'হাবেদা মরুর কাহিনী' গ্রন্থটির রচয়িতা কে?
A
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
B
কায়কোবাদ
C
গোলাম মোস্তফা
D
ফররুখ আহমদ
উত্তরের বিবরণ
"হাবেদা মরুর কাহিনী" বাংলাদেশের প্রখ্যাত কবি ফররুখ আহমদ রচিত একটি কাব্যগ্রন্থ, যা ১৯৮১ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে ফররুখ আহমদের কবিতার ধারা প্রতিফলিত, যেখানে মুসলিম রেনেসাঁর অনুপ্রেরণা, আরব-ইরানের ঐতিহ্য এবং ইসলামের আদর্শ প্রকাশ পেয়েছে।
-
ফররুখ আহমদ:
-
তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিতি লাভ করেছেন।
-
তাঁর কাব্যের মূল প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
-
কবিতায় পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।
-
অর্জিত পুরস্কার:
-
হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্য আদমজি পুরস্কার
-
'পাখির বাসা' গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার
-
-
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী
-
-
শিশুতোষ রচনা:
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর
-

0
Updated: 11 hours ago
'নীলাঞ্জনার খাতা' উপন্যাসের রচয়িতা কে?
Created: 1 month ago
A
জীবনানন্দ দাশ
B
বুদ্ধদেব বসু
C
বিষ্ণু দে
D
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বুদ্ধদেব বসু:
-
তিনি তিরিশের দশকের একজন সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক ছিলেন।
-
জন্ম: ১৯০৮ সালের ৩০ নভেম্বর, কুমিল্লায়।
-
তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে।
বুদ্ধদেব বসুর রচিত গল্পগ্রন্থ:
-
অভিনয়, অভিনয় নয়
-
রেখাচিত্র
-
হাওয়া বদল ইত্যাদি
বুদ্ধদেব বসুর রচিত উপন্যাস:
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা ইত্যাদি
বুদ্ধদেব বসুর রচিত কাব্যগ্রন্থ:
-
কঙ্কাবতী
-
দময়ন্তী
-
মর্মবাণী
-
যে আঁধার আলোর অধিক
বুদ্ধদেব বসুর রচিত নাটক:
-
মায়া মালঞ্চ
-
তপস্বী ও তরঙ্গিনী
-
কলকাতার ইলেক্টা ও সত্যসন্ধ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
হিন্দী 'পদুমাবৎ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা-
Created: 3 months ago
A
দৌলত উজীর বাহরাম খান
B
সৈয়দ সুলতান
C
আব্দুল করিম সাহিত্য বিশারদ
D
আলাওল
পদ্মাবতী আলাওল রচিত একটি প্রখ্যাত প্রণয়কাব্য, যা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত। এটি হিন্দি ভাষার খ্যাতিমান কবি মালিক মুহাম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্যের বাংলা অনুবাদ।
এই কাব্যটি ১৬৫১ খ্রিষ্টাব্দে রচিত হয় আরাকান রাজ্যের রাজা সাদ থদোমিন্তারের রাজত্বকালে। রাজ্যের মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে আলাওল এটি অনুবাদ করেন।
‘পদ্মাবতী’ কাব্য দুই পর্বে বিভক্ত:
-
প্রথম পর্বে চিতোরের রাজা রত্নসেন কীভাবে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করেন, তা বর্ণিত হয়েছে।
-
দ্বিতীয় পর্বে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি কীভাবে ব্যর্থভাবে পদ্মাবতীকে দখল করার চেষ্টা করেন, তার বর্ণনা রয়েছে।
উল্লেখ্য, একই নামের নাটক ‘পদ্মাবতী’ মাইকেল মধুসূদন দত্ত-ও রচনা করেছিলেন, তবে সেটি আলাওলের কাব্যের সঙ্গে সম্পর্কিত নয়।
আলাওল ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তাঁর রচনায় ধর্মীয়, ঐতিহাসিক ও প্রণয়কাহিনির অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়।
বিখ্যাত রচনাসমূহ:
-
পদ্মাবতী
-
তোহফা
-
সপ্তপয়কার
-
সিকান্দারনামা
-
সয়ফুল্মুলুক বদিউজ্জামাল
-
সতীময়না
-
রাগতালনামা
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 months ago
'কৃপার শাস্ত্রের অর্থ ভেদ' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 weeks ago
A
মানোএল দা আসসুম্পসাঁউ
B
দোম আন্তোনিও
C
উইলিয়াম কেরি
D
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থ
-
রচয়িতা: রোমান ক্যাথলিক পর্তুগিজ পাদ্রি মানোএল দা আসসুম্পসাঁউ
-
রচনা ও প্রকাশ: ১৭৩৪ সালে রচিত; ১৭৪৩ সালে লিসবনে রোমান হরফে মুদ্রিত
-
লিখিত স্থান: ঢাকার ভাওয়াল অঞ্চলের নাগরী
-
বিশেষত্ব: বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন
-
ভাষা ও রচনার ধরণ:
-
বাঁ দিকের পৃষ্ঠা: বাংলা
-
ডান দিকের পৃষ্ঠা: পর্তুগিজ
-
বিষয়বস্তু: গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে খ্রিষ্টধর্মের মহিমা এবং খ্রিষ্টানদের আচার-অনুষ্ঠান
-
মনোএল দা আসসুম্পসাঁউ
-
জাতীয়তা: পর্তুগিজ
-
পেশা: খ্রিস্টান ধর্মযাজক
-
সাহিত্যিক অবদান:
-
বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম প্রয়াসকারী
-
১৭৪৩ সালে দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেছেন
-
মনোএল দা আসসুম্পসাঁউ রচিত গ্রন্থসমূহ
-
কৃপা শাস্ত্রের অর্থভেদ
-
ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 2 weeks ago