'মহাপতঙ্গ' আবু ইসহাক রচিত কোগল্পগ্রন্থন ধরনের সাহিত্য রচনা?
A
গল্পগ্রন্থ
B
প্রবন্ধগ্রন্থ
C
উপন্যাস
D
কাব্যগ্রন্থ
উত্তরের বিবরণ
'মহাপতঙ্গ' গল্পগ্রন্থ আবু ইসহাক রচিত একটি গুরুত্বপূর্ণ ছোট গল্পসংকলন। এই গ্রন্থের "The Dragonfly" (মহাপতঙ্গ) গল্পের উপর ভিত্তি করে রচিত চিত্রনাট্য সুইজারল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছে।
-
গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য গল্পগুলো:
-
বিস্ফোরণ
-
খুতি
-
আবর্ত
-
বংশধর
-
কনট্রাস্ট
-
জোঁক
-
বর্ণচোর
-
প্রতিবিম্ব
-
সাবীল
-
উত্তরণ
-
মহাপতঙ্গ
-
আবু ইসহাক:
-
তিনি ছিলেন কথাসাহিত্যিক এবং অভিধান-প্রণেতা।
-
জন্ম: ১৯২৬ সালের ১ নভেম্বর, শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে।
-
কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'নবযুগ' পত্রিকায় তার গল্প "অভিশাপ" প্রকাশিত হয়।
-
তিনি সমকালীন বাংলা ভাষার অভিধান (২ খন্ড, ১৯৯৩, ১৯৯৮) রচনা করে বাংলা কোষগ্রন্থের পরিধি বৃদ্ধি করেছেন।
-
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন পদক লাভ করেছেন, যেমন:
-
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৩)
-
সুন্দরবন সাহিত্য পদক (১৯৮১)
-
বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক (১৯৯০)
-
একুশে পদক (১৯৯৭)
-
স্বাধীনতা পদক (মনণোত্তর, ২০০৪)
-
শিশু একাডেমি পদক (মরণোত্তর, ২০০৬)
-
রচিত উপন্যাস:
-
সূর্য-দীঘল বাড়ী
-
পদ্মার পলিদ্বীপ
-
জাল
রচিত গল্পগ্রন্থ:
-
হারেম
-
মহাপতঙ্গ
0
Updated: 1 month ago
'বেদান্তগ্রন্থ' ও 'বেদান্তসার' - কে রচনা করেছেন?
Created: 2 months ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
রাজা রামমোহন রায়
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
রামরাম বসু
বাখ্যা:
-
বেদান্তগ্রন্থ ও বেদান্তসার গ্রন্থদ্বয় রচনা করেন রাজা রামমোহন রায়, যিনি বাংলার নবজাগরণের আদি পুরুষ হিসেবে খ্যাত।
-
জীবনী সংক্ষেপ:
-
জন্ম: ১৭৭২ সালের ২২ মে, হুগলী জেলার রাধানগর গ্রামে সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে।
-
১৮৩০ সালে মুগল সম্রাট দ্বিতীয় আকবর তাঁকে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন এবং ব্রিটিশ পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠান।
-
২০ আগস্ট, ১৮২৮ সালে কলকাতায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
-
শিব প্রসাদ রায় ছদ্মনামে মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
-
প্রায় ৩০টি গ্রন্থ রচনা করেছেন।
-
-
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
বেদান্তগ্রন্থ
-
বেদান্তসার
-
ভট্টাচার্যের সহিত বিচার
-
গোস্বামীর সহিত বিচার
-
সহমরন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
-
গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি
-
সুতরাং, বেদান্তগ্রন্থ ও বেদান্তসার হলো রাজা রামমোহন রায়ের গুরুত্বপূর্ণ দার্শনিক ও ধর্মীয় রচনা।
0
Updated: 2 months ago
‘কাদম্বিনী’ - কোন গল্পের প্রধান চরিত্র?
Created: 2 months ago
A
নষ্টনীড়
B
দেনাপাওনা
C
জীবিত ও মৃত
D
সমাপ্তি
0
Updated: 2 months ago
কোনটি প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ নয়?
Created: 1 month ago
A
তেল নুন লকড়ি
B
নীললোহিত
C
রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা
D
বীরবলের হালখাতা
‘রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা’ গ্রন্থটি প্রমথ চৌধুরী রচিত নয়; এটি রচনা করেন ছন্দবিশারদ, ঐতিহাসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন। অপরদিকে, তেল নুন লকড়ি, নীললোহিত ও বীরবলের হালখাতা গ্রন্থ তিনটির রচয়িতা হলেন প্রমথ চৌধুরী।
-
প্রমথ চৌধুরী ছিলেন সাহিত্যিক ও বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
-
তিনি ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘বীরবল’।
-
‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, যেখানে তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ করেন।
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
-
তিনি ‘সবুজ পত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন।
রচিত কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
রচিত প্রবন্ধগ্রন্থ:
-
তেল নুন লকড়ি
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
আত্মকথা
-
প্রবন্ধসংগ্রহ
রচিত গল্পগ্রন্থ:
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত
0
Updated: 1 month ago