একজন মিস্ত্রী একটি বর্গাকার ঘর নির্মাণ করার জন্য ঘরের প্রতিপাশে ১৮ টি করে খুঁটি ব্যবহার করেন। তার মোট কতগুলো খুঁটি লেগেছিলো?
A
৬৪ টি
B
৬৮ টি
C
৭২ টি
D
৮০ টি
উত্তরের বিবরণ
প্রদত্ত সমস্যায় একজন মিস্ত্রী একটি বর্গাকার ঘর নির্মাণ করতে প্রতিটি পাশের জন্য ১৮টি করে খুঁটি ব্যবহার করেছেন। যেহেতু প্রতিটি পাশে শেষ খুঁটি পরবর্তী পাশে সাধারণভাবে সংযুক্ত হয়, তাই সব চারপাশের জন্য মোট খুঁটির সংখ্যা গণনা করতে হবে ৪ পাসের খুঁটি যোগফল থেকে ৪টি সাধারণ খুঁটি বাদ দিয়ে।
মোট খুঁটি = (১৮ × ৪) − ৪
= ৭২ − ৪
= ৬৮ টি খুঁটি।
0
Updated: 1 month ago
৬টা ৪৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
Created: 1 month ago
A
৫৭.৫°
B
৪৭.৫°
C
৬৭.৫°
D
৭৫.৫°
প্রশ্ন: ৬টা ৪৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
সমাধান:
মধ্যবর্তী কোণ = │(11m - 60h)/2 │°
= │(11 × 45 - 60 × 6)/2│°
= │(495 - 360)/2│°
= │135/2│°
= 67.5°
0
Updated: 1 month ago
যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = ?
Created: 2 months ago
A
DFMPEZ
B
OGNQFZ
C
NGMQEZ
D
OGNPEZ
প্রশ্ন: যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = ?
সমাধান:
যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = OGNPEZ
B → (+ 2) → D
R → (+ 2) → T
I → (+ 2) → K
C → (+ 1) → D
K → (+ 1) → L
S → (+ 1) → T
অনুরূপভাবে,
M → (+ 2) → O
E → (+ 2) → G
L → (+ 2) → N
O → (+ 1) → P
D → (+ 1) → E
Y → (+ 1) → Z
অর্থাৎ MELODY = OGNPEZ
0
Updated: 2 months ago
'Agitator' শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
বিবাদী
B
আন্দোলনকারী
C
হামলাকারী
D
মীমাংসা
প্রশ্ন: 'Agitator' শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
সমাধান:
• 'Agitator' শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ - আন্দোলনকারী।
অন্যদিকে,
- বিবাদী (Disputant)
- হামলাকারী (Attacker)।
- মীমাংসা (Settlement/Resolution)।
0
Updated: 1 month ago