What is the synonym of 'Competent'?
A
Circumspect
B
Discrete
C
Capable
D
Prudent
উত্তরের বিবরণ
• Competent:
English meaning: able to do something well.
Bangla meaning: উপযুক্ত; সক্ষম; দক্ষ।
• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) Circumspect - কাজে নামার আগে সবকিছু খুঁটিয়ে খেয়াল করে এমন; সতর্ক।
খ) Discrete - পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।
গ) Capable - শক্তিমান; সক্ষম; শক্তিধর; দক্ষ।
ঘ) Prudent - সতর্ক; দূরদর্শী; কৃতাবধান; পরিণামদর্শী; সুবিবেচক; বিচক্ষণ।
• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Capable শব্দটি Competent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 5 months ago
Choose the correct sentence:
Created: 4 weeks ago
A
He discussed the matter.
B
He discussed about the mater.
C
He discussed on the matter.
D
None of the above
সঠিক বাক্যটি হলো "He discussed the matter," যা দেখায় কিভাবে transitive verb কাজ করে। এখানে "discuss" একটি transitive verb হিসেবে ব্যবহৃত হয়েছে, যার পরে সরাসরি object আসে এবং সাধারণত কোন preposition লাগানো হয় না।
প্রদত্ত বাক্যে object হলো the matter, তাই এর আগে কোনো preposition লাগানো উচিত নয়।
এছাড়া, discuss-এর মতো describe, order, এবং request ও transitive verbs, এবং এগুলোর পর সাধারণত preposition ব্যবহার করা হয় না।
উদাহরণ হিসেবে:
-
ভুল: We discussed about the matter yesterday.
-
সঠিক: We discussed the matter yesterday.
-
ভুল: He described about the scenery.
-
সঠিক: He described the scenery.
-
ভুল: I have ordered for three cups of coffee.
-
সঠিক: I have ordered three cups of coffee.
0
Updated: 4 weeks ago
Which one is correct?
Created: 6 days ago
A
The old man was died yesterday
B
The old man had died yesterday
C
The old man died yesterday
D
The old man has died yesterd
ইংরেজি ব্যাকরণে কিছু নির্দিষ্ট সময় নির্দেশক শব্দ বা time adverb থাকে, যেগুলো ব্যবহৃত হলে সাধারণত বাক্যটি Past Indefinite Tense বোঝায়। এই tense দ্বারা অতীতে কোনো নির্দিষ্ট সময়ে সংঘটিত ও সম্পন্ন কাজ বোঝানো হয়।
-
Yesterday ব্যবহৃত হয় আগের দিন সংঘটিত কাজ বোঝাতে। যেমন: I met him yesterday.
-
Ago সবসময় Past Indefinite Tense নির্দেশ করে এবং নির্দিষ্ট সময়ের ব্যবধান বোঝায়। যেমন: He left two days ago.
-
Last, last night, last week, last month, last year ইত্যাদি ব্যবহার হয় অতীতের কোনো নির্দিষ্ট সময় বোঝাতে। যেমন: She visited her grandmother last week.
-
The day before অর্থাৎ আগের দিন সংঘটিত ঘটনা প্রকাশ করে। যেমন: They arrived the day before.
-
As soon as ব্যবহৃত হয় দুইটি অতীত ক্রিয়া সংযোগ করতে, যেখানে একটি কাজ শেষ হতেই অন্যটি শুরু হয়। যেমন: As soon as he saw me, he smiled.
-
এসব শব্দ ব্যবহারে verb-এর past form ব্যবহার করা হয়, অর্থাৎ V₂ form। যেমন: go → went, eat → ate, see → saw।
-
Past Indefinite Tense-এ সাধারণত did ব্যবহার হয় প্রশ্ন ও নাকচ বাক্যে। যেমন: Did you go there yesterday? / I did not see him last night.
-
এই tense-এর মাধ্যমে কাজের সময় অতীতে নির্দিষ্টভাবে বোঝানো হলেও এর কোনো চলমানতা থাকে না; কাজটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে বোঝায়।
-
এছাড়া, সময় নির্দেশক শব্দগুলোর মাধ্যমে বাক্যে স্পষ্ট হয় যে ঘটনাটি বর্তমান নয়, অতীতে ঘটেছিল এবং বর্তমানে তার কোনো প্রভাব নেই।
অতএব, yesterday, ago, last, last night, last week, last month, the day before, as soon as ইত্যাদি শব্দ যুক্ত বাক্য সাধারণত Past Indefinite Tense নির্দেশ করে, কারণ এসব শব্দ অতীতে সম্পন্ন কাজের সময় স্পষ্টভাবে নির্ধারণ করে।
0
Updated: 6 days ago
They have ____ their support for our case.
Created: 3 months ago
A
pledged
B
disavowed
C
provided
D
defered
Complete Sentence: They have pledged their support for our case.
-
Bangla Meaning: তারা আমাদের মামলার পক্ষে তাদের সমর্থনের অঙ্গীকার করেছে।
• Pledge
-
English Meaning: To make a sincere or official promise to provide or take an action.
-
Bangla Meaning: প্রতিজ্ঞা করা, প্রতিশ্রুতি দেওয়া, কোনো কাজ বা সহায়তা করার অঙ্গীকার করা।
• 'Pledged' শব্দটি শূন্যস্থান পূরণে ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও অর্থবোধক হয়।
-
অন্যান্য বিকল্প শব্দগুলো দিয়ে বাক্যটি গঠন করলে মূল অর্থ প্রকাশ পায় না।
Sources:
-
অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)
-
ক্যামব্রিজ ডিকশনারি
0
Updated: 3 months ago