'মিলির হাতে স্টেনগান' গল্পটির রচয়িতা কে?
A
শওকত আলী
B
আখতারুজ্জামান ইলিয়াস
C
আনোয়ার পাশা
D
ইমদাদুল হক মিলন
উত্তরের বিবরণ
'মিলির হাতে স্টেনগান' গল্প আখতারুজ্জামান ইলিয়াসের রচিত 'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত এবং এতে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের জীবনের চিত্র ফুটে উঠেছে। গল্পের প্রেক্ষাপট ৭০-এর দশকের ঢাকা শহর। মিলির পরিবারে মা, বাবা, দুই ভাই ও এক বোন রয়েছে। বড় ছেলে রানা একজন মুক্তিযোদ্ধা, যিনি তার স্টেনগানটি জমা না দিয়ে নিজের কাছে লুকিয়ে রেখেছে।
-
রানা অস্ত্রটিকে কেবল টিকে থাকার প্রতীক হিসেবে আগলে রাখে না, বরং প্রয়োজনমত নতুন টিভি সেট বা অন্যান্য গৃহসজ্জার উপকরণ হস্তগত করাতেও এটি তার পাশে থাকে।
-
গল্পে আব্বাস পাগলা চরিত্রটি নানা সমস্যা সৃষ্টি করে। তিনি নির্লজ্জভাবে রানার স্টেনগান চায়, কারণ তার মতে চাঁদের মধ্যে দখলদার বাহিনী ঘাঁটি গেড়ে বসেছে এবং সেই হানাদারদের দমন করতে রানার স্টেনগানই যথেষ্ট।
আখতারুজ্জামান ইলিয়াসের অন্যান্য গল্পগ্রন্থ:
-
অন্য ঘরে অন্য স্বর
-
খোয়ারি
-
দুধভাতে উৎপাত
-
দোজখের ওম

0
Updated: 11 hours ago
'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থের রচনা করেছেন কে?
Created: 1 day ago
A
রামরাম বসু
B
উইলিয়াম কেরি
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
গোলোকনাথ শর্মা
রামরাম বসু রচিত গ্রন্থ ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ ১৮০১ সালে প্রকাশিত হয়। এটি বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ হিসেবে পরিচিত।
-
রামরাম বসু উইলিয়াম কেরিকে বাংলা ভাষা শেখান (১৭৯৩ থেকে ১৭৯৬ পর্যন্ত)।
-
এজন্য তিনি কেরি সাহেবের মুন্সি নামে পরিচিত ছিলেন।

0
Updated: 1 day ago
‘অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি'।-পঙ্ক্তিটির রচয়িতা কে?
Created: 2 days ago
A
আল মাহমুদ
B
সুকান্ত ভট্টাচার্য
C
নির্মলেন্দু গুণ
D
মাইকেল মধুসূদন দত্ত
উক্ত পঙক্তিটি কবি সুকান্ত ভট্টাচার্য রচনা করেছেন। তাঁর কবিতায় দেশপ্রেম, শোষিত মানুষের দুঃখ-কষ্ট, বিদ্রোহ ও মানবতার বাণী বারবার প্রকাশ পেয়েছে।
-
সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন।
-
তিনি পরিচিত কিশোর কবি, মার্কসবাদী কবি এবং মানবতার কবি হিসেবে।
-
তাঁর কাব্যে পৃথিবীর শোষিত মানুষের জীবনযন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের চিত্র ফুটে উঠেছে।
-
নজরুল ইসলাম-এর পর সুকান্তের কবিতায় সবচেয়ে স্পষ্টভাবে বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো:
-
পূর্বাভাস
-
হরতাল
-
ঘুম নেই
-
ছাড়পত্র
-
অভিযান

0
Updated: 2 days ago
'নীলাঞ্জনার খাতা' উপন্যাসের রচয়িতা কে?
Created: 1 month ago
A
জীবনানন্দ দাশ
B
বুদ্ধদেব বসু
C
বিষ্ণু দে
D
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বুদ্ধদেব বসু:
-
তিনি তিরিশের দশকের একজন সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক ছিলেন।
-
জন্ম: ১৯০৮ সালের ৩০ নভেম্বর, কুমিল্লায়।
-
তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে।
বুদ্ধদেব বসুর রচিত গল্পগ্রন্থ:
-
অভিনয়, অভিনয় নয়
-
রেখাচিত্র
-
হাওয়া বদল ইত্যাদি
বুদ্ধদেব বসুর রচিত উপন্যাস:
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা ইত্যাদি
বুদ্ধদেব বসুর রচিত কাব্যগ্রন্থ:
-
কঙ্কাবতী
-
দময়ন্তী
-
মর্মবাণী
-
যে আঁধার আলোর অধিক
বুদ্ধদেব বসুর রচিত নাটক:
-
মায়া মালঞ্চ
-
তপস্বী ও তরঙ্গিনী
-
কলকাতার ইলেক্টা ও সত্যসন্ধ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago