হিব্রুদের প্রধান দেবতা ছিলেন -
A
আশেরা
B
মোলক
C
জেহোভা
D
হোরাস
উত্তরের বিবরণ
হিব্রু
সভ্যতা:
- হিব্রু জাতি প্রাচীন মিসরীয়
এবং মেসোপটেমীয় সভ্যতার পর প্রাচীন মানব
সভ্যতায় অবদান রেখেছিল।
- হিব্রুরাই ইহুদী ধর্মের অনুসারী এবং ইসরাইলী জাতি
হিসেবে সমধিক পরিচিত।
- ঐতিহাসিকদের মতে প্রাচীন ফোরাত
নদীর (ইউফ্রেটিস নদী) অপর পাড়
থেকে যে সব মানবগোষ্ঠী
বিতাড়িত হয়ে প্যালেস্টাইনে বসতি
স্থাপন করে তারাই হিব্রু
জনগোষ্ঠী।
- হিব্রু শব্দের অর্থ 'বিদেশী' (Alien) থেকে এর প্রমাণ
পাওয়া যায়। তাই নৃতাত্ত্বিক অর্থে
হিব্রুরা কোনো নির্দিষ্ট জাতি
নয়।
- মিসরীয় ও ব্যাবিলনীয় উৎস
থেকে আহরিত হয়েছিল হিব্রু সভ্যতার অনেক উপাদানই।
- হিব্রু জাতি খ্রিস্টপূর্ব ১৮০০
অব্দে তাদের আদি পুরুষ ইব্রাহিমের
(আঃ) (আব্রাহাম) নেতৃত্বে উত্তর-পশ্চিম মেসোপটেমিয়ায় একত্রে বসবাস শুরু করে।
- তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট
(Old Testament) হিব্রু
ধর্মের (ইহুদী জাতির) প্রধান ধর্মগ্রন্থ।
- হিব্রুদের প্রধান দেবতা ছিলেন জেহোভা।
- জেহোভাকে তারা আকার-বিশিষ্ট
একেশ্বর বলে মনে করত।
- এ যুগে ইহুদীরা জরথুস্ত্র
ধর্মের প্রভাবে আসে এবং আবার
একেশ্বরবাদে আকৃষ্ট হয়।

0
Updated: 11 hours ago
নিচের কোন দেশটিতে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা রয়েছে?
Created: 2 days ago
A
পাকিস্তান
B
ভারত
C
মালদ্বীপ
D
ভুটান
রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা:
- রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত থাকে।
- এবং তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন।
- এই ব্যবস্থায় রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্রের প্রধান (Head of State)।
- এবং সরকার প্রধান (Head of Government) হিসেবে কাজ করেন।
-রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা রয়েছে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ ও ইন্দোনেশিয়ায় এ পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে।
- পাকিস্তান ,ভারত, পাকিস্তান প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্রব্যবস্থা।

0
Updated: 2 days ago
’The last Supper’ দেয়ালচিত্রের চিত্রকর কে?
Created: 1 week ago
A
মাইকেল এঞ্জেলো
B
লিওনার্দো দা ভিঞ্চি
C
ভিনসেন্ট ভ্যান গগ
D
পাবলো পিকাসো
The Last Supper হলো লিওনার্দো দা ভিঞ্চির একটি বিখ্যাত দেয়ালচিত্র, যা খ্রিস্টধর্মের ঐতিহাসিক দৃশ্যকে চিত্রিত করে।
-
এটি ইটালির মিলান শহরের "সান্তা মারিয়া দেলে গ্রাজি" গির্জায় সংরক্ষিত।
-
দেয়ালচিত্রটি তৈরি করতে ৩ বছর সময় লেগেছিল।
লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন একজন প্রখ্যাত ইতালীয় চিত্রশিল্পী ও উদ্ভাবক।
-
তিনি প্রথমবার এরিয়াল পরিপ্রেক্ষিত (aerial perspective) ব্যবহার করেন।
-
বিখ্যাত চিত্রকর্ম: মোনালিসা (La Gioconda, ইতালীয় নাম), যা পপলার প্যানেলের উপর তেলরঙে আঁকা এবং ফ্রান্সের লুভর মিউজিয়ামে সংরক্ষিত।
-
অন্য উল্লেখযোগ্য কাজ: ভার্জিন অব দ্য রকস (Virgin of the Rocks)
উৎস:

0
Updated: 1 week ago
স্কাউট আন্দোলনের মূলমন্ত্র কী?
Created: 2 days ago
A
Truth and Loyalty
B
Be Prepared
C
Duty First
D
Always Active
স্কাউট আন্দোলনের মূলমন্ত্র হলো "Be Prepared" (প্রস্তুত থাকো)। এটি বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের এক অনন্য সামাজিক আন্দোলন।
-
প্রতিষ্ঠার সাল: ১৯০৭
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড (১৯০৭)
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
মূল উদ্দেশ্য
-
তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশ ঘটিয়ে ভালো নাগরিক তৈরি করা
-
মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
-
মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন
ঐতিহাসিক তথ্য
-
১৯০৮: রবার্ট ব্যাডেন-পাওয়েলের লেখা “Scouting for Boys” বই প্রকাশিত হয়, যা আন্দোলনের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
-
১৯১০: নারীদের জন্য Girl Guides প্রতিষ্ঠিত হয়
-
১৯২০: প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় লন্ডনে
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠিত হয়
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 2 days ago