারু
গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রতিষ্ঠাতার গ্রেপ্তার: ১৯৯২ সালে লিমা
-
কিছু সদস্য বর্তমানে মাদক পাচার ও অপরাধচক্রে যুক্ত
-
পেরু সরকার শাইনিং পাথকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে
উৎস: ব্রিটানিকা

0
Updated: 1 month ago
বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ-
Created: 2 days ago
A
টাঙ্গানিকা হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
বৈকাল হ্রদ
D
ভিক্টোরিয়া হ্রদ
বৈকাল
হ্রদ:
- যা দক্ষিণ সাইবেরিয়ার বুরিয়াত প্রজাতন্ত্র ও ইরকুতস্ক ওব্লাস্ট-এর মধ্যবর্তী এলাকায়
অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ
হিসেবে এটি খ্যাত।
- যা আয়তনের দিক থেকে নয়
বরং পানির পরিমাণ বা আয়তন (volume) অনুসারে
প্রথম।
- পৃথিবীর মোট ভূপৃষ্ঠের কমপক্ষে
২২% মিঠা পানি এই
হ্রদে সংরক্ষিত।
- উত্তর আমেরিকার সমস্ত গ্রেট লেকসের পানির পরিমাণ একত্র করলেও তা লেক বাইকাল
পূর্ণ করতে পারে -
- বৈকাল হ্রদ সবচেয়ে গভীরতম হ্রদ।
- এটি বিশ্বের অন্যতম স্বচ্ছ (clearest) হ্রদ হিসেবেও পরিচিত।
অপরদিকে,
- ভিক্টোরিয়া হ্রদ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার।
- টাঙ্গানিকা হ্রদ: এটি বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ।
- সুপিরিয়র হ্রদ উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ।

0
Updated: 2 days ago
'আজভ ব্রিগেড' কোন দেশের সশস্ত্র বাহিনী?
Created: 2 weeks ago
A
জর্ডান
B
দক্ষিণ সুদান
C
ইউক্রেন
D
ইরান
আজভ ব্রিগেড হলো ইউক্রেনের একটি স্বেচ্ছাসেবী সশস্ত্র বাহিনী, যা মূলত দেশীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত।
-
প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালের মে মাসে স্বেচ্ছাসেবী গোষ্ঠী হিসেবে
-
এর সদস্যরা সবাই স্বেচ্ছাসেবী
-
গঠনের উদ্যোক্তা ছিল ইউক্রেনীয় অতি-জাতীয়তাবাদী ও নব্য-নাৎসি সোশ্যাল ন্যাশনাল অ্যাসেম্বলি (SNA) গোষ্ঠী
-
প্রতিষ্ঠাতা নেতা ছিলেন অ্যান্ড্রি বিলেটস্কি
-
ব্যাটালিয়নের অর্থনৈতিক খরচ বহন করেন ইগর কলোময়েস্কি, যিনি ইউক্রেনিয়ান বিদ্যুৎ গ্রিডের মালিক
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago