নিচের
চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
A
২০ টি
B
২৪ টি
C
২৮ টি
D
৩২ টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
প্রদত্ত চিত্রে, সাধারণ ত্রিভুজগুলো হলো- ABG, BIG, BIC, CIH, GIH, CDH, HED, GHJ, HJE, FEJ, GFJ, AGF অর্থাৎ ১২ টি।
একটি রেখা ছেদ করে এমন ত্রিভুজগুলো হলো- ABF, CDE, GBC, BCH, GHG, BHG, GHF, GHE, HEF, GEF অর্থাৎ ১০ টি।
দুইটি রেখা ছেদ করে এমন ত্রিভুজগুলো হলো- ABH, AFH, CDG, GDE অর্থাৎ ৪ টি।
তিনটি রেখা ছেদ করে এমন ত্রিভুজগুলো হলো- BHF, CGE অর্থাৎ ২ টি।
∴ মোট ত্রিভুজ = (১২ + ১০ + ৪ + ২) টি = ২৮ টি
0
Updated: 1 month ago
একটি মানচিত্রে দক্ষিণ-পূর্ব দিক যদি উত্তর দিক হয় তবে দক্ষিণ-পশ্চিম দিক কোনটি হবে?
Created: 1 month ago
A
উত্তর দিক
B
দক্ষিণ দিক
C
পশ্চিম দিক
D
পূর্ব দিক
প্রশ্ন: একটি মানচিত্রে দক্ষিণ-পূর্ব দিক যদি উত্তর দিক হয় তবে দক্ষিণ-পশ্চিম দিক কোনটি হবে?
সমাধান:
দক্ষিণ-পূর্ব দিক যদি উত্তর দিক হয় তবে দক্ষিণ-পশ্চিম দিক হবে পূর্ব দিক।
0
Updated: 1 month ago
নিম্নোক্ত অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ?
Created: 1 month ago
A
২০
B
২২
C
২৩
D
২৫
প্রশ্ন: নিম্নোক্ত অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = ২৩
প্রদত্ত অনুক্রমটিতে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অন্তর = ২
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অন্তর = ৪
অর্থাৎ
৩ + ২ = ৫
৫ + ৪ = ৯
৯ + ২ = ১১
১১ + ৪ = ১৫
১৫ + ২ = ১৭
১৭ + ৪ = ২১
২১ + ২ = ২৩
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
189
B
206
C
225
D
216
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
এখানে,
১ম কলাম = (5)2 + (2)2 + (3)2 = 25 + 4 + 9 = 38
২য় কলাম = (6)2 + (4)2 + (7)2 = 36 + 16 + 49 = 101
একই ভাবে,
৩য় কলাম = (7)2 + (6)2 + (11)2 = 49 + 36 + 121 = 206
0
Updated: 1 month ago