বাংলাদেশের প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
A
১৯৮৩ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৯০ সালে
উত্তরের বিবরণ
প্রথম
উপজেলা পরিষদ নির্বাচন:
- ১৯৮২ সালে বাংলাদেশে প্রথম
উপজেলা পরিষদ গঠিত হয়।
- ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছর ৪৬০টি উপজেলায় এই নির্বাচন হয়।
- ১৯৯১ সালে উপজেলা পরিষদ
বিলুপ্ত করা হলেও ১৯৯৮
সালে আবার উপজেলা গঠনের
জন্যে আইন প্রণয়ন করা
হয়।
⇒ উপজেলা
পরিষদ গঠিত হয় জনগণের
প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন
চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান (এদের
মধ্যে একজন হবেন মহিলা
ভাইস চেয়ারম্যান মহিলা) এবং কিছু সংখ্যক
সদস্য নিয়ে।
- সংশ্লিষ্ট উপজেলার এলাকাভুক্ত প্রত্যেক পৌরসভা বা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান বা চেয়ারম্যানের দায়িত্ব
পালনকারী ব্যক্তি এই পরিষদের সদস্য
হবেন।
- এ ছাড়া উপজেলা পরিষদে
সংরক্ষিত পদে তিনজন নারী
সদস্য মনোনীত হয়ে থাকেন।
- ২০০৯ উপজেলা পরিষদ আইন অনুযায়ী সংসদ
সদস্যগণ পরিষদের পরামর্শকের ভূমিকা পালন করেন।
- এই পরিষদের কার্যকাল ৫ বছর।
- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও.)
পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
- উপজেলা পরিষদের প্রধান কাজ হল ইউনিয়ন
পরিষদের কার্যক্রমের সমন্বয় সাধন করা।

0
Updated: 11 hours ago
বাংলাদেশ সংবিধান অনুযায়ী নাগরিকের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে?
Created: 2 days ago
A
অনুচ্ছেদ ৩৮
B
অনুচ্ছেদ ৩৯
C
অনুচ্ছেদ ৪০
D
অনুচ্ছেদ ৪১
অনুচ্ছেদ
৩৯-এ বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার অধিকার রয়েছে।
বাংলাদেশের
সংবিধান:
- বাংলাদেশের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে
চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা নাগরিকের
মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।
⇒ ৩৯
নং অনুচ্ছেদ:
- (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার
নিশ্চয়তা প্রদান করা হলো।
- (২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে
কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের
প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের বাক ও ভাব
প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং
(খ) সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হলো।
অন্যদিকে,
অনুচ্ছেদ ৩৮: এখানে বলা হয়েছে, নাগরিকদের
শান্তিপূর্ণভাবে সমাবেশ ও সংঘবদ্ধ হওয়ার
অধিকার রয়েছে।
অনুচ্ছেদ
৪০: এটি নাগরিকদের পেশা
ও ব্যবসা করার স্বাধীনতা সম্পর্কিত।
অনুচ্ছেদ
৪১:এটি ধর্মীয় স্বাধীনতা
সম্পর্কিত।

0
Updated: 2 days ago
পাল রাজারা প্রায় কত বছর রাজত্ব করেন?
Created: 6 days ago
A
পঞ্চাশ বছর
B
একশ বছর
C
দুইশ বছর
D
চারশ বছর
পাল রাজবংশ প্রাচীন বাংলার অন্যতম বিখ্যাত এবং দীর্ঘস্থায়ী রাজবংশ হিসেবে পরিচিত। বাংলায় প্রায় চারশ বছর রাজত্ব করা এই বংশের প্রতিষ্ঠা এবং পতনের বিবরণ নিম্নরূপ:
-
প্রাচীন বাংলার রাজবংশসমূহের মধ্যে পালবংশ বিশেষভাবে বিখ্যাত।
-
পাল রাজারা প্রায় চারশ বছর রাজত্ব করেন।
-
৭৫৬ খ্রিস্টাব্দে রাজা গোপাল বাংলায় পাল রাজবংশের প্রতিষ্ঠা করেন।
-
অরাজকতাপূর্ণ অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সামন্তরা গোপালকে ক্ষমতায় বসান।
-
রাজা গোপালের প্রতিষ্ঠিত রাজবংশ ইতিহাসে পাল বংশ নামে প্রসিদ্ধ হয়।
-
-
পাল বংশের পতন:
-
রাজা রামপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্যের পতন শুরু হয়।
-
অল্পদিনের মধ্যেই পাল রাজবংশ বিলুপ্ত হয় এবং চারশ বছরের পাল শাসন সমাপ্ত হয়।
-
পাল বংশের পতনের পর বাংলায় সেন বংশের উত্থান ঘটে।
-
উৎস:

0
Updated: 6 days ago
বাংলাদেশের সংবিধান রচনাকালীন এর ভাষাগত ত্রুটি দূর করার জন্য গঠিত কমিটির অন্তর্ভুক্ত ছিলেন কে?
Created: 1 week ago
A
এম মনসুর আলী
B
আনিসুজ্জামান
C
ড. মুহম্মদ আবদুল হাই
D
উপরের সকলেই
খসড়া সংবিধান প্রস্তুতকরণ (Draft Constitution Preparation)
-
প্রক্রিয়া: খসড়া সংবিধান তৈরি একটি জটিল ও বহুস্তরীয় প্রক্রিয়া ছিল। বিভিন্ন সুপারিশ ও ব্যাপক আলোচনার পর ১৯৭২ সালের ১০ জুন সংবিধান প্রণয়ন কমিটি প্রাথমিক খসড়া অনুমোদন করে।
-
প্রস্তুতির আগে: কমিটির সভাপতি ও আহ্বায়ক ড. কামাল হোসেন আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের জন্য ভারত ও ইংল্যান্ড সফর করেন।
-
ভাষাগত ও শৈল্পিক যাচাই: সংবিধানের ভাষাগত গঠন, ব্যাকরণগত শুদ্ধতা ও শৈল্পিক সৌন্দর্য নিশ্চিত করতে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়।
-
আহ্বায়ক: অধ্যাপক আনিসুজ্জামান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান)
-
অন্য সদস্যরা:
-
ড. মযহারুল ইসলাম (বাংলা একাডেমির মহাপরিচালক)
-
সৈয়দ আলী আহসান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য)
-
-

0
Updated: 1 week ago