ক, গ-এর মামা এবং জ-এর একমাত্র ছেলে কিন্তু জ, চ-এর মা নয়। চ, ঙ-এর স্ত্রী এবং ক-এর একমাত্র বোন। দ, গ-এর ভাই হলে দ, সম্পর্কে জ-এর কী হয়?
A
ভাই
B
মামা
C
নাতি
D
ভাগ্নি
উত্তরের বিবরণ
প্রশ্নটিতে পরিবারের সম্পর্ক বোঝার জন্য ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক।
প্রদত্ত তথ্য:
-
ক: গ-এর মামা এবং জ-এর একমাত্র ছেলে।
-
জ, চ-এর মা নয়।
-
চ: ঙ-এর স্ত্রী এবং ক-এর একমাত্র বোন।
-
দ: গ-এর ভাই।
বিশ্লেষণ:
-
ক ও চ ভাইবোন।
-
ক, জ-এর একমাত্র ছেলে। সুতরাং জ ক-এর পিতা।
-
চ ক-এর বোন এবং চ ঙ-এর স্ত্রী।
-
চ ও ঙ-এর সন্তান হলো গ ও দ।
-
দ গ-এর ভাই, অর্থাৎ চ ও ঙ-এর আরেক সন্তান।
উপসংহার:
-
যেহেতু জ ক-এর পিতা, তাই চ ও ক-এর বাবা।
-
চ ও ঙ-এর ছেলে দ জ-এর নাতি।
সঠিক সমাধান:
দ, জ-এর নাতি।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
8
B
9
C
10
D
22
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 10
প্রথম চিত্রে,
(112/7) × 2
= 16 × 2
= 32
দ্বিতীয় চিত্রে,
(128/4) × 2
= 32 × 2
= 64
তৃতীয় চিত্রে,
(55/11) × 2
= 5 × 2
= 10
0
Updated: 1 month ago
নিম্নোক্ত বর্তনীতে অন্তত দুইটি বাতি জ্বালানোর জন্য কমপক্ষে কতটি সুইচ বন্ধ(পূর্ণ) করতে হবে?
Created: 1 month ago
A
১ টি
B
২ টি
C
৩ টি
D
৪ টি
প্রশ্ন: নিম্নোক্ত বর্তনীতে অন্তত দুইটি বাতি জ্বালানোর জন্য কমপক্ষে কতটি সুইচ বন্ধ(পূর্ণ) করতে হবে?
সমাধান:
প্রদত্ত বর্তনীতে কমপক্ষে ২ টি সুইচ বন্ধ (পূর্ণ) করলে বর্তনীটি পূর্ণ হবে এবং দুইটি বাতি জ্বলে উঠবে। 
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
৭
B
১২
C
২১
D
১৪
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
১ম চিত্রে, (৩৬ + ১২)/১৬ = ৩
২য় চিত্রে = (২৪ + ১৮)/১৪ = ৩
৩য় চিত্রে, (৩০ + ২৭)/১৯ = ৩
∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ১৪ বসবে।
0
Updated: 1 month ago