আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায় প্রকাশিত সাহিত্যপত্র কোনটি?
A
নয়া সড়ক
B
দৈনিক আজাদ
C
দৈনিক সোলতান
D
দৈনিক সমকাল
উত্তরের বিবরণ
'নয়া সড়ক' একটি বার্ষিক সাহিত্যপত্র যা ১৯৪৮ সালে প্রকাশিত হয়েছিল আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায়। এটি স্বাধীন পূর্ববাংলার প্রথম বাংলা সাহিত্যপত্র হিসেবে বিবেচিত হয়, বিশেষত ১৯৪৭ সালের ভারত ভাগের পর। পত্রিকার নামকরণ থেকেই বোঝা যায় যে এর আয়োজকরা নতুন সাহিত্যিক যাত্রার প্রত্যাশী ছিলেন। মূলত মুসলিম লেখকদের লেখা প্রকাশিত হতো এতে এবং অনেকেই পরে স্বনামে খ্যাতি অর্জন করেন। বর্তমানে এই সাহিত্যপত্রটি বিরল ও গুরুত্বপূর্ণ, এবং বাংলা একাডেমীর 'দুষ্প্রাপ্য' বিভাগে এর প্রথম সংখ্যাটি সংরক্ষিত আছে।
-
দৈনিক সোলতান পত্রিকায় সাবএডিটর হিসেবে আবু জাফর শামসুদ্দীন তাঁর কর্মজীবন শুরু করেন।
-
দৈনিক আজাদ ছিল বিংশ শতাব্দীর ব্রিটিশ-শাসিত ভারতে প্রবর্তিত একটি বাংলা দৈনিক পত্রিকা। এটি ১৯৩৬ সালে চালু হয়ে ১৯৯০ সাল পর্যন্ত প্রকাশিত হয়। আজাদ ছিল ঢাকার প্রথম দৈনিক এবং বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলা ভাষার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মওলানা মুহাম্মদ আকরাম খাঁ।
-
দৈনিক সমকাল বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত একটি বাংলা দৈনিক পত্রিকা। এটি ২০০৫ সালের ৩১ মে থেকে প্রকাশিত হচ্ছে। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সাংবাদিক গোলাম সারওয়ার। প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক হলেন আবুল কালাম আজাদ।

0
Updated: 11 hours ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যকর হয় কবে থেকে?
Created: 1 month ago
A
১ জুন, ২০২৫
B
৩০ জুন, ২০২৫
C
১ জুলাই, ২০২৫
D
৩১ জুলাই, ২০২৫
জাতীয় বাজেট ২০২৫-২৬
-
ক্রম: ৫৪তম বাজেট (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)
-
শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’
-
উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
উত্থাপন তারিখ: ২ জুন, ২০২৫
-
অনুমোদন তারিখ: ২২ জুন, ২০২৫
-
কার্যকর তারিখ: ১ জুলাই, ২০২৫
-
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
অনুমিত মুদ্রাস্ফীতি হার: ৬.৫%
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৭%

0
Updated: 1 month ago
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের মৃত্যুর পর প্রকাশিত গদ্যরীতির গ্রন্থ কোনটি?
Created: 6 days ago
A
প্রবোধচন্দ্রিকা
B
পঞ্চতন্ত্র
C
রাজাবলি
D
বত্রিশ সিংহাসন
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও ‘প্রবোধচন্দ্রিকা’
১. প্রবোধচন্দ্রিকা
-
রচনা ও প্রকাশ: ১৮১৩ সালে রচিত হলেও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মৃত্যুর পর ১৮৩৩ সালে প্রকাশিত।
-
ধারা ও বিষয়: মূলত দার্শনিক নিবন্ধ; সংস্কৃত বিদ্যাভাণ্ডারের পরিচয় প্রদানের উদ্দেশ্যে রচিত।
-
ভাষা ও শৈলী: কথ্য সাধু ভাষা ও সংস্কৃত রীতির মিশ্র ব্যবহার।
২. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (১৭৬২–১৮১৯)
-
প্রধান রচনাসমূহ:
১. বত্রিশ সিংহাসন (১৮০২)
২. রাজাবলি (১৮০৮)
৩. হিতোপদেশ (১৮০৮)
৪. বেদান্তচন্দ্রিকা (১৮১৭)
৫. প্রবোধচন্দ্রিকা (১৮৩৩) -
গ্রন্থ বৈশিষ্ট্য:
-
হিতোপদেশ: সংস্কৃত ‘পঞ্চতন্ত্র’ থেকে অনূদিত; ভাষা সংস্কৃতানুগ।
-
রাজাবলি: কিংবদন্তি ও লোকপ্রসিদ্ধির উপর নির্ভর; গদ্যরীতি সুষ্ঠু ও প্রাঞ্জল; আরবি ও ফারসি শব্দের ব্যবহার।
-
বেদান্তচন্দ্রিকা: নামপত্রে মৃত্যুঞ্জয়ের উল্লেখ নেই; বহু অংশ সংস্কৃত গ্রন্থ ও বেদান্ত সূত্রের অনুবাদ; স্বাধীন রচনা নয়।
-

0
Updated: 6 days ago
‘স্বাধীনতা তুমি’ কবিতার লেখক কে?
Created: 1 week ago
A
সুকান্ত ভট্টাচার্য
B
শামসুর রাহমান
C
মুনীর চৌধুরী
D
শামসুল হক
শামসুর রাহমান ও ‘স্বাধীনতা তুমি’
-
‘স্বাধীনতা তুমি’ কবিতার রচয়িতা শামসুর রাহমান।
-
শামসুর রাহমান
-
জন্ম: ১৯২৯, পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলী।
-
পৈত্রিক নিবাস: ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রাম।
-
শৈশবের ডাক নাম: ‘বাচ্চু’।
-
মাত্র আঠারো বছর বয়সে কবিতা লেখা শুরু।
-
প্রথম কবিতা প্রকাশ: ১৯৪৩ সালে ‘সোনার বাংলা’ পত্রিকায়।
-
মুক্তিযুদ্ধকালীন লেখালেখি: ‘মজলুম আদিব’ ছদ্মনামে।
-
মৃত্যু: ২০০৬, ঢাকা।
-
প্রাপ্ত পুরস্কারসমূহ: আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার।
-
-
বিখ্যাত কবিতাসমূহ
-
প্রথম গান
-
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
-
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
-
এক ফোঁটা কেমন অনল
-
বুক তাঁর বাংলাদেশের হৃদয়
-
স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি
-
প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
-
রৌদ্র করোটিতে
-
বিধ্বস্ত নীলিমা
-
বন্দী শিবির থেকে
-
কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে
-
না বাস্তব না দুঃস্বপ্ন
-

0
Updated: 1 week ago