A প্রান্তে
কত কেজির ভর স্থাপন করলে
দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে?
A
5 কেজি
B
6.2 কেজি
C
7.5 কেজি
D
8 কেজি
উত্তরের বিবরণ
প্রশ্ন: A প্রান্তে কত কেজির ভর স্থাপন করলে দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে?
সমাধান:
A প্রান্তে 7.5 কেজি ভর স্থাপন করলে দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে
ধরি,
ভর স্থাপন করতে হবে = x কেজি
প্রশ্নমতে,
20x = (12 × 5) + (15 × 6)
⇒ 20x = 60 + 90
⇒ 20x = 150
⇒ x = 150/20
⇒ x = 7.5
0
Updated: 1 month ago
কোনো যান্ত্রিক গিয়ারের একটি বড় চাকা অপর একটি ছোট চাকার সাথে ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে ছোট চাকাটি বড় চাকার মধ্যে নিচের কোনটি ঘটবে?
Created: 1 month ago
A
একই দিকে দ্রুত গতিতে ঘুরবে।
B
বিপরীত দিকে দ্রুত গতিতে ঘুরবে।
C
একই দিকে ধীর গতিতে ঘুরবে।
D
বিপরীত দিকে ধীর গতিতে ঘুরবে।
আমরা জানি,
• পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
• সংযুক্ত চাকা ছোট হলে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ঘুরবে।
• আর সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
• আর বড় হলে অপেক্ষাকৃত ধীর গতিতে ঘুরবে।
• এছাড়া চাকার আকৃতি সমান হলে একই গতিতে ঘুরবে।
নিচের চিত্রের প্রথম ও ২য় চাকাটি সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত আছে।
B চাকাটি পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত আছে।
0
Updated: 1 month ago
যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = ?
Created: 2 months ago
A
DFMPEZ
B
OGNQFZ
C
NGMQEZ
D
OGNPEZ
প্রশ্ন: যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = ?
সমাধান:
যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = OGNPEZ
B → (+ 2) → D
R → (+ 2) → T
I → (+ 2) → K
C → (+ 1) → D
K → (+ 1) → L
S → (+ 1) → T
অনুরূপভাবে,
M → (+ 2) → O
E → (+ 2) → G
L → (+ 2) → N
O → (+ 1) → P
D → (+ 1) → E
Y → (+ 1) → Z
অর্থাৎ MELODY = OGNPEZ
0
Updated: 2 months ago
একটি ভোজসভার শেষে ১২ জন ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করে। সেখানে মোট কতটি করমর্দন হবে?
Created: 1 month ago
A
৭২
B
৬৬
C
৪৫
D
৯৪
প্রশ্ন: একটি ভোজসভার শেষে ১২ জন ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করে। সেখানে মোট কতটি করমর্দন হবে?
সমাধান:
যে কোনো ২ জন ব্যক্তির মধ্যে ১টি করমর্দন হয়।
সুতরাং, মোট করমর্দনের সংখ্যা = ১২ জন থেকে ২ জন নির্বাচন করার সংখ্যা।
∴ মোট করমর্দনের সংখ্যা = ১২C২
= ১২!/২!(১২ - ২)!
= (১২ × ১১ × ১০!)/(২ × ১০!)
= ৬৬
0
Updated: 1 month ago