নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি?
A
সতী
B
সধবা
C
সপত্নী
D
সতীন
উত্তরের বিবরণ
নিত্য স্ত্রীবাচক শব্দ এবং সম্পর্কিত নিয়মসমূহ নিম্নরূপ ব্যাখ্যা করা যায়।
বিশেষ নিয়মে সৃষ্টি হওয়া স্ত্রীবাচক শব্দ: পুরুষবাচক শব্দের শেষে নির্দিষ্ট পদ থাকলে তাদের থেকে স্ত্রীবাচক রূপ সৃষ্টি হয়।
-
পুরুষবাচক শব্দের শেষে অত্, বান্, মান, ঈয়ান থাকলে যথাক্রমে স্ত্রীবাচক হয় অতী, বর্তী, মতি, ঈয়সী।
-
উদাহরণস্বরূপ:
-
সৎ > সতী
-
মহৎ > মহতী
-
গুণবান > গুণবতী
-
রূপবান > রূপবতী
-
শ্রীমান > শ্রীমতী
-
বুদ্ধিমান > বুদ্ধিমতী
-
গরীয়ান > গরীয়সী
-
নিত্য স্ত্রীবাচক শব্দ: কিছু শব্দ কেবল নারীকে নির্দেশ করে এবং এ ধরনের শব্দকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলা হয়।
-
উদাহরণস্বরূপ: এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী
নিত্য পুরুষবাচক শব্দ: কিছু শব্দ কেবল পুরুষকে নির্দেশ করে এবং এ ধরনের শব্দকে নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়।
-
উদাহরণস্বরূপ: কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী
0
Updated: 1 month ago
কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?
Created: 2 months ago
A
নেতা
B
কবি
C
দাতা
D
বাদশাহ
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলে। যেমন – কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি। কতগুলো পুরূষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক করা হয়।
যেমন- কবি থেকে মহিলা কবি, ডাক্তার থেকে মহিলা ডাক্তার। আবার কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। যেমন- সতীন, সৎমা, সধবা ইত্যাদি।
0
Updated: 2 months ago
আ - প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
কনিষ্ঠা
B
পাঠিকা
C
লেখিকা
D
গায়িকা
আ - প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ = কনিষ্ঠা।
• আ প্রত্যয় যোগে অন্য শব্দসমূহ:
- বৃদ্ধ - বৃদ্ধা,
- প্রিয় - প্রিয়া,
- কনিষ্ঠ - কনিষ্ঠা।
অন্যদিকে,
• -ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
যেমন –
- পাঠক-পাঠিকা,
- লেখক-লেখিকা,
- গায়ক-গায়িকা।
0
Updated: 2 months ago
নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি?
Created: 2 months ago
A
নেত্রী
B
শিক্ষিকা
C
সতীন
D
তেজস্বিনী
• নিত্য নারীবাচক শব্দের উদাহরণ = সতীন।
- নিত্য নারীবাচক শব্দের কোন নরবাচক শব্দ নেই।
অন্যদিকে,
- নেতা - নেত্রী,
- তেজস্বী - তেজস্বিনী
- শিক্ষক - শিক্ষিকা,
0
Updated: 2 months ago