A
. the most prettiest of all
B
prettiest one of all
C
the prettiest one from all
D
the prettiest one of all
উত্তরের বিবরণ
শূন্যস্থান পূরণে সঠিক উত্তর হবে – the prettiest one of all.
সম্পূর্ণ বাক্যটি হবে:
"I thought that the prettiest one of all was the last one."
এখানে ‘pretty’ একটি adjective যার comparative form হলো prettier এবং superlative form হলো prettiest। এই নিয়ম অনুসারেই এখানে superlative degree ব্যবহার করা হয়েছে।
🔹 দ্বৈত superlative ব্যবহার একেবারেই ভুল। যেমন: most prettiest বলাটা grammatically incorrect, কারণ prettiest নিজেই superlative, আবার তার আগে most বসালে তা অপ্রয়োজনীয় ও ভুল হয়।
🔹 Superlative degree ব্যবহারের সময় সাধারণত এর পূর্বে the বসে। তাই যদি কেউ the বাদ দিয়ে শুধু prettiest ব্যবহার করে, যেমন: “prettiest one”, তাহলে সেটি অসম্পূর্ণ ও ভুল হতে পারে।
🔹 এছাড়া superlative ব্যবহারের সময় যাদের মধ্যে তুলনা হচ্ছে, তাদের পরিচয় করিয়ে দিতে সাধারণত of ব্যবহৃত হয়। যেমন: the prettiest one of all, যেখানে of all পুরো গোষ্ঠীর কথা বোঝায়। কিন্তু কেউ যদি from ব্যবহার করে, যেমন: “the prettiest one from all”, তাহলে grammatical ভুল হয়।

0
Updated: 1 week ago
Rizvi requested Rini ____ telephone to attend the meeting.
Created: 6 days ago
A
over
B
through
C
with
D
by
Preposition ব্যবহারে এর নিয়ম
"Phone" বা "telephone" শব্দের আগে কোন preposition বসবে, তা ব্যবহারের ধরন অনুযায়ী নির্ভর করে। যদি বোঝানো হয় “ফোনের মাধ্যমে”, তখন by phone বা by telephone ব্যবহার হয়। যেমন: Rizvi requested Rini by telephone to attend the meeting. আবার, কারো সাথে ফোনে কথা বলা বোঝাতে on the phone ব্যবহার হয়।
যেমন: She is on the phone now. অন্যদিকে, over the phone বোঝায় ফোনে কথোপকথনের সময় কিছু আলোচনা হচ্ছে। যেমন: They will discuss the matter over the phone. তাই প্রশ্নে “telephone” থাকায় সঠিক preposition হবে by।
স্মরণযোগ্য উদাহরণ
-
By phone: The manager will inform us by phone.
-
Over the phone: They solved the issue over the phone.
-
On the phone: He is still on the phone.

0
Updated: 6 days ago
There are ____ dangerous drivers.
Created: 2 weeks ago
A
a very lot of
B
very many of
C
very much of
D
a lot of
"Some" ও "a lot of" উভয়ই countable এবং uncountable noun-এর আগে ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ:
-
Some coffee, some books
-
A lot of dust, a lot of books
"Lots of" সাধারণত countable plural nouns এর সঙ্গে ব্যবহৃত হয়।
যেমন: Lots of books
সঠিক quantifier structure:
a lot of / lots of — এই দুটি ফর্মই ঠিক।
উদাহরণ বাক্য:
✅ There are a lot of dangerous drivers.

0
Updated: 2 weeks ago
She is beautiful but she is ____ her mother.
Created: 1 week ago
A
most beautiful
B
less beautiful
C
as beautiful
D
not so beautiful as
সঠিক উত্তর হবে: not so beautiful as
-
পূর্ণ বাক্যটি হবে: She is beautiful but she is not so beautiful as her mother.
• ইংরেজি ব্যাকরণে কিছু conjunction আছে যেগুলোর দুটি অংশ থাকে এবং এদের একত্রে correlative conjunction বলা হয়। এই ধরনের সংযুক্তি বাক্যে ভারসাম্য বজায় রাখে এবং দুটি শব্দ, বাক্যাংশ বা clause-কে যুক্ত করে।
-
সাধারণ correlative conjunction-এর কিছু উদাহরণ:
as…as, so…as, such…that, not only…but also, hardly…before/when, no sooner…than, neither…nor, either…or, both…and, the same…as ইত্যাদি।
• যখন বাক্যে but ব্যবহৃত হয়, তখন সাধারণত পরবর্তী adjective বা phrase-টি নেতিবাচক রূপ ধারণ করে।
-
তাই এই ক্ষেত্রে ‘not as beautiful as’ অথবা ‘not so beautiful as’ ব্যবহার করাটাই সঠিক হবে।
Reference: A Passage to the English Language – S.M Zakir Hussain

0
Updated: 1 week ago