The ministers arrived ___ a decision last night.
A
to
B
at
C
on
D
by
উত্তরের বিবরণ
শূন্যস্থান পূরণে সঠিক প্রিপজিশন হবে - at
-
পূর্ণ বাক্য: The ministers arrived at a decision last night.
• Arrive at something
ইংরেজি অর্থ: কোনো বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে বা একমতে পৌঁছানো।
বাংলা ব্যাখ্যা: (সিদ্ধান্ত, পরিমাণ, বয়স প্রভৃতি ক্ষেত্রে) কোনো নির্দিষ্ট জায়গায় বা অবস্থা পৌঁছানো বা উপনীত হওয়া।
উদাহরণ: আমরা বিষয়টি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা তর্ক করেছি এবং শেষে একটি সিদ্ধান্তে উপনীত হলাম।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি.

0
Updated: 1 month ago
Fill in the gap with the right tense : When water ___ it turns into ice.
Created: 2 weeks ago
A
will freeze
B
freezes
C
would freeze
D
froze
১. শূন্যস্থানে সঠিক উত্তর: freezes
-
সম্পূর্ণ বাক্য: When water freezes, it turns into ice.
২. “When” দিয়ে যুক্ত দুটি clause-এর নিয়ম:
যখন দুটি clause চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ করে এবং তারা When দ্বারা যুক্ত থাকে, তখন উভয় clause-ই Present Indefinite tense এ থাকবে।
-
সহজভাবে বলতে গেলে: যদি “When” যুক্ত clause-এ যে ঘটনা ঘটে তার ফলাফলও Present Indefinite tense-এ থাকে, তাহলে মূল “When” clause-ও Present Indefinite tense-এ হবে।
উদাহরণ:
-
When the wind blows, it rustles the leaves in the trees.
-
I still feel tired when I wake up early in the morning.
-
When metal becomes hot, it expands.
উৎস: ইংরেজি ব্যাকরণ বই, বিশেষ করে “Tense in Conditional and Time Clauses” সংক্রান্ত অধ্যায়।

0
Updated: 2 weeks ago
Many prefer donating money ____ distributing clothes.
Created: 1 month ago
A
than
B
but
C
to
D
withont
• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা।
যেমন: He prefers watching football to playing it.
• অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।
- প্রশ্নের বাক্যটিতে distributing clothes অপেক্ষা donating money কে অধিক পছন্দ করা বোঝানো হয়েছে।
- তাই সঠিক উত্তর হবে - to.
Complete sentence: Many prefer donating money to distributing clothes.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
Choose the correct alternative and mark its letter on your answer sheet. The rich should not look down_________ the poor.
Created: 1 month ago
A
at
B
for
C
towards
D
upon
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
- Complete sentenec: The rich should not look down upon the poor.
• Look down on/upon
English Meaning: to feel that someone is less important than them or does not deserve respect: to think that you are better than someone:
Bangla Meaning: নিজের থেকে অন্যদের ছোট ভাবা।
Example sentence:
- She thinks they look down on her because she doesn't have a job.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago