হিব্রুদের প্রধান দেবতা ছিলেন -
A
আশেরা
B
মোলক
C
জেহোভা
D
হোরাস
উত্তরের বিবরণ
হিব্রু সভ্যতা প্রাচীন মানব সভ্যতার গুরুত্বপূর্ণ অংশ, যা মিসরীয় ও মেসোপটেমীয় সভ্যতার পর প্রতিষ্ঠিত হয়েছিল।
হিব্রু সভ্যতা সম্পর্কিত তথ্য:
-
হিব্রু জাতি প্রাচীন ফোরাত নদীর (ইউফ্রেটিস) অপর পাড় থেকে বিতাড়িত হয়ে প্যালেস্টাইনে বসতি স্থাপন করে।
-
হিব্রু শব্দের অর্থ: 'বিদেশী' (Alien), তাই নৃতাত্ত্বিক অর্থে কোনো নির্দিষ্ট জাতি নয়।
-
প্রভাব: মিসরীয় ও ব্যাবিলনীয় সভ্যতার উপাদানগুলি হিব্রু সভ্যতায় সংযুক্ত হয়।
-
খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দে, আদি পুরুষ ইব্রাহিম (আঃ) এর নেতৃত্বে উত্তর-পশ্চিম মেসোপটেমিয়ায় বসতি স্থাপন।
-
ধর্ম: ইহুদী ধর্ম, প্রধান ধর্মগ্রন্থ তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট
-
প্রধান দেবতা: জেহোভা, যাকে একেশ্বরবাদী আকারে পূজা করা হত
-
সাংস্কৃতিক প্রভাব: জরথুস্ত্র ধর্মের প্রভাবে হিব্রু একেশ্বরবাদে আকৃষ্ট হয়।
0
Updated: 1 month ago
আলোচিত ‘হালাল কূটনীতি’ কোন দুই দেশের সাথে সংশ্লিষ্ট? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
বাংলাদেশ- পাকিস্তান
B
বাংলাদেশ- কাতার
C
বাংলাদেশ- মালয়েশিয়া
D
বাংলাদেশ- ইন্দোনেশিয়া
১২ আগস্ট, ২০২৫ বাংলাদেশ ও মালয়েশিয়া হালাল ইকোসিস্টেমে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষর করেছে, যা কর্মকর্তারা ‘হালাল কূটনীতি’ হিসেবে উল্লেখ করেছেন। এই উদ্যোগের মাধ্যমে উভয় দেশ দ্রুত সম্প্রসারণশীল বৈশ্বিক হালাল পণ্যের বাজারে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্য স্থাপন করেছে।
-
বাংলাদেশ হালাল শিল্পপার্ক নির্মাণে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে, যা দেশটিকে বৈশ্বিক হালাল বাজারে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।
-
বর্তমানে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং অনুমান করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে এটি ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে।
-
মালয়েশিয়া ইতিমধ্যে ১৪টি হালাল শিল্প পার্ক পরিচালনা করছে এবং নিজস্ব মানদণ্ড অনুযায়ী পণ্য উৎপাদন ও রপ্তানিতে শক্ত অবস্থান তৈরি করেছে।
-
এই খাতে ব্যবসা করা অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
উল্লেখযোগ্যভাবে, বর্তমানে বাংলাদেশে হালাল সার্টিফিকেশনের একমাত্র অনুমোদিত সংস্থা হলো ইসলামিক ফাউন্ডেশন, এবং এ পর্যন্ত মাত্র ১২৪টি প্রতিষ্ঠান হালাল সার্টিফিকেট পেয়েছে, যা বৈশ্বিক বাজারের তুলনায় খুবই কম।
0
Updated: 1 month ago
সাভাক (SAVAK) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 2 months ago
A
ইসরায়েল
B
ইরান
C
মিশর
D
সৌদি আরব
সাভাক (SAVAK)
-
সাভাক ছিল ইরানের একটি গোয়েন্দা সংস্থা।
-
প্রতিষ্ঠা হয়েছিল মোহাম্মদ রেজা শাহের শাসনামলে।
-
বিলুপ্তি হয় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর।
অন্য কিছু দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা:
-
যুক্তরাষ্ট্র: CIA, DIA, FBI
-
ভারত: RAW, CBI
-
পাকিস্তান: ISI, FIA
-
ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman
উৎস: Britannica
0
Updated: 2 months ago
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
Created: 2 months ago
A
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
B
আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
C
আফ্রিকান ন্যাশনালিস্ট কংগ্রেস
D
আফ্রিকান লিবারেশন পার্টি
নেলসন ম্যান্ডেলা সম্পর্কিত তথ্য
-
রাজনৈতিক দল:
-
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)
-
-
জন্ম ও ব্যক্তিগত জীবন:
-
জন্ম: ১৮ জুলাই ১৯১৮, এমভেজো, দক্ষিণ আফ্রিকা
-
প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি: দক্ষিণ আফ্রিকা
-
-
রাজনৈতিক কর্মকাণ্ড:
-
১৯৪৪ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান
-
এফ ডব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে বর্ণবাদী বিচ্ছিন্নতার অবসান ঘটাতে এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তন সূচনা
-
-
পুরস্কার:
-
১৯৯৩ সালে নেলসন ম্যান্ডেলা ও এফ ডব্লিউ ডি ক্লার্ক শান্তিতে নোবেল পুরস্কার লাভ
-
-
স্মৃতিকাহিনী:
-
জীবনী: ‘লং ওয়াক টু ফ্রিডম’
-
প্রকাশ: ১৯৯৪, তার জীবনের প্রথম বছর ও কারাগারের সময়কাল সংক্রান্ত বিবরণ
-
-
-
মৃত্যু:
-
৫ ডিসেম্বর ২০১৩
-
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago