অরেঞ্জ বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল কোন শহর?
A
মিনস্ক
B
ওয়ারশ
C
কিয়েভ
D
তিবিলিসি
উত্তরের বিবরণ
অরেঞ্জ বিপ্লব ইউক্রেনে সংঘটিত একটি ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক ঘটনা।
অরেঞ্জ বিপ্লব সম্পর্কিত তথ্য:
-
সংঘটিত: ২০০৪ সালে
-
স্থান: ইউক্রেন, রাজধানী কিয়েভ ছিল আন্দোলনের কেন্দ্রবিন্দু
-
উদ্দীপনা: প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি ও ব্যাপক দুর্নীতি অভিযোগ তুলে নাগরিকদের প্রতিরোধ আন্দোলন শুরু হয়
-
প্রকৃতি: ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক আন্দোলন
0
Updated: 1 month ago
‘লুভর মিউজিয়াম’ কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
জার্মানি
C
জাপান
D
বেলজিয়াম
লুভর মিউজিয়াম হলো ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি বিশ্বখ্যাত শিল্পকলা জাদুঘর, যা শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক।
-
অবস্থান: প্যারিস, ফ্রান্স; সীন নদীর ডান তীরে
-
প্রতিষ্ঠা: ১৭৯৩ সালে ফরাসি বিপ্লবের সময় সরকারি যাদুঘর হিসেবে উদ্বোধন
-
মূল ভবনটি ১২শ শতকে নির্মিত একটি দুর্গ, যা পরে রাজপ্রাসাদে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে জাদুঘরে পরিণত হয়
বিশেষত্ব:
-
বিশ্বের সবচেয়ে বড় শিল্পকলা জাদুঘর এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ
-
সংগ্রহে আছে ৩৮০,০০০-এর বেশি শিল্পকর্ম, যার মধ্যে প্রায় ৩৫,০০০টি প্রদর্শিত হয়
-
শিল্পকর্মের সময়সীমা প্রাগৈতিহাসিক যুগ থেকে ২১শ শতক পর্যন্ত বিস্তৃত
প্রসিদ্ধ শিল্পকর্মসমূহ:
-
মোনা লিসা, লিওনার্দো দা ভিঞ্চি
-
ভেনাস দ্য মাইলো, প্রাচীন গ্রিক ভাস্কর্য
-
উইংড ভিক্টরি অব সামোথ্রেস, গ্রিক ভাস্কর্য
-
দ্য র্যাফট অব দ্য মেডুসা, থিওডোর জেরিকো
উৎস:
0
Updated: 1 month ago
আল উদেইদ সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
Created: 2 months ago
A
বাহারাইন
B
কুয়েত
C
কাতার
D
ওমান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হলো আল উদেইদ (Al Udeid) সামরিক ঘাঁটি, যা কাতারে অবস্থিত।
মূল তথ্য:
-
অবস্থান: দোহার দক্ষিণ-পশ্চিম, কাতার
-
গড়ে তোলা: ১৯৯৬ সালে, মরুভূমি অঞ্চলে ২৪ হেক্টর এলাকা
-
কাজের ভূমিকা: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) সদর দপ্তর
-
গুরুত্বপূর্ণ ঘটনা: আল উদেইদ ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনী ইরানবিরোধী অভিযান পরিচালনা করে
-
তাৎপর্য: মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম কেন্দ্র
উৎস: সিএনএন নিউজ
0
Updated: 2 months ago
টিটিকাকা হ্রদ কোন মহাদেশে অবস্থিত?
Created: 2 months ago
A
আফ্রিকা
B
এশিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
টিটিকাকা হ্রদ 🌊
-
অবস্থান: দক্ষিণ আমেরিকা, পেরু ও বলিভিয়া সীমান্তে।
-
আয়তন: প্রায় ৩,২০০ বর্গমাইলের বেশি।
-
গুরুত্ব:
-
দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
-
বিশ্বের সর্বোচ্চ নৌযান চলাচলযোগ্য হ্রদ।
-
-
জনবসতি: হ্রদটির তীরে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস।
-
সংস্কৃতি: হ্রদ ঘিরে আয়মারা, কেচুয়া ও উরোস আদিবাসী সম্প্রদায়ের বসবাস।
উৎস: Britannica
0
Updated: 2 months ago