সুনীল গঙ্গোপাধ্যায়ের দেশবিভাগের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
A
নীলকণ্ঠ পাখির খোঁজে
B
কালো বরফ
C
কেয়াপাতার নৌকো
D
পূর্ব-পশ্চিম
উত্তরের বিবরণ
পূর্ব-পশ্চিম উপন্যাস সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য
-
রচনা: সুনীল গঙ্গোপাধ্যায়
-
প্রকাশ: ১৯৮৯; ধারাবাহিকভাবে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত
-
পটভূমি: ১৯৪৭ সালের ভারতবর্ষের দেশবিভাগ
-
কাহিনি সংক্ষেপ:
-
দেশভাগের ফলে দুই বাংলার হাজার হাজার পরিবার তাদের ভিটে ছেড়ে ভিনদেশে পাড়ি দেয়।
-
উপন্যাসটি দুই খণ্ডে বিভক্ত, যেখানে দেশবিভাগের বিচ্ছেদবেদনা, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট চিত্রিত।
-
কাহিনি বিস্তৃতভাবে বাংলাদেশের বিক্রমপুর থেকে আমেরিকার নিউইয়র্ক পর্যন্ত চলে।
-
-
ধরন: ঐতিহাসিক প্রেক্ষাপটভিত্তিক উপন্যাস; দুই বাংলার পরিবারের জীবন ও সংগ্রাম কেন্দ্র করে।
অন্যান্য দেশবিভাগভিত্তিক উপন্যাস:
-
অতীন বন্দ্যোপাধ্যায় – নীলকণ্ঠ পাখির খোঁজে
-
মাহমুদুল হক – কালো বরফ
-
প্রফুল্ল রায় – কেয়াপাতার নৌকো

0
Updated: 11 hours ago
'মস্যাধার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 3 weeks ago
A
মস্যা + ধার
B
মসি + আধার
C
মসী + ধার
D
মসী + আধার
'মস্যাধার' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ
-
মসী + আধার = মস্যাধার
🔹 সন্ধির নিয়ম
-
ই-কার (◌ি) বা ঈ-কার (◌ী)-এর পর ই বা ঈ ছাড়া অন্য কোনো স্বর এলে, ই/ঈ স্থলে য/য-ফলা বসে।
-
এই য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
📌 সূত্র: [ ঈ + আ = য্ + আ ]
উদাহরণ:
-
মসী + আধার = মস্যাধার
তথ্যসূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 weeks ago
কবি জসীমউদ্দীনের জন্ম সাল কত?
Created: 2 days ago
A
১৯০০
B
১৯০৩
C
১৮৯৯
D
১৯০৭
জসীম উদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ, যিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে এবং তাঁকে 'পল্লিকবি' হিসেবে পরিচিতি লাভ।
-
রচিত নাটক:
-
পদ্মাপাড়
-
বেদের মেয়ে
-
মধুমালা
-
পল্লীবধূ
-
গ্রামের মায়া
-
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
বালুচর
-
রূপবতী
-
রাখালী
-
নক্সী কাঁথার মাঠ
-
ধানখেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
-
উৎস:

0
Updated: 2 days ago
'কৃপার শাস্ত্রের অর্থভেদ' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 hours ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
উইলিয়াম কেরি
C
মনোএল দ্য আসসুম্পসাঁউ
D
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
কৃপার শাস্ত্রের অর্থভেদ হলো মনোএল দ্য আসসুম্পসাঁউ রচিত একটি গুরুত্বপূর্ণ বাংলা গ্রন্থ। এটি মূলত গুরু–শিষ্য কথোপকথনের মাধ্যমে খ্রিষ্টধর্মের মহিমা কীর্তন করার উদ্দেশ্যে রচিত। গ্রন্থটি ১৭৪৩ খ্রিষ্টাব্দে লিসবন শহর থেকে রোমান লিপিতে মুদ্রিত হয়।
মনোএল দা আসসুম্পসাঁউ:
-
একজন পর্তুগিজ খ্রিস্টান ধর্মযাজক।
-
তিনি বাংলা ভাষায় প্রথমবারের মতো ব্যাকরণ রচনা করেন।
-
১৭৪৩ সালে তিনি দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেন।
মনোএল দা আসসুম্পসাঁউ-এর রচিত গ্রন্থ:
-
কৃপার শাস্ত্রের অর্থভেদ
-
ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ
উৎস:

0
Updated: 2 hours ago