নিচের এলোমেলো বর্ণগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি কিসের সাথে সম্পর্কিত?
"S, L, I, O, D, D, A, F, F"
A
Poem
B
Play
C
Essay
D
Autobiography
উত্তরের বিবরণ
প্রদত্ত বর্ণগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি গঠিত হয় তা হলো DAFFODILS, যা William Wordsworth রচিত একটি কবিতার নাম।
-
প্রদত্ত বর্ণসমূহ: S, L, I, O, D, D, A, F, F
-
সঠিক ক্রমে সাজালে: DAFFODILS
-
DAFFODILS হলো প্রকৃতি ও সৌন্দর্যকে কেন্দ্র করে রচিত একটি কবিতা।
-
কবিতাটিতে ফুলের সৌন্দর্য, প্রকৃতির আনন্দ এবং মানুষের মানসিক প্রশান্তি তুলে ধরা হয়েছে।
0
Updated: 1 month ago
একজন দোকানদার প্রতি হালি ডিম ৪০ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৯৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
Created: 1 month ago
A
২৪%
B
২০%
C
১২%
D
৮%
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ৪০ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৯৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
সমাধান:
১ হালি ডিমের ক্রয়মূল্য ৪০ টাকা
∴ ২ হালি ডিমের ক্রয়মূল্য = ৪০ × ২ টাকা = ৮০ টাকা।
দেওয়া আছে,
২ হালি ডিমের বিক্রয়মূল্য = ৯৬ টাকা
যেহেতু ডিমের ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি, সুতরাং লাভ হবে।
∴ লাভ = (৯৬ - ৮০) টাকা = ১৬ টাকা।
এখন,
৮০ টাকায় লাভ হয় = ১৬ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১৬/৮০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১৬ × ১০০)/৮০ = ২০ টাকা।
অর্থাৎ লাভের পরিমাণ = ২০%
0
Updated: 1 month ago
একটি প্রিন্টার মেশিন দ্বারা সেকেন্ডের এক-তৃতীয়াংশ সময়ে ২ টি কাগজ প্রিন্ট করা যায়। এই হারে ৪ মিনিটে কতগুলো কাগজ প্রিন্ট করা যায়?
Created: 1 month ago
A
১২৪০ টি
B
১৪৪০ টি
C
১৪৬০ টি
D
১৬৮০ টি
প্রশ্ন: একটি প্রিন্টার মেশিন দ্বারা সেকেন্ডের এক-তৃতীয়াংশ সময়ে ২ টি কাগজ প্রিন্ট করা যায়। এই হারে ৪ মিনিটে কতগুলো কাগজ প্রিন্ট করা যায়?
সমাধান:
৪ মিনিট = (৪ × ৬০) সেকেন্ড = ২৪০ সেকেন্ড
১/৩ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ টি
∴ ১ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ × ৩ টি
∴ ২৪০ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ × ৩ × ২৪০ = ১৪৪০ টি
0
Updated: 1 month ago
দুই জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে 8 মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও 6 মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব কত?
Created: 1 month ago
A
20 মিটার
B
24 মিটার
C
16 মিটার
D
34 মিটার
প্রশ্ন: দুই জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে 8 মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও 6 মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব কত?
সমাধান:
ধরি,
দুই জন লোক 0 বিন্দু হতে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে OA = OB = 8 মিটার হেঁটে গেল।
পরবর্তীতে তারা পরস্পর বাম দিকে ঘুরে AD = BC = 6 মিটার হেঁটে গেল।
এখন,
OD2 = OA2 + AD2
⇒ OD2 = 82 + 62
⇒ OD2 = 64 + 36
⇒ OD2 = 100
⇒ OD = √100
∴ OD = 10
তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব = 10 + 10 = 20 মিটার
0
Updated: 1 month ago