খ্যাতি বা সম্মান অর্জনের অধিকার’ কোন শ্রেণির অধিকার হিসেবে বিবেচিত হয়?
A
সাংস্কৃতিক অধিকার
B
আইনগত অধিকার
C
সামাজিক অধিকার
D
রাজনৈতিক অধিকার
উত্তরের বিবরণ
সামাজিক অধিকার হলো সেই সকল অধিকার যা নাগরিকের সভ্য জীবযাপনের জন্য অপরিহার্য।
-
সামাজিক অধিকারসমূহ নিম্নরূপ:
১. জীবনের অধিকার
২. ব্যক্তি স্বাধীনতার অধিকার
৩. চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা
৪. সভা-সমিতির অধিকার
৫. খ্যাতি বা সম্মান লাভের অধিকার ইত্যাদি

0
Updated: 11 hours ago
“Sociology is the science of society or of social phenomena.” – এই সংজ্ঞাটি sociology-র কে প্রদান করেছে?
Created: 11 hours ago
A
কার্ল মার্কস
B
এল এফ ওয়ার্ড
C
লর্ড ব্রাইস
D
ম্যাক্স ওয়েবার
সুশাসন সমাজবিজ্ঞানের একটি শাখা হিসেবে নাগরিকের আচরণ, রীতি-নীতি, অধিকার ও কর্তব্য এবং রাষ্ট্রের শাসন প্রণালীসহ নাগরিক জীবনের সামগ্রিক বিষয়াবলি নিয়ে আলোচনা করে।
-
পৌরনীতি ও সুশাসন নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক জীবনের নিয়ম, নীতি এবং দায়িত্বসমূহ বোঝায়।
-
সমাজবিজ্ঞান সম্পর্কে এল এফ ওয়ার্ড (L.F. Ward) বলেছেন, "Sociology is the science of society or of social phenomena."
-
রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস সুনাগরিকের তিনটি গুণাবলি উল্লেখ করেছেন: বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম।

0
Updated: 11 hours ago
উদারনৈতিক গণতন্ত্রে সাম্য বলতে কী বোঝায়?
Created: 1 week ago
A
নির্দিষ্ট জাতির অগ্রাধিকার
B
ধর্মভিত্তিক অধিকার
C
কেবল অর্থনৈতিক সাম্য
D
জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমান অধিকার
সাম্যের ধারণা হলো এমন একটি নীতিগত ও সামাজিক ধারণা যা মানুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করে। সাম্য শব্দটি প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে এবং বিভিন্ন যুগে বিভিন্ন দার্শনিক ও রাজনৈতিক মতাদর্শে এর ব্যাখ্যা পাওয়া যায়।
-
প্রাচীন গ্রীসের নগররাষ্ট্র প্রসঙ্গে প্লেটোর লেখনীতে সাম্যবাদের উল্লেখ আছে।
-
আধুনিক যুগে কার্ল মার্কস ব্যক্তিগত সম্পত্তি বিলোপ করে সাম্যবাদ প্রতিষ্ঠার কথা বলেছেন।
-
ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ব, যা বিপ্লবের মূল্য লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়।
-
বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় সাম্য বলতে বোঝায় মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধনের উপযোগী সুযোগ-সুবিধা সমানভাবে পাওয়া।
-
উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়।
-
অধ্যাপক হ্যারল্ড লাস্কি অনুযায়ী, সকলের সামনে যথার্থ সুযোগ-সুবিধার দ্বার উন্মুক্ত রাখা সাম্য নিশ্চিত করে।
-
অর্থাৎ, সাম্য এমন একটি অবস্থা বা পরিবেশ যেখানে সকল নাগরিক সমান সুযোগ-সুবিধা লাভ করে এবং নিজের বিকাশ ঘটাতে সক্ষম হয়।

0
Updated: 1 week ago
কোনটি সুশাসন প্রতিষ্ঠায় সর্বাধিক ভূমিকা রাখতে পারে?
Created: 1 week ago
A
দক্ষ প্রশাসন
B
অর্থনৈতিক উন্নয়ন
C
রাজনৈতিক নেতৃত্ব
D
আন্তর্জাতিক সহযোগিতা
সুশাসন হলো একটি আপেক্ষিক ধারণা, যা রাষ্ট্র পরিচালনায় নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন নিশ্চিত করতে সাহায্য করে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বারবারা কোনাবল প্রথমবার Good Governance শব্দটি ব্যবহার করেন। ১৯৮৯ সালে বিশ্বব্যাংকই প্রথমবার এই প্রত্যয়টি ব্যবহার করে, তাই সুশাসনের ধারণার উদ্ভাবক হিসেবে বিশ্বব্যাংককে চিহ্নিত করা হয়।
-
সুশাসন প্রতিষ্ঠায় সর্বাধিক ভূমিকা রাখতে পারে রাজনৈতিক নেতৃত্ব।
-
সুশাসনের শর্ত পূরণে রাজনৈতিক নেতৃত্বই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে।
-
সুশাসন শুধু আইন ও প্রতিষ্ঠান নয়, বরং এটি রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক সমন্বয়ের ফলাফল।

0
Updated: 1 week ago