"এ পথের যদি শেষ না হতো কোনোদিন; অনন্তকাল ধরে এমনি চলতে পারতাম আমরা।"- উক্তিটি কার রচনা?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C
জহির রায়হান
D
হুমায়ূন আহমেদ
উত্তরের বিবরণ
"একুশের গল্প" জহির রায়হানের একটি প্রসিদ্ধ ছোটগল্প, যা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। এটি তাঁর গল্পগ্রন্থ "সূর্যগ্রহণ" (১৯৫৫) এবং গল্প সংকলন "জহির রায়হান রচনাবলী" (২য় খণ্ড, ১৯৮১) এর অন্তর্ভুক্ত। গল্পটি ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ, বন্ধুত্ব এবং স্মৃতির মাধ্যমে বাঙালির জাতীয়তাবাদী চেতনা ফুটিয়ে তোলে।
-
গল্পের প্রধান চরিত্র: তপু, রেণু, রাহাত।
-
কাহিনীর সারমর্ম: এক উদ্দাম, প্রাণবন্ত তরুণ ভাষা শহিদ হয়; পুলিশ তাঁর লাশ গুম করে ফেলে। পরবর্তীতে তার কঙ্কাল মেডিক্যাল কলেজে পড়ুয়া এক বন্ধু আবিষ্কার করে।
গল্পের উল্লেখযোগ্য সংলাপ:
-
"এ পথের যদি শেষ না হতো কোনোদিন; অনন্তকাল ধরে এমনি চলতে পারতাম আমরা।"
-
"ওই যে লোকটা বলছিল সে বার্নাডশ হবে, পরশু রাতে মারা গেছে।"
-
"পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিলো তার।"
-
"তপুকে আবার ফিরে পাবো, এ কথা ভুলেও ভাবিনি কোনো দিন। তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে।"
জহির রায়হান রচিত অন্যান্য গল্প:
-
সোনার হরিণ
-
সময়ের প্রয়োজনে
-
একটি জিজ্ঞাসা
-
হারানো বলয়
-
বাঁধ
-
সূর্যগ্রহণ
-
নয়া পত্তন
-
মহামৃত্যু
-
ভাঙাচোরা
-
অপরাধ
-
স্বীকৃতি
-
অতি পরিচিত
-
ইচ্ছা অনিচ্ছা
-
জনন্মান্তর

0
Updated: 11 hours ago
মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।'-কার উক্তি?
Created: 4 weeks ago
A
মীর মশাররফ হোসেনের
B
ইসমাইল হোসেন সিরাজীর
C
রবীন্দ্রনাথ ঠাকুরের
D
কাজী নজরুল ইসলামের
‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।’— উক্তিটি মীর মশাররফ হোসেনের আমাদের শিক্ষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
মীর মশাররফ হোসেন
মীর মশাররফ হোসেন ছিলেন উনিশ শতকের একজন খ্যাতনামা ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তাঁকে বঙ্কিমচন্দ্র যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী এবং বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ বলা হয়।
-
জন্ম: ১৩ নভেম্বর ১৮৪৭, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে।
-
পিতা: মীর মোয়াজ্জেম হোসেন (একজন জমিদার)।
-
শিক্ষা: শৈশবে বাড়ির মুনশির কাছে আরবি ও ফারসি শেখার মাধ্যমে শিক্ষাজীবনের সূচনা।
-
সম্পাদনা: আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকা সম্পাদনা করেছিলেন।
সাহিত্যকর্ম
নাটক:
-
বসন্তকুমারী
-
জমীদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
-
টালা অভিনয়
উপন্যাস:
-
বিষাদ-সিন্ধু
গ্রন্থ:
-
উদাসীন পথিকের মনের কথা
-
গাজী মিয়াঁর বস্তানী
আত্মজীবনীমূলক রচনা:
-
আমার জীবনী
-
কুলসুম জীবনী
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 4 weeks ago
"সকলেই কবি নয়, কেউ কেউ কবি।"-উক্তিটি কার?
Created: 1 month ago
A
বুদ্ধদেব বসু
B
জীবনানন্দ দাশ
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বিহারীলাল চক্রবর্তী
জীবনানন্দ দাশের প্রবন্ধ ‘কবিতার কথা’
-
উক্তি: "সকলেই কবি নয়, কেউ কেউ কবি।"
-
বিখ্যাত কিছু পঙ্ক্তি:
-
"পাখির নীড়ের মত চোখ তুলে বনলতা সেন" – (বনলতা সেন)
-
"আবার আসিব ফিরে ধানসিড়ি নদীটির তীরে" – (আবার আসিব ফিরে)
-
"বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর" – (বাংলার মুখ)
-
"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা" – (বনলতা সেন)
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ উক্তিটি কার?
Created: 1 month ago
A
প্রমথ চৌধুরী
B
রাজা রামমোহন রায়
C
কাজী মোতাহার হোসেন
D
মীর মশররাফ হোসেন
প্রমথ চৌধুরী
-
উক্তি:
-
"সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত" – (‘বই পড়া’ প্রবন্ধ থেকে)
-
অন্যান্য বিখ্যাত উক্তি:
-
“ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়”
-
“যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়”
-
-
-
সাহিত্যিক পরিচিতি:
-
বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনাকারী
-
গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক
-
ইতালীয় সনেটের প্রবর্তক
-
ছদ্মনাম: বীরবল
-
সম্পাদকত্ব: সবুজপত্র (১৯১৪), বিশ্বভারতী, রূপ ও রীতি, অলকা
-
-
কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
-
-
গল্পগ্রন্থ:
-
চার ইয়ারি কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্প সংগ্রহ
-
-
প্ৰবন্ধগ্রন্থ:
-
তেল-নুন-লকড়ী
-
বীরবল-এর হালখাতা (চলিত রীতির প্রথম গদ্য রচনা)
-
নানাকথা
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago