'অপিনিহিতি' শব্দটি কোন ধরনের উপসর্গ যোগে গঠিত?
A
আরবি উপসর্গ
B
খাঁটি বাংলা উপসর্গ
C
ফারসি উপসর্গ
D
তৎসম উপসর্গ
উত্তরের বিবরণ
'অপি' তৎসম উপসর্গ যোগে ব্যাকরণের সূত্র অর্থে গঠিত শব্দ হলো অপিনিহিতি।
তৎসম (সংস্কৃত) উপসর্গ:
-
বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসেছে।
-
সেই সঙ্গে সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে শব্দকে নতুন রূপ দেয় এবং অর্থের সংকোচ বা সম্প্রসারণ ঘটায়।
-
তৎসম উপসর্গ বিশটি।
উপসর্গসমূহ:
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

0
Updated: 11 hours ago
কোনটি বিদেশি উপসর্গ নয়?
Created: 4 months ago
A
রাম
B
নিম
C
আম
D
বর
বিদেশি উপসর্গগুলোর প্রকৃতি অনেক সময় অনির্দিষ্ট বা অনির্ণেয় হয়।
উদাহরণস্বরূপ:
-
আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে, খয়ের।
-
ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
-
উর্দু উপসর্গ: হর।
-
ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
অন্যদিকে,
খাঁটি বাংলা উপসর্গ হিসেবে রাম একটি নির্দিষ্ট উদাহরণ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 months ago
নিচের কোনটি আরবি উপসর্গের উদাহরণ?
Created: 1 week ago
A
অপি
B
লা
C
উৎ
D
সাব
উপসর্গের শ্রেণিবিভাগ
-
’লা’: একটি আরবি উপসর্গ।
-
আরবি উপসর্গসমূহ (৬টি):
-
আম, খাস, লা, গর, খয়ের, বাজে
-
-
তৎসম (সংস্কৃত) উপসর্গের উদাহরণ:
-
উৎ, অপি
-
-
ইংরেজি উপসর্গের উদাহরণ:
-
সাব
-

0
Updated: 1 week ago
নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?
Created: 1 month ago
A
কারক
B
অনুসর্গ
C
উপসর্গ
D
সমাস

0
Updated: 1 month ago