একটি পরিবারে স্বামী-স্ত্রী ও তাদের কয়েকজন সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে প্রত্যেক ছেলের দুইজন করে বোন এবং প্রত্যেক মেয়ের তিনজন করে ভাই রয়েছে। পরিবারের মোট সদস্যসংখ্যা কত?
A
৭ জন
B
৮ জন
C
১২ জন
D
১৪ জন
উত্তরের বিবরণ
প্রশ্নটিকে ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক।
প্রদত্ত তথ্য:
-
পরিবারে স্বামী ও স্ত্রী = ২ জন।
-
সন্তানদের মধ্যে প্রতিটি ছেলের ২ জন বোন আছে।
-
সন্তানদের মধ্যে প্রতিটি মেয়ের ৩ জন ভাই আছে।
সমাধান:
-
ধরুন, ছেলে = এবং মেয়ে =
-
প্রতিটি ছেলের ২ জন বোন →
-
প্রতিটি মেয়ের ৩ জন ভাই →
মোট সন্তান সংখ্যা:
মোট পরিবার সদস্য: স্বামী + স্ত্রী + সন্তান =
উপসংহার:
পরিবারের মোট সদস্য সংখ্যা = ৭ জন।
0
Updated: 1 month ago
এক ব্যক্তি কোন স্থান থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 10 কি.মি. গেল। আবার সে পূর্ব দিকে 5 কি.মি.গেলো এবং গতি পরিবর্তন করে পুনরায় দক্ষিণ দিকে 7 কি.মি. গেলো এবং শেষে পশ্চিম দিকে 5কি.মি. গেলো। তার গন্তব্য স্থান ও যাত্রা স্থানের সরাসরি দূরত্ব কত?
Created: 1 month ago
A
20 কি.মি.
B
12 কি.মি.
C
14 কি.মি.
D
17 কি.মি.
প্রশ্ন: এক ব্যক্তি কোন স্থান থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 10 কি.মি. গেল। আবার সে পূর্ব দিকে 5 কি.মি.গেলো এবং গতি পরিবর্তন করে পুনরায় দক্ষিণ দিকে 7 কি.মি. গেলো এবং শেষে পশ্চিম দিকে 5কি.মি. গেলো। তার গন্তব্য স্থান ও যাত্রা স্থানের সরাসরি দূরত্ব কত?
সমাধান:
যাত্রাস্থান A এবং গন্তব্য স্থান E
সরাসরি দূরত্ব AE = (10 + 7) কি.মি. = 17 কি.মি.
0
Updated: 1 month ago
"স্নুষা" শব্দটির সমার্থক কোনটি?
Created: 1 month ago
A
স্থিতিশীল
B
শ্লেষ
C
পুত্রবধূ
D
মেড়া
স্নুষা শব্দটির সমার্থক হলো পুত্রবধূ।
অন্যদিকে:
-
স্থায়ী: স্থির, স্থিতিশীল, টেকসই, শক্ত, মজবুত, পাকাপোক্ত
-
শ্লেষ: বিদ্রূপ
-
মেড়া: ভেড়া, মেষ, মূর্খ ও নির্বোধ ব্যক্তি
উৎস:
0
Updated: 1 month ago
করিম তার বাসা থেকে বের হয়ে ১৫ কি.মি. পশ্চিমে গিয়ে এরপর বামদিকে ঘুরে ৫ কি.মি যায়। সেখান থেকে বামদিকে ১৫ কি.মি. গিয়ে আবার ১০ কি.মি ডানদিকে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়। করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব কত?
Created: 2 months ago
A
৫ কি.মি.
B
১০ কি.মি.
C
১৫ কি.মি.
D
২৫ কি.মি.
প্রশ্ন: করিম তার বাসা থেকে বের হয়ে ১৫ কি.মি. পশ্চিমে গিয়ে এরপর বামদিকে ঘুরে ৫ কি.মি যায়। সেখান থেকে বামদিকে ১৫ কি.মি. গিয়ে আবার ১০ কি.মি ডানদিকে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়। করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব কত?
সমাধান:
করিম তার বাসা থেকে পশ্চিম দিকে ১৫ কি.মি গিয়ে দক্ষিণদিকে ৫ কি.মি. যায়।
এরপর ১৫ কি.মি. পূর্বে যায় এবং সেখান থেকে ১০ কি.মি দক্ষিনে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়।
∴ করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব = (১০ + ৫) কি.মি. = ১৫ কি.মি.
0
Updated: 2 months ago