Choose the correct meaning of the following words "Handy"
A
comfortable
B
useful
C
convenient to handle or use
D
necessary
উত্তরের বিবরণ
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে "Convenient to handle or use" এবং "Useful" — এই দুটি শব্দই ‘Handy’ শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করে।
তবে অপশনগুলোতে একাধিক সঠিক উত্তর থাকায় নির্দিষ্টভাবে সঠিক উত্তর নির্বাচন করা সম্ভব হয়নি।
• Handy
ইংরেজি অর্থ: সহজে ব্যবহারযোগ্য বা পরিচালনাযোগ্য; উপকারী।
বাংলা অর্থ: হাতে কাজ করার ক্ষেত্রে দক্ষ; কার্যকরী বা কুশলী।
• দেওয়া অপশনগুলোর মধ্যে —
ক) Comfortable – আরামদায়ক
খ) Useful – দরকারি, ব্যবহার্য, উপকারী
গ) Convenient to handle or use – সহজে ব্যবহারের উপযোগী; সুবিধাজনক
ঘ) Necessary – প্রয়োজনীয়, অপরিহার্য
তথ্যসূত্র:
-
Collins Dictionary
-
বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত Accessible Dictionary
0
Updated: 3 months ago
What is the meaning of the word 'euphemism'?
Created: 5 months ago
A
vague idea
B
inoffensive expression
C
verbal play
D
wise saying
English Meaning
-
Euphemism is a figure of speech in which a harsh, offensive, or unpleasant word or expression is replaced with a softer, more polite, or mild alternative.
-
It is a way of referring to something disagreeable using an inoffensive or gentle expression.
-
In short, it is a pleasant way of expressing something unpleasant or uncomfortable.
Bangla Meaning:
-
সুভাষণ; কঠোর বা কর্কশ শব্দের পরিবর্তে কোমল, মৃদু কিংবা শ্রুতিমধুর শব্দ ব্যবহার করা।
-
উদাহরণস্বরূপ, ‘মৃত্যু’ শব্দটির পরিবর্তে ‘পরলোকগমন’ শব্দ বা বাক্যাংশ ব্যবহৃত হলে সেটিই Euphemism।
-
ইংরেজি সাহিত্যে Euphemism শব্দের অর্থ হলো সুভাষণ বা কোমল প্রকাশ (inoffensive expression)।
-
Euphemism-এর মাধ্যমে কঠিন, দুঃখজনক কিংবা বিব্রতকর কোনো পরিস্থিতি বা সত্যকে নম্রভাবে উপস্থাপন করা হয়।
Further Explanation:
-
Euphemisms are commonly used in everyday language to make unpleasant truths more bearable.
-
They serve to soften the impact of difficult conversations or socially sensitive topics.
Examples:
-
“Kick the bucket” is a euphemism that refers to someone’s death.
-
“She’s a curvy woman.” – Here, curvy is used as a euphemism for overweight.
Source: Bangla Academy English to Bangla Dictionary
0
Updated: 5 months ago
What is the meaning of the word 'belated'?
Created: 5 months ago
A
complaining
B
off hand
C
weak
D
tardy
Belated (verb)
English Meaning: Coming or happening later than should have been the case.
Bangla Meaning: খুব দেরিতে আসা।
• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর বিশ্লেষণ:
-
of hand: পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া; তাৎক্ষণিক; (আচরণ) ভাবলেশহীন; অমনোযোগী; কাটখোট্টাভাবে সংক্ষিপ্ত।
-
complaining: অসন্তোষ, অন্যায়, দুর্ভোগ বা যন্ত্রণার প্রকাশ; অভিযোগ করা; নালিশ জানানো।
-
tardy: দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন হওয়া।
-
weak: দুর্বল; ভঙ্গুর।
• বিশ্লেষণ:
উল্লিখিত অপশনগুলোর মধ্যে “tardy” শব্দটি “belated” এর সমার্থক অর্থ বহন করে, কারণ উভয় শব্দই দেরিতে আসা বা ঘটার অর্থে ব্যবহৃত হয়।
• উপসংহার:
সুতরাং, বলা যায় — the meaning of the word “Belated” is “tardy.”
Source: Accessible Dictionary by Bangla Academy এবং Oxford Learner’s Dictionary.
0
Updated: 5 months ago
The word “Wander” means –
Created: 2 months ago
A
Intended to attract admiration
B
A feeling of great surprise
C
Lack of interest
D
To move aimlessly
Wander (verb)
English Meaning: Walk or move in a leisurely or aimless way.
Bangla Meaning: উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ানো।
Example Sentence:
She wandered from room to room, not sure of what she was looking for.
Source: Cambridge Dictionary
0
Updated: 2 months ago