'মহাপতঙ্গ' আবু ইসহাক রচিত কোগল্পগ্রন্থন ধরনের সাহিত্য রচনা?
A
গল্পগ্রন্থ
B
প্রবন্ধগ্রন্থ
C
উপন্যাস
D
কাব্যগ্রন্থ
উত্তরের বিবরণ
'মহাপতঙ্গ' গল্পগ্রন্থ আবু ইসহাক রচিত একটি গুরুত্বপূর্ণ ছোট গল্পসংকলন। এই গ্রন্থের "The Dragonfly" (মহাপতঙ্গ) গল্পের উপর ভিত্তি করে রচিত চিত্রনাট্য সুইজারল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছে।
-
গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য গল্পগুলো:
-
বিস্ফোরণ
-
খুতি
-
আবর্ত
-
বংশধর
-
কনট্রাস্ট
-
জোঁক
-
বর্ণচোর
-
প্রতিবিম্ব
-
সাবীল
-
উত্তরণ
-
মহাপতঙ্গ
-
আবু ইসহাক:
-
তিনি ছিলেন কথাসাহিত্যিক এবং অভিধান-প্রণেতা।
-
জন্ম: ১৯২৬ সালের ১ নভেম্বর, শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে।
-
কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'নবযুগ' পত্রিকায় তার গল্প "অভিশাপ" প্রকাশিত হয়।
-
তিনি সমকালীন বাংলা ভাষার অভিধান (২ খন্ড, ১৯৯৩, ১৯৯৮) রচনা করে বাংলা কোষগ্রন্থের পরিধি বৃদ্ধি করেছেন।
-
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন পদক লাভ করেছেন, যেমন:
-
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৩)
-
সুন্দরবন সাহিত্য পদক (১৯৮১)
-
বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক (১৯৯০)
-
একুশে পদক (১৯৯৭)
-
স্বাধীনতা পদক (মনণোত্তর, ২০০৪)
-
শিশু একাডেমি পদক (মরণোত্তর, ২০০৬)
-
রচিত উপন্যাস:
-
সূর্য-দীঘল বাড়ী
-
পদ্মার পলিদ্বীপ
-
জাল
রচিত গল্পগ্রন্থ:
-
হারেম
-
মহাপতঙ্গ

0
Updated: 11 hours ago
কাজী নজরুল ইসলাম তাঁর রচিত কোন কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন?
Created: 2 weeks ago
A
সাম্যবাদী
B
অগ্নিবীণা
C
ছায়ানট
D
সর্বহারা
• 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ:
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'। 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী কবি' হিসাবে পরিচিত হন।
- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
- 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতাগুলো হলো-
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বর-ধারিণী মা,
- আগমণী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মহররম।
উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা এবং 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ।

0
Updated: 2 weeks ago
শুকুর মাহমুদ রচিত কাব্যের নাম কী?
Created: 1 month ago
A
ময়নামতির গান
B
গোপীচন্দ্রের সন্যাস
C
মীনচেতন
D
গোরাক্ষ বিজয়

0
Updated: 1 month ago
শুকুর মাহমুদ রচিত নাথ সাহিত্য গ্রন্থ কোনটি?
Created: 6 days ago
A
গোপীচন্দ্রের সন্ন্যাস
B
ময়নামতির গান
C
গোর্খবিজয়
D
মীনচেতন
নাথসাহিত্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা, যা নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনিভিত্তিক সাহিত্যকে অন্তর্ভুক্ত করে।
-
এ সাহিত্য দুটি ধারায় বিকাশ লাভ করেছে:
১. সাধন-নির্দেশিকা
২. গাথাকাহিনি বা আখ্যায়িকা
কিছু উল্লেখযোগ্য নাথ সাহিত্য ও তাদের রচয়িতা:
-
গোরাক্ষ বিজয় – রচয়িতা শেখ ফয়জুল্লাহ
-
গোপীচন্দ্রের সন্ন্যাস – রচয়িতা শুকুর মাহমুদ; প্রাপ্ত পুথির ভিত্তিতে ময়নামতী-গোপীচন্দ্রের গানের তিনজন কবির সন্ধান পাওয়া যায়: দুর্লভ মল্লিক, ভবানী দাস ও শুকুর মাহমুদ
-
মীনচেতন – রচয়িতা শ্যামাদাস সেন
-
ময়নামতির গান – রচয়িতা ভবানী দাস
-
গোর্খবিজয় – রচয়িতা ভীমসেন রায়

0
Updated: 6 days ago