ক, গ-এর মামা এবং জ-এর একমাত্র ছেলে কিন্তু জ, চ-এর মা নয়। চ, ঙ-এর স্ত্রী এবং ক-এর একমাত্র বোন। দ, গ-এর ভাই হলে দ, সম্পর্কে জ-এর কী হয়?
A
ভাই
B
মামা
C
নাতি
D
ভাগ্নি
উত্তরের বিবরণ
প্রশ্ন:
ক, গ-এর মামা
এবং জ-এর একমাত্র
ছেলে কিন্তু জ, চ-এর
মা নয়। চ, ঙ-এর স্ত্রী এবং
ক-এর একমাত্র বোন।
দ, গ-এর ভাই
হলে দ, সম্পর্কে জ-এর কী হয়?
সমাধান:
ক, গ-এর মামা
এবং জ-এর একমাত্র
ছেলে
চ, ক এর একমাত্র
বোন কিন্তু জ, চ-এর
মা নয় অর্থাৎ পিতা।
∴
ক ও চ ভাইবোন।
তাদের পিতা জ।
চ ও ঙ এর
সন্তান গ ও দ
দ, গ-এর ভাই
হওয়ায় দ, সম্পর্কে জ-এর নাতি নয়।

0
Updated: 11 hours ago
PHOTOSYNTHETIC শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না?
Created: 5 days ago
A
SCENT
B
COTTON
C
THOSE
D
PRONE
PRONE শব্দটির R বর্ণটি 'PHOTOSYNTHETIC' শব্দটিতে নেই।
তাই PRONE শব্দটি PHOTOSYNTHETIC শব্দটির অক্ষর রাশি দ্বারা তৈরি করা যাবে না।

0
Updated: 5 days ago
খেলার মাঠ ঠিক করার জন্য রাশেদ একটি লন রোলার টানছে এবং রহিম একটি লন রোলার ঠেলছে। কার সবচেয়ে কম কষ্ট হবে?
Created: 3 weeks ago
A
রাশেদ
B
রহিম
C
দুইজনেরই সমান কষ্ট হবে
D
নির্ণয় করা সম্ভব নয়
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: খেলার মাঠ সমান করার জন্য রাশেদ একটি লন রোলার টানছে আর রহিম একটি লন রোলার ঠেলছে। এ ক্ষেত্রে কার কষ্ট কম হবে?
সমাধান:
লন রোলার ঠেলার সময় প্রয়োগকৃত বল নিচের দিকে ক্রিয়া করে। ফলে লন রোলারের ভরের সাথে ওই বল যুক্ত হয়ে যায় এবং রোলার ঠেলতে বেশি শক্তি প্রয়োজন হয়।
অন্যদিকে, লন রোলার টানার সময় প্রয়োগকৃত বল উপরের দিকে ক্রিয়া করে। এর ফলে লন রোলারের কার্যকর ভর কিছুটা হ্রাস পায়। তাই রোলার টানা তুলনামূলকভাবে সহজ হয়।
অতএব, রাশেদের কষ্ট কম হবে, কারণ লন রোলার টানা ঠেলার তুলনায় সহজ।

0
Updated: 3 weeks ago
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
Created: 2 weeks ago
A
১০/১২
B
১৭/২১
C
৪/৫
D
১১/১৪
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
সমাধান:
১১/১৪ ভগ্নাংশটি ক্ষুদ্রতম।
৫/৬ = ০.৮৩৩৩৩
১৭/২১ = ০.৮০৯৫
১২/১৫ = ০.৮
১১/১৪ = ০.৭৮৫৭, যা ক্ষুদ্রতম

0
Updated: 2 weeks ago