The Second World War broke _____ in September, 1939.
A
through
B
away
C
out
D
in
উত্তরের বিবরণ
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ: out
পূর্ণ বাক্য: The Second World War broke out in September, 1939.
এখানে break out একটি ফ্রেজাল ভার্ব, যার ব্যবহার হয় হঠাৎ কোনো অশুভ বা ভয়ঙ্কর কিছু শুরু বা বিস্তার লাভ করার ক্ষেত্রে।
• Break out
ইংরেজি অর্থ: যখন কোনো বিপজ্জনক বা অপ্রত্যাশিত ঘটনা আকস্মিকভাবে শুরু হয়।
বাংলা অর্থ: খারাপ কিছু হঠাৎভাবে শুরু হওয়া বা বিস্তার লাভ করা, যেমন কোনো যুদ্ধ, দাঙ্গা বা রোগের প্রাদুর্ভাব।
উদাহরণ বাক্য: War broke out in 1914.
বাংলা অর্থ: ১৯১৪ সালে হঠাৎ যুদ্ধ শুরু হয়েছিল।
• অন্য বিকল্প শব্দগুলোর ব্যাখ্যা:
-
Break-in (noun): জোরপূর্বক প্রবেশ বা অনধিকার চর্চা। উদাহরণ: There was a break-in at the bank.
-
Break in (up) on: কথোপকথনের মাঝে বাধা দেওয়া। উদাহরণ: He broke in on their conversation.
-
Breakthrough (noun): বিশেষ করে সামরিক ক্ষেত্রে শত্রু প্রতিরক্ষা ভেদ করা, অথবা কোনো জটিল সমস্যা সমাধানে অগ্রগতি।
তথ্যসূত্র: Live MCQ Lecture ও বাংলা একাডেমি অভিধান।

0
Updated: 1 month ago
These books _______ me.
Created: 1 month ago
A
belongs to
B
belong to
C
are belonged by
D
belongs by
✅ সঠিক উত্তর: খ) belong to
Complete Sentence: These books belong to me.
🔹 Subject–Verb Agreement (বিষয়-ক্রিয়া মিল):
একটি বাক্যে ক্রিয়াটি নির্ভর করে বিষয়টির (Subject) person (পুরুষ) ও number (একবচন/বহুবচন) এর ওপর। এ নিয়মকে Subject–Verb Agreement বা Concord বলা হয়।
নিয়ম:
1. যদি Subject singular (একবচন) হয়, তাহলে verb-ও singular হবে।
-
যেমনঃ He writes every day.
2. যদি Subject plural (বহুবচন) হয়, তাহলে verb-ও plural হবে।
-
যেমনঃ They write every day.
🔹 These books একটি plural subject, তাই এর সাথে plural verb belong ব্যবহৃত হয়েছে।
-
Plural verb-এর শেষে s/es যোগ হয় না।
-
Plural subject মানে একাধিক ব্যক্তি বা বস্তু বোঝায়।
অন্যান্য অপশনগুলো কেন ভুল:
ক) belongs to — belongs হলো singular verb, কিন্তু these books হলো plural subject, তাই ভুল।
গ) are belonged by — belong ক্রিয়াটি passive form-এ ব্যবহৃত হয় না, এবং এখানে preposition-ও ভুল।
ঘ) belongs by — এখানে দুইটি ভুল আছে:
-
belongs হলো singular verb, কিন্তু subject বহুবচন।
-
by preposition টি belong verb-এর জন্য সঠিক নয়।
উৎস: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
Choose the right word to fill the blank: I should appreciate it if you could complete this work __ Thursday.
Created: 1 month ago
A
till
B
untill
C
upto
D
by
নির্ধারিত সময়ের আগে কোনো কাজ শেষ করতে হলে complete এর পরে by ব্যবহার করা হয়।
-
Complete by মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা।
-
উদাহরণ: I should appreciate it if you could complete this work by Thursday.
-
বাংলা অর্থ: আপনি যদি বৃহস্পতিবারের মধ্যে এই কাজ শেষ করতে পারেন, আমি খুশি হব।

0
Updated: 1 month ago
'The Rape of the Lock' by Alexander Pope is a/an -
Created: 1 week ago
A
epic
B
ballad
C
mock-heroic poem
D
elegy
‘The Rape of the Lock’ – Alexander Pope
-
প্রকার: এটি একটি মক-হিরোইক (Mock-Heroic) এপিক কবিতা যা হিরোইক কাপলেটে (Heroic Couplet) লেখা।
-
প্রকাশকাল: কবিতার প্রথম সংস্করণ ১৭১২ সালে প্রকাশিত হয়েছিল, এতে ছিল দুই ক্যান্টো (Cantos)। পরবর্তী ১৭১৪ সালের সংস্করণে এটি পাঁচ ক্যান্টো পর্যন্ত সম্প্রসারিত করা হয়।
-
দৈর্ঘ্য ও ধরন: মোট ৭৯৪ লাইন, যেখানে গুরুগম্ভীর বিষয়বস্তুকে হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে।
-
মূল কাহিনি:
-
প্রধান চরিত্র Belinda (Arabella Fermor)।
-
তার চুলের বেণী (lock of hair) কেটে নেয় যুবক Baron (Lord Petre)।
-
চুলের বেণী শেষ পর্যন্ত নক্ষত্রলোকে (constellation) পৌঁছে।
-
কবিতায় দেবতা, যুদ্ধ-বিগ্রহ এবং দৈনন্দিন ঘটনা সমস্তকেই অতি গুরুত্বপূর্ণ এবং নাটকীয়ভাবে দেখানো হয়েছে।
-
-
শৈলী ও বৈশিষ্ট্য: Alexander Pope ক্ষুদ্র ও সাধারণ বিষয়কে বৃহৎ ও নাটকীয়ভাবে উপস্থাপন করার জন্য বিখ্যাত। এটি তাকে মক-হিরোইক কবি (Mock-Heroic Poet) হিসেবে পরিচিত করেছে।
-
কেন্দ্রীয় চরিত্র:
-
Belinda – প্রধান নারী চরিত্র
-
Baron – চুল কাটা যুবক
-
Ariel – দেবতা বা রক্ষাকারী চরিত্র
-
Alexander Pope (1688–1744)
-
একজন প্রখ্যাত ইংরেজ লেখক ও কবি।
-
তাকে বলা হয় Mock Heroic Poet।
-
Augustan Period-এর একজন প্রধান কবি।
-
তিনি তার চটুল, সঙ্গতিপূর্ণ ও প্রবাদসুলভ (epigrammatic) লেখার জন্য বিখ্যাত।
প্রখ্যাত কাজসমূহ:
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
The Dunciad
-
The New Dunciad
-
The Rape of the Lock
-
Windsor-Forest
সূত্র: Britannica

0
Updated: 1 week ago