বাংলাদেশের প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
A
১৯৮৩ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৯০ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ ১৯৮২ সালে গঠিত হয় এবং ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ৪৬০টি উপজেলায় পরিচালিত হয়। যদিও ১৯৯১ সালে উপজেলা পরিষদ বিলুপ্ত করা হয়, ১৯৯৮ সালে পুনরায় উপজেলা গঠনের জন্য আইন প্রণয়ন করা হয়।
উপজেলা পরিষদ একটি স্থানীয় প্রশাসনিক সংস্থা, যা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান (যাদের মধ্যে একজন মহিলা) এবং কিছু সংখ্যক সদস্য নিয়ে গঠিত। সংশ্লিষ্ট উপজেলার অন্তর্গত প্রতিটি পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা দায়িত্ব পালনকারী ব্যক্তি এই পরিষদের সদস্য হন। এছাড়া, উপজেলা পরিষদে সংরক্ষিত পদে তিনজন নারী সদস্য মনোনীত থাকেন।
২০০৯ সালের উপজেলা পরিষদ আইনের প্রেক্ষিতে, সংসদ সদস্যগণ পরিষদের পরামর্শকের ভূমিকা পালন করেন। পরিষদের কার্যকাল ৫ বছর, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও.) পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা পরিষদের প্রধান কাজ হল ইউনিয়ন পরিষদের কার্যক্রমের সমন্বয় সাধন করা।
0
Updated: 1 month ago
দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?
Created: 1 month ago
A
লর্ড কর্নওয়ালিস
B
ওয়ারেন হেস্টিংস
C
রবার্ট ক্লাইভ
D
লর্ড কার্জন
১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, যেখানে রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে এবং প্রশাসনিক দায়িত্ব নবাবের হাতে রাখা হয়।
দ্বৈত শাসন ব্যবস্থা:
-
১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন।
-
এই ব্যবস্থায় রাজস্ব প্রশাসন ও দেশ রক্ষার দায়িত্ব কোম্পানির হাতে, আর নিয়ামত বা প্রশাসন ও বিচার বিভাগের দায়িত্ব নবাবের হাতে অর্পিত ছিল।
-
দ্বৈত শাসনের কারণে দায়িত্বহীনতা ও অরাজকতা বাংলার জনজীবনে নেমে আসে।
-
অবাধ লুন্ঠন ও যথেচ্ছভাবে রাজস্ব আদায় গ্রাম্যজীবন ধ্বংস করে।
-
নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রশাসন পরিচালনায় ব্যর্থতা দেখা দেয়।
-
সারাদেশে বিশৃঙ্খলা শুরু হয়।
-
এই পরিস্থিতি মোকাবেলায় ১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন।
সূত্র:
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা -খাগড়াছড়ি
Created: 1 month ago
A
বাগেরহাট
B
খাগড়াছড়ি
C
বান্দরবান
D
রাঙ্গামাটি
বাংলাদেশের বনাঞ্চল সংক্রান্ত তথ্য:
-
মোট বনাঞ্চল: ৬৩,৬৩,০০০ একর
সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
-
রাঙ্গামাটি – ১৩,৭৮,৫৬৪.১৩ একর
-
বান্দরবান – ৭,৯৭,৫৪১.৪৯ একর
-
বাগেরহাট – ৫,৬৬,৫১২.৯৫ একর
-
খাগড়াছড়ি – ৫,৫৪,১১৬.২১ একর
-
খুলনা – ৫,৬৪,০৮১.৬১ একর
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
২০২৬ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 1 month ago
A
নাইরোবি, কেনিয়া
B
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
C
ইয়াউন্দে, ক্যামেরুন
D
জেনেভা, সুইজারল্যান্ড
WTO (World Trade Organization) হলো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্য দেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
-
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ, ইয়াউন্দে, ক্যামেরুনে।
0
Updated: 1 month ago