সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে 'কুন্তলীন পুরস্কার' লাভ করেন?
A
১৯২৩ খ্রিস্টাব্দে
B
১৯০৩ খ্রিস্টাব্দে
C
১৯০৯ খ্রিস্টাব্দে
D
১৯৩৪ খ্রিস্টাব্দে
উত্তরের বিবরণ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্মে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯০৩ খ্রিস্টাব্দে কুন্তলীন পুরস্কার লাভ করেন। মূলত তাঁর বিখ্যাত "মন্দির" গল্প রচনার জন্য এই সম্মান লাভ।
-
অন্য অর্জন:
-
জগত্তারিণী স্বর্ণপদক (১৯২৩)
-
বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্যপদ (১৯৩৪)
-
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি (১৯৩৬)
-
"মন্দির" গল্প:
-
গল্পটি ১৯০৩ খ্রিস্টাব্দে সাহিত্য স্মরণিকা "কুন্তলীন পুস্তিকামালা" তে প্রকাশ পায় এবং কুন্তলীন পুরস্কার লাভ করে।
-
প্রকাশনার সময় গল্পটি তাঁর সম্পর্কীয় মাতুল (মামা) ও বাল্যবন্ধু শ্রীসুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নামে উৎসর্গ করা হয়।
-
"বসুমতী" পত্রিকার সম্পাদক গল্পটির ১৫০টির মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচনা করেন।
গল্পের বিষয়বস্তু:
-
অমরনাথ ও অপর্ণা বিবাহিত জীবনেও শান্তি পাননি। অপর্ণা অনেক আগে থেকে পিতৃগৃহে স্থাপিত রাধাকৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করেছেন।
উল্লেখযোগ্য চরিত্র:
-
অমরনাথ
-
অপর্ণা

0
Updated: 11 hours ago