বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করবেন?
A
১৫ নং
B
১৭ নং
C
১৮ক নং
D
১৯ নং
উত্তরের বিবরণ
বাংলাদেশের
সংবিধান:
- বাংলাদেশের
সংবিধানের ১৯ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করবেন।
⇒ ১৯
নং অনুচ্ছেদ:
- ১৯ (১) সকল নাগরিকের
জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে
রাষ্ট্র সচেষ্ট হবেন।
- ১৯ (২) মানুষে মানুষে
সামাজিক ও অর্থনৈতিক অসাম্য
বিলোপ করার জন্য, নাগরিকদের
মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত
করার জন্য এবং প্রজাতন্ত্রের
সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের
উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান
নিশ্চিত করার জন্য রাষ্ট্র
কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
- ১৯ (৩) জাতীয় জীবনের
সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা
রাষ্ট্র নিশ্চিত করবেন।
অন্যদিকে,
- বাংলাদেশের সংবিধানের ১৫ নং অনুচ্ছেদে
'মৌলিক প্রয়োজনের ব্যবস্থা' সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধানের ১৭ নং অনুচ্ছেদের
বিষয়বস্তু : অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা।
- সংবিধানের ১৮ক নং অনুচ্ছেদের
বিষয়বস্তু : পরিবেশ ও জীব-বৈচিত্র্য
সংরক্ষণ ও উন্নয়ন।

0
Updated: 11 hours ago
'জগদ্দল মহাবিহার' কোথায় অবস্থিত?
Created: 16 hours ago
A
নাটোর
B
কুমিল্লা
C
বগুড়া
D
নওগাঁ
জগদ্দল মহাবিহার:
- জগদ্দল মহাবিহার বাংলাদেশের নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় অবস্থিত।
⇒ পাল রাজাদের নির্মিত প্রতিষ্ঠানের মধ্যে মগধের বিশালায়তন বিক্রমশীলা মহাবিহার, বিক্রমপুরের বিক্রমপুরী বিহার এবং বরেন্দ্র অঞ্চলের সোমপুর মহাবিহার ও জগদ্দল মহাবিহার বিশেষভাবে উল্লেখযোগ্য।
- জগদ্দল মহাবিহার নির্মাণ করেন সম্ভবত রামপাল (১০৭৭-১১২০)। মদনপালের রাজত্বকালে রচিত সন্ধ্যাকরনন্দীর রামচরিতম গ্রন্থ অনুসারে এ বিহারের অবস্থান বরেন্দ্রীতে। বিভূতি চন্দ্র, দানশীল, মোক্ষকর গুপ্ত ও শুভকর গুপ্তের ন্যায় তিববতের কয়েকজন বিখ্যাত বৌদ্ধ পন্ডিত এ বিহারের সঙ্গে যুক্ত ছিলেন।
- শুভকর গুপ্ত ও অভয়কর গুপ্ত বিক্রমশীলা মহাবিহারের অন্যান্য পন্ডিতসহ ওই
বিহারের ধ্বংসের পর জগদ্দল মহাবিহারে আশ্রয় নিয়েছিলেন বলে মনে করা হয়। এখানে তাঁরা বৌদ্ধধর্ম বিষয়ক বহু সংস্কৃত গ্রন্থ রচনা
উৎস: i) প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট। ii) বাংলাপিডিয়া।

0
Updated: 16 hours ago
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে?
Created: 1 week ago
A
এস এ করিম
B
বি এ সিদ্দিকী
C
সালাহউদ্দিন নোমান চৌধুরী
D
আনোয়ারুল কমির চৌধুরী
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিবৃন্দ
১. এস এ করিম – ১৮ সেপ্টেম্বর ১৯৭৪ (প্রথম স্থায়ী প্রতিনিধি)
২. কে এম কায়সার
৩. খাজা ওয়াসিউদ্দিন
৪. বি এ সিদ্দিকী
৫. আতাউল করিম
৬. এ.এইচ.জি. মহিউদ্দিন
৭. মোহাম্মদ মহসিন
৮. হুমায়ুন কবির
৯. রিয়াজ রহমান
১০. আনোয়ারুল কমির চৌধুরী
১১. ইফতেখার আহমেদ চৌধুরী
১২. ইসামত জাহান – ১৮ জুন ২০০৭ (প্রথম নারী স্থায়ী প্রতিনিধি)
১৩. এ কে আব্দুল মোমেন
১৪. মাসুদ বিন মোমেন
১৫. রাবাব ফাতিমা
১৬. মুহাম্মদ আবদুল মুহিত
১৭. সালাহউদ্দিন নোমান চৌধুরী – বর্তমান স্থায়ী প্রতিনিধি
উল্লেখযোগ্য তথ্য:
-
জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন এস এ করিম।
-
বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি হলেন ইসামত জাহান।
-
বর্তমান স্থায়ী প্রতিনিধি: সালাহউদ্দিন নোমান চৌধুরী।

0
Updated: 1 week ago
২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
Created: 2 weeks ago
A
৪৬.৫ বিলিয়ন ডলার
B
৬৩.৫ বিলিয়ন ডলার
C
৫২.৫ বিলিয়ন ডলার
D
৭৫.৫ বিলিয়ন ডলার
রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা (২০২৫-২৬ অর্থবছর)
-
মোট লক্ষ্যমাত্রা: ৬৩.৫ বিলিয়ন ডলার
-
২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৫% বৃদ্ধি।
-
লক্ষ্য অর্জিত হবে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানির মাধ্যমে।
-
-
আয় ভাগ:
-
পণ্য রপ্তানি: ৫৫ বিলিয়ন ডলার
-
সেবা রপ্তানি: ৮.৫ বিলিয়ন ডলার
-
-
প্রধান পণ্যভিত্তিক আয়ের আশা:
-
তৈরি পোশাক (ওভেন খাত): ২০.৭৯ বিলিয়ন ডলার
-
তৈরি পোশাক (নিট খাত): ২৩.৭০ বিলিয়ন ডলার
-
চামড়া ও চামড়াজাত পণ্য: ১.২৫ বিলিয়ন ডলার
-
পাট ও পাটপণ্য: ৯০০ মিলিয়ন ডলার
-
কৃষিপণ্য: ১.২১ বিলিয়ন ডলার
-
-
সূত্র:
-
তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবর রহমান, ১২ আগস্ট ২০২৫।
-
উৎস: The Business Standard

0
Updated: 2 weeks ago