যদি GARDEN = ECPFCP হয়, তবে FOREST = ?
A
DPQGVQ
B
DQPQGV
C
DQPGQV
D
DPQGQV
উত্তরের বিবরণ
সমাধান:
যদি GARDEN =
ECPFCP হয়,
তবে
FOREST = DQPGQV
GARDEN শব্দটির বিজোড় অবস্থানের বর্ণগুলো থেকে 2 ধাপ পিছিয়ে এবং
জোড় অবস্থানের বর্ণগুলো থেকে 2 ধাপ অগ্রসর হয়ে,
G(7) - 2 → E(5)
A(1) + 2 → C(3)
R(18) - 2 → P(16)
D(4) + 2 → F(6)
E(5) - 2 → C(3)
N(14) + 2 → P(16)
∴
GARDEN = ECPFCP
অনুরূপভাবে,
FOREST শব্দটির বিজোড় অবস্থানের বর্ণগুলো থেকে 2 ধাপ পিছিয়ে এবং
জোড় অবস্থানের বর্ণগুলো থেকে 2 ধাপ অগ্রসর হয়ে,
F(6) - 2 → D(4)
O(15) + 2 → Q(17)
R(18) - 2 → P(16)
E(5) + 2 → G(7)
S(19) - 2 → Q(17)
T(20) + 2 → V(22)
∴
FOREST = DQPGQV

0
Updated: 11 hours ago
করিম তার বাসা থেকে বের হয়ে ১৫ কি.মি. পশ্চিমে গিয়ে এরপর বামদিকে ঘুরে ৫ কি.মি যায়। সেখান থেকে বামদিকে ১৫ কি.মি. গিয়ে আবার ১০ কি.মি ডানদিকে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়। করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব কত?
Created: 2 weeks ago
A
৫ কি.মি.
B
১০ কি.মি.
C
১৫ কি.মি.
D
২৫ কি.মি.
প্রশ্ন: করিম তার বাসা থেকে বের হয়ে ১৫ কি.মি. পশ্চিমে গিয়ে এরপর বামদিকে ঘুরে ৫ কি.মি যায়। সেখান থেকে বামদিকে ১৫ কি.মি. গিয়ে আবার ১০ কি.মি ডানদিকে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়। করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব কত?
সমাধান:
করিম তার বাসা থেকে পশ্চিম দিকে ১৫ কি.মি গিয়ে দক্ষিণদিকে ৫ কি.মি. যায়।
এরপর ১৫ কি.মি. পূর্বে যায় এবং সেখান থেকে ১০ কি.মি দক্ষিনে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়।
∴ করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব = (১০ + ৫) কি.মি. = ১৫ কি.মি.

0
Updated: 2 weeks ago
প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে চতুর্থ গিয়ারটি কোন দিকে ঘুরবে?
Created: 17 hours ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীতে
C
কোনটিই ঘুরবে না
D
সবগুলো গিয়ার একই দিকে ঘুরবে
প্রদত্ত অক্ষরগুলোর থেকে সঠিক শব্দ হলো উলুখাগড়া, যা অনগ্রসর ব্যক্তি বা নিরীহ প্রজা বোঝায়।
অন্যদিকে:
-
রদা আপারী ব্যা → আদার ব্যাপারী: নগণ্য ব্যক্তি
-
ড়ু ন্ডী চ ন → উড়নচণ্ডী: অমিতব্যয়ী
-
ককূ ণ্ডূ মপ → কূপমণ্ডূক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন ব্যক্তি
উৎস:

0
Updated: 17 hours ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 week ago
A
4
B
6
C
13
D
11
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 6 সংখ্যাটি বসবে।
প্রথম সারিতে, 9 + 1 + 5 = 15
দ্বিতীয় সারিতে, 4 + 8 + 3 = 15
তৃতীয় সারিতে, 2 + 6 + 7 = 15
প্রথম কলামে, 9 + 4 + 2 = 15
দ্বিতীয় কলামে, 1 + 8 + 6 = 15
তৃতীয় কলামে, 5 + 3 + 7 = 15
∴ প্রদত্ত চিত্রের প্রশ্নবোধক স্থানে 6 সংখ্যাটি বসলে প্রতিটি কলাম ও সারির সংখ্যাগুলোর যোগফল হবে 15 অর্থাৎ সমান।

0
Updated: 1 week ago