এশিয়া : হিমালয় : : দক্ষিণ আমেরিকা : ?
A
আল্পস
B
কার্পাথিয়ান
C
আন্দিজ
D
ইউরাল
উত্তরের বিবরণ
প্রশ্নে প্রদত্ত সম্পর্কটি হলো মহাদেশ ও সেই মহাদেশের প্রসিদ্ধ পর্বতমালার সম্পর্ক। যেমন, হিমালয় পর্বতমালা এশিয়া মহাদেশে অবস্থিত। অনুরূপভাবে, দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রসিদ্ধ পর্বতমালা হলো আন্দিজ।
আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর ভেনেজুয়েলা থেকে চিলি পর্যন্ত বিস্তৃত।
অন্যদিকে, ইউরোপ মহাদেশে অল্পস, কার্পাথিয়ান ও ইউরাল পর্বতমালা অবস্থিত।
0
Updated: 1 month ago
নিচের কোনটি ব্যতিক্রম?
Created: 1 month ago
A
Discernment
B
Perception
C
Penetration
D
Insinuation
প্রদত্ত শব্দগুলোর মধ্যে Insinuation শব্দটি বাকিদের থেকে আলাদা কারণ বাকির তিনটি শব্দ—Discernment, Perception, Penetration—সবই উপলব্ধি ক্ষমতা বা বোঝার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। এগুলো একে অপরের সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।
অন্যদিকে, Insinuation শব্দটির অর্থ সম্পূর্ণ ভিন্ন। এটি বোঝায় কটাক্ষ বা সূক্ষ্মভাবে আক্রমণাত্মক মন্তব্য, যা বাকিদের অর্থ বা ব্যবহারিক ধারণার সঙ্গে সম্পর্কিত নয়। তাই এটি ব্যতিক্রমী।
-
সমার্থক শব্দসমূহ: Discernment, Perception, Penetration
-
অর্থ: উপলব্ধি ক্ষমতা
-
ব্যতিক্রমী শব্দ: Insinuation
-
অর্থ: কটাক্ষপাত
0
Updated: 1 month ago
একটি মেয়ের ছবি দেখিয়ে আরাফাত বললো, "সে আমার চাচার বাবার মেয়ের মেয়ে ” মেয়েটি আরাফাতের কী হয়?
Created: 1 month ago
A
ভাতিজি
B
বোন
C
মা
D
ফুপু
প্রশ্ন: একটি মেয়ের ছবি দেখিয়ে আরাফাত বললো, "সে আমার চাচার বাবার মেয়ের মেয়ে ” মেয়েটি আরাফাতের কী হয়?
সমাধান:
ছবিটি একটি মেয়ের। বক্তা হচ্ছে আরাফাত (ছেলে)।
যেহেতু আরাফাত বলছে আমার চাচার বাবার মেয়ের মেয়ে অর্থাৎ তার দাদার মেয়ের মেয়ে। অর্থাৎ ফুফাতো বোন। যেহেতু অপশনে বোন আছে তাই এটাই হবে।
চাচার বাবা = দাদা → দাদার মেয়ে = ফুপু → ফুপুর মেয়ে = ফুপাতো বোন।
0
Updated: 1 month ago
A প্রান্তে
কত কেজির ভর স্থাপন করলে
দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে?
Created: 1 month ago
A
5 কেজি
B
6.2 কেজি
C
7.5 কেজি
D
8 কেজি
প্রশ্ন: A প্রান্তে কত কেজির ভর স্থাপন করলে দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে?
সমাধান:
A প্রান্তে 7.5 কেজি ভর স্থাপন করলে দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে
ধরি,
ভর স্থাপন করতে হবে = x কেজি
প্রশ্নমতে,
20x = (12 × 5) + (15 × 6)
⇒ 20x = 60 + 90
⇒ 20x = 150
⇒ x = 150/20
⇒ x = 7.5
0
Updated: 1 month ago