একটি পরিবারে স্বামী-স্ত্রী ও তাদের কয়েকজন সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে প্রত্যেক ছেলের দুইজন করে বোন এবং প্রত্যেক মেয়ের তিনজন করে ভাই রয়েছে। পরিবারের মোট সদস্যসংখ্যা কত?
A
৭ জন
B
৮ জন
C
১২ জন
D
১৪ জন
উত্তরের বিবরণ
প্রশ্ন:
একটি পরিবারে স্বামী-স্ত্রী ও তাদের কয়েকজন
সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে প্রত্যেক ছেলের দুইজন করে বোন এবং
প্রত্যেক মেয়ের তিনজন করে ভাই রয়েছে।
পরিবারের মোট সদস্যসংখ্যা কত?
সমাধান:
পরিবারে স্বামী-স্ত্রী = ২ জন।
সন্তানদের মধ্যে প্রত্যেক ছেলের দুইজন করে বোন রয়েছে
অর্থাৎ পরিবারে বোনের সংখ্যা = ২ জন।
প্রত্যেক মেয়ের তিনজন করে ভাই রয়েছে
অর্থাৎ ভাই এর সংখ্যা
= ৩ জন।
অর্থাৎ, পরিবারে মোট সদস্য সংখ্যা
= (২ + ২ + ৩) জন
= ৭ জন।

0
Updated: 11 hours ago
যদি A, B-এর মা হন এবং B, D-এর বাবা হন তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
Created: 2 weeks ago
A
বোন
B
দাদি
C
চাচি
D
মা
প্রশ্ন:
-
যদি A হয় B-এর মা এবং B হয় D-এর বাবা, তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
সমাধান:
-
A → B-এর মা
-
অর্থাৎ A হলেন B-এর জন্মদাত্রী।
-
-
B → D-এর বাবা
-
অর্থাৎ B হলেন D-এর জন্মদাতা।
-
-
সুতরাং, A → B-এর মা এবং B → D-এর বাবা, এর মানে A হলেন D-এর দাদি।
উত্তর:

0
Updated: 2 weeks ago
এশিয়া : হিমালয় : : দক্ষিণ আমেরিকা : ?
Created: 11 hours ago
A
আল্পস
B
কার্পাথিয়ান
C
আন্দিজ
D
ইউরাল
প্রশ্ন: এশিয়া : হিমালয় : : দক্ষিণ আমেরিকা : ?
সমাধান:
এশিয়া : হিমালয় :
: দক্ষিণ আমেরিকা : আন্দিজ
হিমালয় পর্বতমালা এশিয়া মহাদেশে অবস্থিত।
তেমনিভাবে,
আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
আন্দিজের অবস্থান মহাদেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে ভেনেজুয়েলা থেকে চিলি পর্যন্ত বিস্তৃত।
অন্যদিকে,
আল্পস, কার্পাথিয়ান এবং ইউরাল পর্বতমালা ইউরোপ মহাদেশে অবস্থিত।

0
Updated: 11 hours ago
অনগ্রসর ব্যক্তিকে কী বলা হয়?
Created: 17 hours ago
A
র দা আ পা রী ব্যা
B
ড় উ ন্ডী চ ন
C
গ লু উ খা ড়া
D
ক কূ ণ্ডূ ম প
প্রদত্ত অক্ষরগুলোর থেকে সঠিক শব্দ হলো উলুখাগড়া, যা অনগ্রসর ব্যক্তি বা নিরীহ প্রজা বোঝায়।
অন্যদিকে:
-
রদা আপারী ব্যা → আদার ব্যাপারী: নগণ্য ব্যক্তি
-
ড়ু ন্ডী চ ন → উড়নচণ্ডী: অমিতব্যয়ী
-
ককূ ণ্ডূ মপ → কূপমণ্ডূক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন ব্যক্তি
উৎস:

0
Updated: 17 hours ago