I thought that ___ was the last one
A
. the most prettiest of all
B
prettiest one of all
C
the prettiest one from all
D
the prettiest one of all
উত্তরের বিবরণ
শূন্যস্থান পূরণে সঠিক উত্তর হবে – the prettiest one of all.
সম্পূর্ণ বাক্যটি হবে:
"I thought that the prettiest one of all was the last one."
এখানে ‘pretty’ একটি adjective যার comparative form হলো prettier এবং superlative form হলো prettiest। এই নিয়ম অনুসারেই এখানে superlative degree ব্যবহার করা হয়েছে।
🔹 দ্বৈত superlative ব্যবহার একেবারেই ভুল। যেমন: most prettiest বলাটা grammatically incorrect, কারণ prettiest নিজেই superlative, আবার তার আগে most বসালে তা অপ্রয়োজনীয় ও ভুল হয়।
🔹 Superlative degree ব্যবহারের সময় সাধারণত এর পূর্বে the বসে। তাই যদি কেউ the বাদ দিয়ে শুধু prettiest ব্যবহার করে, যেমন: “prettiest one”, তাহলে সেটি অসম্পূর্ণ ও ভুল হতে পারে।
🔹 এছাড়া superlative ব্যবহারের সময় যাদের মধ্যে তুলনা হচ্ছে, তাদের পরিচয় করিয়ে দিতে সাধারণত of ব্যবহৃত হয়। যেমন: the prettiest one of all, যেখানে of all পুরো গোষ্ঠীর কথা বোঝায়। কিন্তু কেউ যদি from ব্যবহার করে, যেমন: “the prettiest one from all”, তাহলে grammatical ভুল হয়।

0
Updated: 1 month ago
'The Rape of the Lock' by Alexander Pope is a/an -
Created: 1 week ago
A
epic
B
ballad
C
mock-heroic poem
D
elegy
‘The Rape of the Lock’ – Alexander Pope
-
প্রকার: এটি একটি মক-হিরোইক (Mock-Heroic) এপিক কবিতা যা হিরোইক কাপলেটে (Heroic Couplet) লেখা।
-
প্রকাশকাল: কবিতার প্রথম সংস্করণ ১৭১২ সালে প্রকাশিত হয়েছিল, এতে ছিল দুই ক্যান্টো (Cantos)। পরবর্তী ১৭১৪ সালের সংস্করণে এটি পাঁচ ক্যান্টো পর্যন্ত সম্প্রসারিত করা হয়।
-
দৈর্ঘ্য ও ধরন: মোট ৭৯৪ লাইন, যেখানে গুরুগম্ভীর বিষয়বস্তুকে হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে।
-
মূল কাহিনি:
-
প্রধান চরিত্র Belinda (Arabella Fermor)।
-
তার চুলের বেণী (lock of hair) কেটে নেয় যুবক Baron (Lord Petre)।
-
চুলের বেণী শেষ পর্যন্ত নক্ষত্রলোকে (constellation) পৌঁছে।
-
কবিতায় দেবতা, যুদ্ধ-বিগ্রহ এবং দৈনন্দিন ঘটনা সমস্তকেই অতি গুরুত্বপূর্ণ এবং নাটকীয়ভাবে দেখানো হয়েছে।
-
-
শৈলী ও বৈশিষ্ট্য: Alexander Pope ক্ষুদ্র ও সাধারণ বিষয়কে বৃহৎ ও নাটকীয়ভাবে উপস্থাপন করার জন্য বিখ্যাত। এটি তাকে মক-হিরোইক কবি (Mock-Heroic Poet) হিসেবে পরিচিত করেছে।
-
কেন্দ্রীয় চরিত্র:
-
Belinda – প্রধান নারী চরিত্র
-
Baron – চুল কাটা যুবক
-
Ariel – দেবতা বা রক্ষাকারী চরিত্র
-
Alexander Pope (1688–1744)
-
একজন প্রখ্যাত ইংরেজ লেখক ও কবি।
-
তাকে বলা হয় Mock Heroic Poet।
-
Augustan Period-এর একজন প্রধান কবি।
-
তিনি তার চটুল, সঙ্গতিপূর্ণ ও প্রবাদসুলভ (epigrammatic) লেখার জন্য বিখ্যাত।
প্রখ্যাত কাজসমূহ:
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
The Dunciad
-
The New Dunciad
-
The Rape of the Lock
-
Windsor-Forest
সূত্র: Britannica

0
Updated: 1 week ago
The Arabian Nights ______ still a great favourite.
Created: 1 month ago
A
has
B
are
C
is
D
were
‘The Arabian Nights’ হলো একটি আরবি গল্পের নাম।
-
গল্প, উপন্যাস, নাটক, ছবি ইত্যাদির নাম সাধারণত একবচন হিসেবে ধরা হয়, অর্থাৎ third person singular।
-
তাই এর সঙ্গে ব্যবহৃত ক্রিয়া (verb) ও একবচন হয়।
-
যখন বিষয় (subject) কোনো জায়গা বা কিছু স্থায়ী কিছু বোঝায়, তখন ‘to be’ verb (is, am, are) ব্যবহার করা হয়।
-
এই কারণে ‘The Arabian Nights’ এর জন্য ‘is’ ব্যবহার করাই সঠিক।
শূন্যস্থানে সঠিক শব্দ হলো - is।
-
সম্পূর্ণ বাক্য: The Arabian Nights is still a great favourite.
-
The Arabian Nights has still a great favourite বাক্যটি সঠিক নয়।

0
Updated: 1 month ago
A rocket flying to the moon does not need wings because-
Created: 1 month ago
A
it has no engine
B
space has too much dust
C
it has no fuel
D
space is airless
চাঁদে উড়ে যাওয়া রকেটের ডানার প্রয়োজন হয় না কারণ স্থান বায়ুহীন।
রকেটের ডানা বা উইং মাধ্যাকর্ষণ শক্তি বা বাতাসের বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখতে ব্যবহৃত হয়, কিন্তু মহাকাশে কোনো বায়ু বা বায়ুচাপ নেই, তাই ডানার প্রয়োজন হয় না।
Rockets do not need a lift from wings. Instead they get all of their lift from engine thrust.
The smaller fins help provide the necessary control a rocket needs immediately after lift off (or launch).
And most importantly wings are designed to work in air, so when there is no air rocket must go on with the thrust it gets from the engine.
So rocket does not need wings because space is airless.

0
Updated: 1 month ago