Choose the correct meaning of the following words Viable
A
possible
B
that can be done
C
capable
D
that will work
উত্তরের বিবরণ
Viable (adjective)
ইংরেজি অর্থ:
কোনো কিছু নিজস্ব গুণে টিকে থাকতে, কার্যকরভাবে কাজ করতে অথবা সফল হওয়ার উপযোগী হলে তাকে viable বলা হয়।
বাংলা অর্থ:
স্বনির্ভরভাবে টিকে থাকতে সক্ষম; এমন একটি অবস্থা বা পদ্ধতি যা বাইরের সহায়তা ছাড়া বৃদ্ধি পেতে ও টিকে থাকতে পারে। (বিশেষ করে পুরনো যানবাহনের ক্ষেত্রে, যেমন—১৯১৬ সালের আগের গাড়ি)
সমার্থক শব্দ:
-
Feasible (বাস্তবায়নযোগ্য)
-
Usable (ব্যবহারযোগ্য)
-
Suitable (উপযুক্ত)
-
Capable (সক্ষম)
-
Achievable (অর্জনযোগ্য)
বিপরীত শব্দ:
-
Impracticable (যেটা প্রয়োগযোগ্য নয়)
-
Impossible (অসম্ভব)
-
Nonviable (টিকিয়ে রাখা যায় না এমন)
-
Unattainable (অর্জন করা যায় না এমন)
-
Out of the Question (যেটা মোটেই চিন্তার বিষয় নয়)
অন্যান্য রূপ:
-
Viably (ক্রিয়া বিশেষণ): টিকে থাকার উপযুক্তভাবে।
উদাহরণ বাক্য:
-
কোম্পানিটি বেঁচে থাকার জন্য বিকল্প কোনো কার্যকর পথ খুঁজতে বাধ্য হয়েছিল।
-
সে এমন কোনো টেকসই বিকল্প প্রস্তাব করতে পারেনি।
তথ্যসূত্র:
-
Cambridge Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary
-
লাইভ এমসিকিউ লেকচার
0
Updated: 3 months ago
In each of the following questions, out of the given alternative, choose the one that best expresses the meaning of the given word : Sporadic-
Created: 2 months ago
A
Consistent
B
Uniform
C
Frequent
D
Scattered
Sporadic (adjective)
English Meaning: কোনো কিছু নির্দিষ্ট ধারা বা নিয়মে না হয়ে মাঝে মাঝে বা এখানে-ওখানে ঘটছে; একটানা নয়; ছড়ানো। যেমন: sporadic firing (বিক্ষিপ্ত গুলি চালানো)।
Bangla Meaning: মাঝে মাঝে ঘটে বা দেখা যায় এমন; বিক্ষিপ্ত।
Synonyms (সমার্থক শব্দ): Occasional (মাঝে মাঝে), Irregular (অনিয়মিত), Intermittent (থেমে থেমে), Scattered (ছড়িয়ে ছিটিয়ে থাকা)
Antonyms (বিপরীতার্থক শব্দ): Frequent (প্রায়ই ঘটে এমন), Regular (নিয়মিত), Steady (অবিচল), Continuous (একটানা), Uniform (একই ধরণের), Consistent (ধারাবাহিক ও নিয়মিত)
Other Forms:
-
Sporadically (adverb) — বিক্ষিপ্তভাবে।
Example Sentence:
-
Later, our contact became more sporadic but we still had occasion to work together every once in a while.
Source: Live MCQ Lecture
0
Updated: 2 months ago
What is the meaning of the word 'intrepid'?
Created: 5 months ago
A
arrogant
B
belligerent
C
questioning
D
fearless
• Intrepid শব্দের অর্থ হলো: অকুতোভয়, নিঃশঙ্ক, অসমসাহসিক, শঙ্কাহীন।
• অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়:
-
ক) Arrogant – উদ্ধত বা অহংকারী।
-
খ) Belligerent – যুদ্ধরত বা যুদ্ধে লিপ্ত (ব্যক্তি বা জাতি)।
-
গ) Questioning – জিজ্ঞাসু ভঙ্গিতে; প্রশ্ন করার প্রবণতা।
-
ঘ) Fearless – নির্ভীক; শঙ্কাহীন।
• উপরের অর্থগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ‘Intrepid’ শব্দের অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ ও সঠিক মিল রয়েছে ‘Fearless’ শব্দটির।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রকাশিত Accessible Dictionary।
0
Updated: 5 months ago
The idiom "Cat's sleep" means -
Created: 1 month ago
A
Deep slumber
B
Pretending to be asleep
C
Sleeping disorder
D
Early riser
"Cat's sleep" ইডিয়মটির অর্থ হলো ঘুমের ভান করা বা Pretending to be asleep। এটি বোঝায় যে কেউ বাইরে থেকে ঘুমাচ্ছে মনে হলেও, ভিতরে তার সচেতনতা আছে এবং সে নিজের চারপাশের বিষয়গুলি পর্যবেক্ষণ করছে।
-
English Meaning: A state where someone pretends to be asleep while still being aware of their surroundings
-
Bangla Meaning: ঘুমের ভান করা
-
বাকি অপশনগুলো:
-
Deep slumber – গভীর ঘুম
-
Sleeping disorder – ঘুমের সমস্যা
-
Early riser – ভোরে ওঠার অভ্যাস
-
0
Updated: 1 month ago