বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করবেন?
A
১৫ নং
B
১৭ নং
C
১৮ক নং
D
১৯ নং
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক সমতা নিশ্চিত করার লক্ষ্যে নানা ধারা নির্ধারণ করেছে। সংবিধানের ১৯ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে সচেষ্ট থাকবে।
১৯ নং অনুচ্ছেদের উপবিভাগসমূহ:
-
১৯(১): রাষ্ট্র সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করার চেষ্টা করবেন।
-
১৯(২): সামাজিক ও অর্থনৈতিক অসাম্য দূরীকরণ, সম্পদের সুষম বণ্টন এবং দেশের সর্বত্র সমান স্তরের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ।
-
১৯(৩): জাতীয় জীবনের প্রতিটি স্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিত করা।
অন্য অনুচ্ছেদসমূহের উল্লেখযোগ্য বিষয়:
-
১৫ নং অনুচ্ছেদ: মৌলিক প্রয়োজনের ব্যবস্থা নিশ্চিত করা।
-
১৭ নং অনুচ্ছেদ: অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা।
-
১৮ক নং অনুচ্ছেদ: পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন।
0
Updated: 1 month ago
WTO-এর সদস্য দেশের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
১৬৪টি
B
১৬৬টি
C
১৯১টি
D
১৯৩টি
WTO (World Trade Organization) হলো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্য দেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
-
সর্বশেষ যোগ হওয়া দেশগুলো: ১৬৫তম দেশ – কমোরোস, ১৬৬তম দেশ – পূর্ব তিমুর
0
Updated: 1 month ago
সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে, প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করায়?
Created: 1 month ago
A
প্রধানমন্ত্রী
B
স্পীকার
C
রাষ্ট্রপতি
D
প্রধান নির্বাচন কমিশনার
বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিল [১৪৮ অনুচ্ছেদ] শপথ ও ঘোষণাপত্র সম্পর্কিত বিধান নির্ধারণ করে। তফসিলে নির্বাচিত বা নিযুক্ত ৯টি পদে শপথগ্রহণের প্রক্রিয়া উল্লেখ রয়েছে।
-
সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে শপথগ্রহণের নিয়ম:
১. রাষ্ট্রপতি: শপথ বাক্য পাঠ করান স্পীকারের মাধ্যমে।
২. প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতি-মন্ত্রী ও উপমন্ত্রী: শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতির মাধ্যমে।
৩. স্পীকার: শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতির মাধ্যমে।
৪. ডেপুটি স্পীকার: শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতির মাধ্যমে।
৫. সংসদ সদস্য: শপথ বাক্য পাঠ করান স্পীকারের মাধ্যমে।
৬. প্রধান বিচারপতি বা বিচারক: শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতির মাধ্যমে।
৭. প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার: শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতির মাধ্যমে।
৮. মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক: শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতির মাধ্যমে।
৯. সরকারী কর্ম কমিশনের সদস্য: শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতির মাধ্যমে।
উৎস:
0
Updated: 1 month ago
ECOSOC প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত ছিল?
Created: 1 month ago
A
১৮টি
B
২১টি
C
২২টি
D
২৯টি
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) হলো জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা, যা অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে নীতি নির্ধারণ ও সদস্যদের আলোচনার কেন্দ্রবিন্দু।
-
মূল ভূমিকা:
-
টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা নিয়ে আলোচনার কেন্দ্র।
-
জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১–৭২ নং অনুচ্ছেদ) এ ECOSOC-এর কার্যক্রম বর্ণিত।
-
-
সদস্যপদ:
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি
-
বর্তমান সদস্য: ৫৪টি
-
সদস্য নির্বাচনের নিয়ম: প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়।
-
-
অধিবেশন: বছরে কমপক্ষে দুইবার অনুষ্ঠিত হয় নিউইয়র্ক বা জেনেভায়।
-
বাংলাদেশের সদস্যপদ:
-
২০২৫–২০২৭ মেয়াদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে।
-
১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে বাংলাদেশ নির্বাচিত হয়।
-
0
Updated: 1 month ago