ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ কোনটি?
A
চাকর-বাকর
B
চকচক
C
জ্বর জ্বর
D
সুরে সুরে
উত্তরের বিবরণ
ধ্বন্যাত্মক শব্দ হলো সেইসব শব্দ যা প্রাকৃতিক ধ্বনির অনুকরণে তৈরি হয়। ধ্বন্যাত্মক শব্দের মধ্যে যেসব শব্দের পুনরাবৃত্তি ঘটে, তাকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলা হয়।
কিছু উদাহরণ ধ্বন্যাত্মক দ্বিত্বের:
-
কুট কুট, কোঁত কোঁত, কুটুস-কুটুস, খক খক, টুং টুং, ঠুক ঠুক, ধুপ ধুপ, দুম দুম, ঢং ঢং, চকচক, টসটস, থকথকে, ভটভট, হিস হিস
কিছু ক্ষেত্রে স্বরধ্বনি যুক্ত দ্বিত্ব দেখা যায়, যেমন:
-
খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট
অন্যদিকে, ধ্বন্যাত্মক দ্বিত্বের প্রকারভেদ:
-
অনুকার দ্বিত্ব: কাছাকাছি চেহারার শব্দ পরপর প্রয়োগ হলে যা প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। দ্বিতীয় শব্দ প্রায়ই অর্থহীন হয়। এতে ট, ফ, ব, ম, শ ইত্যাদি ধ্বনি যুক্ত হতে পারে।
উদাহরণ: কচর-মচর, অঙ্ক-টঙ্ক, চাকর-বাকর, এলোমেলো, অল্পসল্প, ব্যাপার-স্যাপার, বুঝে-সুঝে -
পুনরাবৃত্ত দ্বিত্ব: পুনরায় আবৃত্ত হলে। এটি বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে।
উদাহরণ:-
বিভক্তিহীন: ভালো ভালো, কত কত, হঠাৎ হঠাৎ, ঘুম ঘুম, উড় উড়ু, গরম গরম, হায় হায়
-
বিভক্তিযুক্ত: কথায় কথায়, মজার মজার, ঝাঁকে ঝাঁকে, চোখে চোখে, মনে মনে, সুরে সুরে, পথে পথে
-
0
Updated: 1 month ago
ভাবের সুসংগত প্রসারণের নাম কী?
Created: 2 months ago
A
ভাব-সম্প্রসারণ
B
ভাবার্থ
C
মর্মার্থ
D
সারভাব
প্রতিটি ভাষায়ই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবনসত্য। এ ধরনের গভীর ভাব বিশ্লেষণ করে তা সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলে ভাবসম্প্রসারণ।
0
Updated: 2 months ago
‘গরমিল’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 1 month ago
A
মিল ও অমিল
B
অমিলের সদৃশ
C
মিলের অভাব
D
গর ও মিল
গরমিল সমাসের ব্যাসবাক্য - "মিলের অভাব"। এটি একটি অব্যয়ীভাব সমাস।
0
Updated: 1 month ago
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
Created: 2 months ago
A
দাঁড়ি
B
কোলন
C
প্রশ্ন চিহ্ন
D
বিস্ময় চিহ্ন
প্রান্তিক বিরাম চিহ্ন ৪টি। যেমন: ১/দাঁড়ি /পূর্ণচ্ছেদ ২/প্রশ্নবোধক চিহ্ন ৩/বিস্ময় /সম্বোধন চিহ্ন ৪/ ডাবল দাঁড়ি / পূর্ণচ্ছেদ।
0
Updated: 2 months ago