মুনীর চৌধুরী রচিত নাটক কোনটি?
A
জনপদ
B
নবান্ন
C
মানুষ
D
চাকা
উত্তরের বিবরণ
'মানুষ' নাটক (১৯৪৭) মুনীর চৌধুরী রচিত এক দৃশ্যবিশিষ্ট নাটক, যা ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে রচিত। নাটকে মানবতার প্রকাশ ও সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে সদয়তার জাগরণ ফুটে ওঠে।
-
মানুষ নাটকের চরিত্র: ফরিদ, জুলেখা, বাবা, মা, ডাক্তার
-
কাহিনি সংক্ষেপ:
এক হিন্দু তরুণ ডাক্তার আত্মরক্ষার জন্য এক মুসলিম বাড়িতে প্রবেশ করে। সেই বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি এবং একজন দাঙ্গায় মৃত। ডাক্তার অসুস্থ রোগীকে চিকিৎসা দেয়। এ সময় হিন্দু ডাক্তারের খোঁজে মুসলিম দাঙ্গাকারীরা ঘরে প্রবেশ করে। তখন গৃহকর্ত্রী মশারির নিচে ডাক্তারকে অসুস্থ সন্তানের পাশে আড়াল করে, যার ফলে তার জীবন রক্ষা পায়। এভাবেই মানবতা বা মানুষি গুণাবলী প্রকাশ পায়।
অন্য নাটক ও নাট্যকার:
-
'নবনাট্য' আন্দোলনের প্রবক্তা বিজন ভট্টাচার্য রচিত নাটক: জনপদ, নবান্ন
-
সেলিম আল দিন রচিত নাটক: চাকা
মুনীর চৌধুরী:
-
বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
-
জন্ম: ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ শহর।
-
শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত।
-
উদ্ভাবিত বাংলা টাইপ-রাইটিং: মুনীর অপটিমা
মৌলিক নাটক:
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
মানুষ
-
দণ্ডকারণ্য
অনুবাদ নাটক:
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ

0
Updated: 11 hours ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 day ago
A
ষান্মাসিক
B
স্নেহাষ্পদ
C
নির্নীমেষ
D
পূর্বাহ্ণ
• প্রমিত
বাংলা বানানের নিয়ম:
তৎসম শব্দে 'অপর, পরা, পূর্ব,
প্রা' ইত্যাদি উপসর্গের সঙ্গে 'অহ্ন' প্রত্যয় যুক্ত হলে 'অহ্ন' শব্দের
'দন্ত- ন' পরিবর্তিত হয়ে
'মূর্ধন্য-ণ হয়।
যেমন- অপরাহ্ণ, পরাহ্ণ, প্রাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি।
• প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, শুদ্ধ বানান- 'পূর্বাহ্ণ'।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন ।

0
Updated: 1 day ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যকর হয় কবে থেকে?
Created: 1 month ago
A
১ জুন, ২০২৫
B
৩০ জুন, ২০২৫
C
১ জুলাই, ২০২৫
D
৩১ জুলাই, ২০২৫
জাতীয় বাজেট ২০২৫-২৬
-
ক্রম: ৫৪তম বাজেট (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)
-
শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’
-
উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
উত্থাপন তারিখ: ২ জুন, ২০২৫
-
অনুমোদন তারিখ: ২২ জুন, ২০২৫
-
কার্যকর তারিখ: ১ জুলাই, ২০২৫
-
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
অনুমিত মুদ্রাস্ফীতি হার: ৬.৫%
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৭%

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্প কোনটি?
Created: 2 weeks ago
A
কবি-কাহিনী
B
ভিখারিনী
C
হিন্দুমেলার উপহার
D
বাল্মীকী প্রতিভা
'ভিখারিনী' ছোটগল্প
-
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্প।
-
বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প।
-
প্রকাশ: ভারতী পত্রিকায়, ১৮৭৭
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য প্রথম প্রকাশিত রচনা
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: কবি-কাহিনী (১৮৭৮)
-
প্রথম নাটক: বাল্মীকি প্রতিভা
-
কবিতা লেখা শুরু: আট বছর বয়সে
-
প্রথম প্রকাশিত কবিতা: হিন্দুমেলার উপহার
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago