'সব্যসাচী' ছদ্মনাম ব্যবহার করতেন কোন প্রাবন্ধিক?
A
বুদ্ধদেব বসু
B
সুভাষ মুখোপাধ্যায়
C
মোহিতলাল মজুমদার
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তরের বিবরণ
মোহিতলাল মজুমদার
-
জন্ম: ১৮৮৮ সালের ২৬ অক্টোবর, নদীয়ার কাঁচড়াপাড়া গ্রাম; পৈতৃক নিবাস: হুগলির বলাগড়
-
পেশা: কবি, প্রাবন্ধিক, সাহিত্যসমালোচক; অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা
-
সমালোচনামূলক প্রবন্ধে ব্যবহৃত ছদ্মনাম: ‘কৃত্তিবাস ওঝা’, ‘সব্যসাচী’, ‘শ্রী সত্যসুন্দর দাস’
-
মৃত্যু: ২৬ জুলাই ১৯৫২
অন্য সাহিত্যিক ও তাদের ছদ্মনাম:
-
বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪): বাংলা সাহিত্যের প্রভাবশালী ও বহুমুখী লেখক, “সব্যসাচী” উপাধিতে পরিচিত; তবে এটি তাঁর ছদ্মনাম নয়
-
সুভাষ মুখোপাধ্যায়: ছদ্মনাম সুবচনী
-
নারায়ণ গঙ্গোপাধ্যায়: ছদ্মনাম সুনন্দ
0
Updated: 1 month ago
'অনিল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
আকাশ
B
আগুন
C
বাতাস
D
সমুদ্র
• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 2 months ago
কোনটি গুণবাচক বিশেষণ?
Created: 2 months ago
A
পাথুরে মূর্তি
B
ঠাণ্ডা হাওয়া
C
তাজা মাছ
D
নীল আকাশ
বিশেষণের প্রকারভেদ
-
রূপবাচক:
-
নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ
-
-
গুণবাচক:
-
চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া
-
-
অবস্থাবাচক:
-
তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা
-
-
সংখ্যাবাচক:
-
হাজার লোক, দশ দশা, শ টাকা
-
-
ক্রমবাচক:
-
দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা
-
-
পরিমাণবাচক:
-
বিঘা জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু’ কিলোমিটার রাস্তা
-
-
অংশবাচক:
-
অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ
-
-
উপাদানবাচক:
-
বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি
-
-
প্রশ্নবাচক:
-
কতদূর পথ?, কেমন অবস্থা?
-
-
নির্দিষ্টতাজ্ঞাপক:
-
এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 2 months ago
'কৈ' শব্দেটি কোন দ্বিস্বরধ্বনি যোগে গঠিত?
Created: 2 months ago
A
ওই্
B
অঐ
C
এই্
D
উই্
দ্বিস্বরধ্বনি
-
সংজ্ঞা:
যখন পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়, তখন তাকে দ্বিস্বরধ্বনি বলা হয়। -
উদাহরণ – কৈ:
-
‘কৈ’ শব্দে [ও] পূর্ণ স্বরধ্বনি এবং [ই্] অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়ে [ওই্] তৈরি হয়েছে।
-
-
দ্বিস্বরধ্বনির আরও উদাহরণ:
| দ্বিস্বরধ্বনি | উদাহরণ |
|---|---|
| [আই্] | তাই, নাই |
| [এই্] | সেই, নেই |
| [আও্] | যাও, দাও |
| [আএ্] | খায়, যায় |
| [উই্] | দুই, রুই |
| [অএ্] | নয়, হয় |
| [ওউ্] | মৌ, বউ |
| [ওই্] | কৈ, দই |
| [এউ্] | কেউ, ঘেউ |
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
0
Updated: 2 months ago