'বাস্তু থেকে উৎখাত হয়েছে যে' এর এক কথায় প্রকাশ কী?
A
উদ্বান্ত
B
উদ্বায়ী
C
উদ্বাস্তু
D
উদ্ভ্রান্ত
উত্তরের বিবরণ
বাস্তু থেকে উৎখাত হওয়া বা নির্মূল হওয়াকে এক কথায় বলা হয় উদ্বাস্তু।
অন্যান্য উদ্-যুক্ত শব্দের ব্যবহার:
-
বাতাসে উবে যায় এমন: উদ্বায়ী
-
যা উদ্গিরণ করা হয়েছে: উদ্বান্ত
-
উচ্ছৃঙ্খলভাবে বিচরণ করে এমন: উদ্ভ্রান্ত

0
Updated: 11 hours ago
যে নারীর হাসি পবিত্র তাকে কী বলে?
Created: 1 week ago
A
সুচিস্মিতা
B
শুচিস্মিতা
C
সুহাসিনী
D
সুহাস্য
যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী। যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা। যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা। যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। যে নারী বীর = বীরাঙ্গনা। যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা। যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।

0
Updated: 1 week ago
গাছে উঠতে পটু যে- এক কথায় কী বলে?
Created: 4 weeks ago
A
গাছো
B
গাছি
C
গেছো
D
আরোহী
গাছে উঠতে পটু যে - গেছো। আরোহণ করে যে - আরোহী।

0
Updated: 4 weeks ago
'যে আলোতে কুমুদ ফোটে' এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 1 month ago
A
কুমুদিনী
B
কৌমুদি
C
কৌমুদিনী
D
প্রভাবতী
এক কথায় প্রকাশ
-
যে আলোতে কুমুদ ফোটে → কৌমুদি
-
গম্ভীর ধ্বনি → মন্দ্র
-
হরিণের চামড়া → অজিন
-
ময়ূরের ডাক → কেকা
-
ঘোড়ার ডাক → হ্রেষা
-
পাখির ডাক → কূজন
-
হাতির গর্জন → বৃংহিত
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago