বর্তমানে দেশের চাহিদার কত শতাংশ ঔষধ দেশে উৎপাদিত হয়? [সেপ্টেম্বর, ২০২৫]
A
৫৭ শতাংশ
B
৬৬ শতাংশ
C
৮৭ শতাংশ
D
৯৮ শতাংশ
উত্তরের বিবরণ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সেন্সাস উইং দশকভিত্তিক তিন ধরনের শুমারি পরিচালনার দায়িত্বে থাকে, যা হলো: জনশুমারি ও গৃহগণনা, কৃষি শুমারি, এবং অর্থনৈতিক শুমারি। স্বাধীনতার পর দেশের প্রথম জনশুমারি ও গৃহগণনা পরিচালিত হয় ১৯৭৪ সালে, প্রথম কৃষি শুমারি হয় ১৯৭৭ সালে, এবং প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে।
১৯৮৬ সালের এই প্রথম অর্থনৈতিক শুমারির শিরোনাম ছিল ‘Census on Non-Farm Economic Activities and Disabled Persons’। এটি ২৭ থেকে ২৯ ডিসেম্বর দেশজুড়ে সম্পন্ন হয়। শুমারিতে যেসব প্রতিষ্ঠান ও খানা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিল, তাদের অন্তর্ভুক্ত করা হয়, তবে কৃষি খানা এতে অন্তর্ভুক্ত ছিল না।
পরবর্তী অর্থনৈতিক শুমারি গুলো হলো: দ্বিতীয় শুমারি ২০০১ (শহর) ও ২০০৩ (পল্লী), তৃতীয় শুমারি ২০১৩, এবং চতুর্থ শুমারি ২০২৪।
অর্থনৈতিক শুমারি হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট অর্থনৈতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পূর্ণাঙ্গ গণনা। এর মূল উদ্দেশ্য হলো দেশের অর্থনীতিতে সময়ের বিবর্তনে যে কাঠামোগত পরিবর্তন ঘটে তা পর্যবেক্ষণ করা এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা। পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী, বিবিএস এই শুমারি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে।
0
Updated: 1 month ago
UNCTAD-এর কতটি সদস্য রাষ্ট্র রয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
১৮৯টি
B
১৯১টি
C
১৯৩টি
D
১৯৫টি
UNCTAD (United Nations Conference on Trade and Development)
-
পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন)
-
প্রতিষ্ঠা: ১৯৬৪ সালে
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্য দেশ সংখ্যা: ১৯৫টি
-
মূল লক্ষ্য:
১. উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ বৃদ্ধি করা।
২. বিশ্ব বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সম্পর্কিত গবেষণা ও বিশ্লেষণ প্রদান।
৩. নীতি-নির্ধারণে সহায়তা ও পরামর্শ প্রদান। -
প্রকাশনা: বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন (World Investment Report) সহ অন্যান্য প্রতিবেদন।
0
Updated: 1 month ago
দেশে প্রতিবন্ধী ভাতা চালু হয় কোন অর্থবছর থেকে?
Created: 1 month ago
A
২০০৬-২০০৭ অর্থবছর
B
২০০৪-২০০৫ অর্থবছর
C
২০০৫-২০০৬ অর্থবছর
D
২০০৮-২০০৯ অর্থবছর
বাংলাদেশে প্রতিবন্ধী ভাতা কর্মসূচি ও সংক্রান্ত আইন প্রণয়ন দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
-
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা চালু হয় ২০০৫-২০০৬ অর্থবছরে
-
বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ
-
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ প্রণয়ন করা হয়
-
পরবর্তীতে এই আইন বাতিল করে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ প্রবর্তন করা হয়
উল্লেখ্য:
-
১৯৯৭-৯৮ অর্থবছরে অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য বয়স্ক ভাতা চালু হয়
-
১৯৯৮-৯৯ অর্থবছরে বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা ভাতা চালু করা হয়
0
Updated: 1 month ago
ইউনাইটেড ব্যাংক লিমিটেড এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেডকে একত্রিত করে কোন ব্যাংক গঠিত হয়?
Created: 2 months ago
A
যমুনা ব্যাংক
B
পূবালী ব্যাংক
C
জনতা ব্যাংক
D
রূপালী ব্যাংক
জনতা ব্যাংক পিএলসি
-
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভাঙা আর্থিক ভিত্তি পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
-
এই প্রেক্ষাপটে দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য পূর্বে পরিচালিত বেশ কয়েকটি ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক গঠনের ব্যবস্থা নেওয়া হয়।
-
১৯৭২ সালে ব্যাংক জাতীয়করণ আদেশ (রাষ্ট্রপতির আদেশ নং ২৬) এর অধীনে পূর্ববর্তী ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডকে একত্রিত করে জনতা ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
⇒ ২০০৭ সালের ১৫ নভেম্বর জনতা ব্যাংক জয়েন্ট স্টক রেজিস্ট্রারের সাথে নিবন্ধিত হয়ে জনতা ব্যাংক লিমিটেড নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে পুনর্গঠন করা হয়।
-
কোম্পানি আইন ১৯৯৪-এর ২০২০ সংশোধনীর আওতায় ব্যাংকটির নাম পরিবর্তন করে জনতা ব্যাংক পিএলসি রাখা হয়।
-
বর্তমান চেয়ারম্যান: জনাব এম. ফজলুর রহমান।
উৎস: জনতা ব্যাংক পিএলসি ওয়েবসাইট
0
Updated: 2 months ago