'জবরজং' বাগ্ধারার অর্থ কী?
A
বিপর্যস্ত অবস্থা
B
জমকালো কিন্তু বেমানান
C
পরিপাটি
D
গোলযোগ
উত্তরের বিবরণ
জবরজং বাগ্ধারার অর্থ হলো জমকালো কিন্তু বেমানান।
-
উদাহরণ বাক্য: তোমাকে ওই জবরজং পোশাকে একটুও মানায়নি।
অন্যান্য সম্পর্কিত বাগ্ধারা:
-
ঝড়ো কাক: বিপর্যস্ত অবস্থা
-
ডামাডোল: গোলযোগ
-
লেফাফা দুরস্ত: পরিপাটি

0
Updated: 11 hours ago
কোন বাগধারাটির অর্থ চির অশান্তি?
Created: 3 weeks ago
A
কুল কাঠের আগুন
B
তুষের আগুন
C
কলির সন্ধ্যা
D
রাবনের চিতা
কুল কাঠের আগুন - তীব্র জালা
তুষের আগুন - দীর্ঘ ও দুঃসহ যন্ত্রণা
কলির সন্ধ্যা - দুঃখের সুচনা
রাবণের চিতা - চির অশান্তি

0
Updated: 3 weeks ago
'হাড়হদ্দ' বাগ্ধারার অর্থ কী?
Created: 3 weeks ago
A
ভরপুর
B
সবকিছু
C
সর্বস্বান্ত হওয়া
D
গভীরভাবে
হাড়হদ্দ অর্থ: সবকিছু।
বাক্য: তোমার হাড়হদ্দ সবই আমার জানা আছে।-
হাড়ে হাড়ে অর্থ: গভীরভাবে।
-
পথে বসা অর্থ: সর্বস্বান্ত হওয়া।
-
টইটম্বুর অর্থ: ভরপুর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 weeks ago
’ঝড়ো কাক’ বাগ্ধারাটির অর্থ কী?
Created: 6 hours ago
A
সমমনা
B
বিপর্যস্ত অবস্থা
C
নেশাগ্রস্ত
D
নির্ভীক
কিছু বাগ্ধারার অর্থ:
-
’ঝড়ো কাক’ – বিপর্যস্ত অবস্থা
-
’ঝাঁকের কই’ – সমমনা
-
’টুপ ভুজঙ্গ’ – নেশাগ্রস্ত
-
’ডাকাবুকো’ – নির্ভীক
-
এই বাগ্ধারাগুলো বাংলা ভাষায় চলতি কথ্যভাষা ও সাহিত্যিক ভাষায় বিশেষ অর্থ প্রকাশে ব্যবহৃত হয়।
-
প্রতিটি বাগ্ধারার ব্যবহার সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত।

0
Updated: 6 hours ago