১৭, ১৮, ২০, ২৩, ২৭, ?, ৩৮,..............
উপর্যুক্ত অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
২৯
B
৩০
C
৩২
D
৩৪
উত্তরের বিবরণ
উপর্যুক্ত অনুক্রমে সংখ্যাগুলো একটি ধাপে ধাপে বৃদ্ধি পায়। প্রথম পদ থেকে শুরু করে প্রতিটি পরবর্তী সংখ্যায় ক্রমবর্ধমান ধাপ যোগ করা হয়। তাই প্রশ্নবোধক স্থানে বসার সংখ্যা হলো ৩২।
-
প্রদত্ত অনুক্রম: ১৭, ১৮, ২০, ২৩, ২৭, ?, ৩৮
-
অনুক্রমের নিয়ম:
-
১৭ + ১ = ১৮
-
১৮ + ২ = ২০
-
২০ + ৩ = ২৩
-
২৩ + ৪ = ২৭
-
২৭ + ৫ = ৩২
-
৩২ + ৬ = ৩৮
-
-
সুতরাং, প্রশ্নবোধক স্থানে বসবে ৩২।
0
Updated: 1 month ago
Indignant শব্দটির সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
Angry
B
Improper
C
Unskilled
D
Money
Indignant শব্দটির সমার্থক হলো Angry।
-
Indignant: রুষ্ট, ক্ষুদ্ধ
-
Angry: রাগান্বিত, ক্রুদ্ধ, রুষ্ট
অর্থাৎ, উভয় শব্দই একই ধরনের রাগ বা ক্ষোভ প্রকাশ করে।
অন্যদিকে:
-
Unskilled: অদক্ষ
-
Improper: অনুচিত
-
Money: টাকা
উৎস:
0
Updated: 1 month ago
A, B-এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত। C বিন্দুর সাপেক্ষে A বিন্দুর অবস্থান কোনদিকে?
Created: 1 month ago
A
উত্তর-পশ্চিম
B
উত্তর-পূর্ব
C
পশ্চিম
D
দক্ষিণ-পশ্চিম
প্রশ্ন: A, B-এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত। C-এর সাপেক্ষে A-এর অবস্থান কোনদিকে?
সমাধান:
C-এর সাপেক্ষে A-এর অবস্থান উত্তর-পূর্ব দিকে।
A এর অবস্থান B এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত।
C এর অবস্থান B এর পশ্চিম দিকে।
C এর সাপেক্ষে A এর অবস্থান হবে উত্তর-পূর্ব দিকে।
0
Updated: 1 month ago
A এবং B দুই বন্ধু, S A - এর বোন, P B - এর ভাই। S এর মেয়ের ভাইয়ের পিতা P হলে P এবং S - এর সম্পর্ক কী?
Created: 1 month ago
A
স্বামী - স্ত্রী
B
বাবা - মা
C
ভাই - বোন
D
কোন সম্পর্ক নেই
- B এর ভাই হচ্ছে P
- A এর বোন হচ্ছে S
- S এর মেয়ের ভাইয়ের পিতা P, অর্থাৎ P হচ্ছে S এর স্বামী।
- P এবং S এর সম্পর্ক স্বামী - স্ত্রী।
0
Updated: 1 month ago