শুদ্ধ বানান কোনটি?
A
জগদ্বিখ্যাতো
B
জগৎবিখ্যাত
C
জগদ্বিখ্যাত
D
জগতবিখ্যাত
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান: জগদ্বিখ্যাত।
বর্ণনা:
-
এটি একটি বিশেষ্য পদ।
-
শব্দটি সংস্কৃত উৎপত্তির।
-
অর্থ: বিশ্বজোড়া খ্যাতি থাকা।
0
Updated: 1 month ago
ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ'-এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?
Created: 3 months ago
A
১৯২৬
B
১৯১১
C
১৮৬৪
D
১৯০৫
মুসলিম সাহিত্য-সমাজ:
- মুসলিম সাহিত্য-সমাজ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়।
- সংগঠনটির পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, মুসলিম হলের ছাত্র এ.এফ.এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদির প্রমুখের ওপর। তারাই ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য।
- নেপথ্যে থেকে দায়িত্ব পালন করতেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর।
এছাড়াও-
- মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র শিখা পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন।
- এই পত্রিকার স্লোগান ছিলো - 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'।
উৎস: বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
সারাংশের জন্য গুরুত্বপণূ দিক কোনটি?
Created: 2 months ago
A
সৃজনশীলতা
B
প্রাঞ্জলতা
C
মননশীলতা
D
ভাষারীতির শুদ্ধতা
সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক প্রাঞ্জলতা। অর্থাৎ, যে বিষয় সম্পর্ক নিয়ে সারাংশ লেখা হচ্ছে তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে। অতিরিক্ত বড় করা যাবে না সারাংশ। শুধুমাত্র মূল ভাব ফুটিয়ে তুলতে হবে। যে অনুচ্ছেদ দেয়া থাকবে, সেটা থেকে বাক্য লিখা যাবে না।
0
Updated: 2 months ago
ভাষার মূল উপাদান কী?
Created: 1 month ago
A
বাক্য
B
শব্দ
C
বর্ণ
D
ধ্বনি
ভাষার মূল উপাদান ধ্বনি।
কারণ—
-
ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম মৌলিক একক, যা মুখ থেকে উচ্চারিত হয়।
-
এই ধ্বনিগুলোকে মিলিয়ে গঠিত হয় বর্ণ।
-
বর্ণ থেকে গঠিত হয় শব্দ।
-
শব্দ একত্রে মিলিত হয়ে গড়ে ওঠে বাক্য।
অতএব, ভাষার মূল বা ভিত্তি হলো ধ্বনি।
তাই সঠিক উত্তর: ঘ) ধ্বনি
0
Updated: 1 month ago