বর্তমানে দেশের চাহিদার কত শতাংশ ঔষধ দেশে উৎপাদিত হয়? [সেপ্টেম্বর, ২০২৫]
A
৫৭ শতাংশ
B
৬৬ শতাংশ
C
৮৭ শতাংশ
D
৯৮ শতাংশ
উত্তরের বিবরণ
ঔষধ শিল্প:
- স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে ঔষধ প্রাপ্তি মূলত আমদানির ওপর নির্ভরশীল ছিল।
- ফলে অনেক উচ্চ মূল্যে জনগণকে ঔষধ ক্রয় করতে হতো।
- বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮% ঔষধ দেশে উৎপাদিত হয়।
- বাংলাদেশ ইতোমধ্যে ঔষধ আমদানিকারক দেশ হতে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
- এরা বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল উন্নত বিশ্বের ইউরোপ ও আমেরিকাসহ রপ্তানি করছে ১৫৭টি দেশে।
⇒ ২০২৪-২৫ অর্থবছরে ওষুধ রপ্তানি দাঁড়িয়েছে ২১৩ মিলিয়ন ডলার।
উল্লেখ্য,
- বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি শুরু হয় ১৯৮৫ সালে।
- ১৯৭৩ সালে প্রয়োজনীয় ওষুধ আমদানি করার জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের অধীনে একটি সেল গঠন করা হয়েছিল।
- সরকার ১৯৭৪ সালে ঔষধ প্রশাসন পরিদপ্তর গঠন করে।
- ১৯৮২
উৎস: i) প্রথম আলো। ii) The Daily Star Bangla.

0
Updated: 11 hours ago
মুক্তিযুদ্ধকালীন কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?
Created: 2 days ago
A
৯ নং সেক্টর
B
১০ নং সেক্টর
C
১১ নং সেক্টর
D
১ নং সেক্টর
মুক্তিযুদ্ধে
বাংলাদেশকে মোট ১১টি সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরের একটি করে সেক্টর কমান্ডার ছিলেন, তবে ১০ নং সেক্টর ছিল ব্যতিক্রম।
মুক্তিযুদ্ধের
সেক্টর ও সাব-সেক্টর সমূহ:
- মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ
করা হয়েছিল।
- ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে
ভাগ করা হয়।
- ঢাকা ও কুমিল্লা অঞ্চল
নিয়ে ২নং সেক্টর গঠন
করা হয়।
- চট্টগ্রাম অঞ্চল নিয়ে ১নং সেক্টর গঠন
করা হয়।
- নৌ সেক্টর ছিল ১০ নং
সেক্টরের অধীনে।
- ১০ নং সেক্টরের নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলো না।
- ২ নং সেক্টর প্রথমে
মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর
এ.টি.এম হায়দারের
অধীনে ছিল।
- ১ নং সেক্টরে সেক্টর
প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান
এবং পরে মেজর রফিকুল
ইসলাম।

0
Updated: 2 days ago
বাংলায় স্বাধীন নবাবী শাসনের প্রতিষ্ঠাতা কে?
Created: 1 week ago
A
আলীবর্দী খান
B
সিরাজ-উদ-দৌলা
C
মুর্শিদকুলী খান
D
সুজাউদ্দিন খান
বাংলায় নবাবী শাসনের সূচনা মুর্শিদকুলী খানের মাধ্যমে হয় এবং তিনি বঙ্গের নবাবী শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন।
বাংলায় নবাবী শাসন:
-
মুর্শিদকুলী খান ছিলেন মুঘল সম্রাট কর্তৃক নিযুক্ত বাংলার শেষ সুবাদা।
-
সম্রাট আওরঙ্গজেবের পরে দিল্লির দুর্বল শাসনের কারণে বাংলার সুবাদারগণ প্রায় স্বাধীনভাবে রাজত্ব করতে শুরু করেন।
-
মোগল আমলের এই সময়কালকে নবাবী আমল বলা হয়।
-
নবাবদের শাসনকাল প্রায় ৫০ বছর, ১৭৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল।
-
নবাবী শাসনের সূচনাকারী ছিলেন নবাব মুর্শিদকুলী খান।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা।
-
আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন হুসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম শাসক।
-
ফখরুদ্দীন মুবারক শাহ (১৩৩৮-১৩৪৯) ছিলেন বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা।
সূত্র:

0
Updated: 1 week ago
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেশে প্রথমবারের মতো কোন রোগ প্রতিরোধে টিকা দেবে সরকার? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
ডেঙ্গু
B
হেপাটাইটিস
C
টাইফয়েড
D
চিকুনগুনিয়া
টাইফয়েড টিকা
-
দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে সরকারী টিকা প্রদান করা হবে।
-
ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায়।
-
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)–এর আওতায় ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে।
-
এক ডোজের ইনজেকটেবল টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করবে।
উল্লেখযোগ্য:
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুযায়ী, টাইফয়েড হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়।
-
উপসর্গসমূহ: দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা, কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো ডায়রিয়া।
-
গুরুতর ক্ষেত্রে জটিলতা বা মৃত্যু হতে পারে।
-
বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ মারা যায়।
তথ্যসূত্র: নিউজ প্রতিবেদন [Link]

0
Updated: 2 weeks ago