'বন্দে মাতরম্' গানটি ধ্বনিত হয়েছে নিচের কোন উপন্যাসে?
A
গোরা
B
পথের দাবী
C
আনন্দমঠ
D
ঘরে বাইরে
উত্তরের বিবরণ
বন্দে মাতরম্’ ও আনন্দমঠ সংক্ষেপ:
-
রচনা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
উপন্যাস: আনন্দমঠ (১৮৮২)
-
গানের প্রেক্ষাপট: ১৮৭০-এর দশকে রচিত; সন্ন্যাসী বিদ্রোহীদের মুখে গীত; ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি ভক্তি প্রকাশ
-
গানের গুরুত্ব: ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেরণাদায়ক; প্রথম দুটি স্তবক ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত (১৯৫০)
আনন্দমঠ উপন্যাস:
-
ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় কল্পিত সন্ন্যাসী বিদ্রোহের গল্প
-
প্রধান প্রতিপাদ্য: স্বদেশভক্তি, স্বজাতি ও স্বধর্মপ্রীতি
-
চরিত্র: আদর্শায়িত, প্রেম ও আদর্শের দ্বন্দ্বে আবদ্ধ
-
ইংরেজি অনুবাদ: নরেশচন্দ্র সেনগুপ্ত – The Abbey of Bliss (1907), শ্রী অরবিন্দ – Ananda Math (1910)
-
লক্ষ্য করা যায় স্বসম্প্রদায়প্রীতি ও ব্রিটিশ বিরোধী দীক্ষা
অন্যান্য রাজনৈতিক ও দেশপ্রেমভিত্তিক উপন্যাস:
-
রবীন্দ্রনাথ ঠাকুর – গোরা (১৯১০)
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – পথের দাবী (১৯২৬)
-
রবীন্দ্রনাথ ঠাকুর – ঘরে-বাইরে (১৯১৬)
0
Updated: 1 month ago
'আমাদের সংস্কৃতি' প্রবন্ধের রচয়িতা কে?
Created: 1 month ago
A
আবু জাফর শামসুদ্দিন
B
আনিসুজ্জামান
C
আবুল হাসান
D
মুহাম্মদ এনামুল হক
‘আমাদের সংস্কৃতি’ আনিসুজ্জামান রচিত একটি প্রবন্ধ, যা বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘বাংলাদেশের উৎসব’ (২০০৮) গ্রন্থ থেকে সংকলিত। প্রবন্ধটিতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাঙালির জীবনচেতনাকে কেন্দ্র করে বর্ণনা করা হয়েছে। এখানে উঠে এসেছে, কীভাবে আদিকাল থেকে বর্তমানকাল পর্যন্ত বাংলার সংস্কৃতিতে বিশ্বের নানা জাতির প্রভাব মিলিত হয়েছে এবং তা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ ও বহুমাত্রিক করেছে। সেই সঙ্গে প্রবন্ধে জোর দেওয়া হয়েছে বাংলার প্রকৃতি ও ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের সংস্কৃতির স্বাতন্ত্র্য ও লোকসংস্কৃতি প্রতিষ্ঠিত হওয়ায়। প্রবন্ধে সাহিত্য, সংগীত, চিত্রকলা, মাটির ভাস্কর্য, কারুশিল্প ও বয়ন শিল্পের প্রাচীন ঐতিহ্য তুলে ধরা হয়েছে। মূলত প্রবন্ধটি বাঙালি ও বাংলা অঞ্চলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, লোকসংস্কৃতি, মানবিকতাবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী ভাবনা সম্পর্কে পাঠককে সচেতন করে।
আনিসুজ্জামান ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শুরু হয় ঢাকার প্রিয়নাথ হাইস্কুল থেকে এবং পরবর্তীতে তিনি জগন্নাথ কলেজ থেকে আই.এ. এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন গবেষক ও প্রাবন্ধিক হিসেবে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। সাহিত্য ও গবেষণায় কৃতিত্বের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন। তিনি ২০২০ সালের ১৪ মে মৃত্যুবরণ করেন।
আনিসুজ্জামানের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
-
মুসলিম বাংলার সাময়িক পত্র
-
স্বরূপের সন্ধানে
-
আঠারো শতকের বাংলা চিঠি
-
পুরোনো বাংলা গদ্য
0
Updated: 1 month ago
'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' কোন পদ?
Created: 1 month ago
A
বিশেষ্য
B
বিশেষণ
C
অব্যয়
D
ক্রিয়াবিশেষণ
• 'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' সংখ্যাবাচক বিশেষণ পদ।
• নাম বিশেষণ:
- যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।
নাম বিশেষণের প্রকারভেদ:
ক. রূপবাচক: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ।
খ. গুণবাচক: চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
গ. অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা।
ঘ. সংখ্যাবাচক: হাজার লোক, দশ দশা, শ টাকা।
ঙ. ক্রমবাচক: দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা।
চ. পরিমাণবাচক: বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা।
ছ. অংশবাচক: অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ।
জ. উপাদানবাচক: বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি।
ঝ. প্রশ্নবাচক: কতদূর পথ? কেমন অবস্থা?
ঞ. নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
Created: 2 months ago
A
ভদ্রার্জুন
B
লিপিমালা
C
শর্মিষ্ঠা
D
কৃষ্ণকুমারী
ভদ্রার্জুন
-
ভদ্রার্জুন বাংলা ভাষায় রচিত প্রথম নাটক।
-
এটি ১৮৫২ সালে তারাচরণ শিকদারের রচনা হিসেবে প্রকাশিত হয়।
-
‘কীর্তিবিলাস’ বিয়োগান্ত নাটক রচনার প্রথম প্রচেষ্টা হলেও, ‘ভদ্রার্জুন’ হলো ইংরেজি ও সংস্কৃত যুক্ত আদর্শে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক।
-
নাটকের কাহিনি অর্জুন কর্তৃক সুভদ্রাহরণ নিয়ে।
-
যদিও কাহিনি মহাভারত থেকে সংগ্রহ করা হয়েছে, তবুও এতে বাঙালি সমাজের বাস্তব পরিবেশ অঙ্কিত হয়েছে।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 2 months ago