কোন মুঘল সম্রাটের শাসনামলে বাংলায় সুবাদারী শাসন প্রতিষ্ঠিত হয়?
A
সম্রাট আকবর
B
সম্রাট জাহাঙ্গীর
C
সম্রাট আওরঙ্গজেব
D
সম্রাট হুমায়ুন
উত্তরের বিবরণ
ওয়েজ আর্নার্স স্কিম প্রবর্তিত হয় ১৯৭৪ সালে, যার লক্ষ্য হলো বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের অর্জিত আয় সরকারি চ্যানেলের মাধ্যমে দেশে প্রেরণের জন্য উৎসাহ প্রদান করা। এই সময় বৈদেশিক মুদ্রার মজুত থাকার কারণে আমদানিকারকদের বৈদেশিক মুদ্রার ছাড় হ্রাস পেয়েছিল, ফলে স্কিমটি কার্যকর হয়। স্কিমটির মাধ্যমে প্রবাসী শ্রমিকদের প্রেরিত অর্থ খোলা বাজার বিনিময় হারের কাছাকাছি হারে বিনিময় করার ব্যবস্থা করা হয়।
প্রবাসী কর্মীদের অবদানকে স্বীকৃতি দিতে এবং তাদের ও পরিবারের কল্যাণ নিশ্চিত করতে ১৯৯০ সালে “ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল” গঠিত হয়, যা Emigration Ordinance-1982 এর ১৯(১) ধারার ক্ষমতাবলে পরিচালিত হয়। পরবর্তীতে, “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন, ২০১৮” এর মাধ্যমে এটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নামে কার্যক্রম পরিচালনা করে।
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন পুলিশ সদস্যকে রাষ্ট্রীয় উপাধি প্রদান করা হয়?
Created: 1 month ago
A
৪ জন
B
৭ জন
C
১১ জন
D
১৫ জন
মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান অসাধারণ এবং তাদের বীরত্ব ও আত্মত্যাগ স্বাধীনতার ইতিহাসে স্মরণীয়। মোট ৪ জন পুলিশ কর্মকর্তা/সদস্য রাষ্ট্রীয় খেতাব লাভ করেছেন।
মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান:
-
স্বাধীনতার আন্দোলনের সূচনালগ্ন থেকেই পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে পুলিশ সদস্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।
-
২৫ মার্চ ১৯৭১ সালের কালরাতে রাজশাহী ও রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন।
-
কনস্টেবল মো. শাহজাহান মিয়া ওয়্যারলেস বার্তায় সারা দেশে পাক সেনাদের আক্রমণের খবর ছড়িয়ে দেন, যা অন্য অঞ্চলেও প্রতিরোধের প্রস্তুতি নিতে সহায়ক হয়।
-
চট্টগ্রামে পুলিশ সুপার এম. এ. সামসুল হক-এর নেতৃত্বে পুলিশ সদস্যরা স্থানীয় ইপিআর, সেনা ও মুক্তিকামী জনতার সঙ্গে মিলে প্রতিরোধে অংশ নেন এবং অনেক ক্ষেত্রে জীবন বাজি রেখে পাক সেনাদের মোকাবিলা করেছেন।
-
২৬–২৮ মার্চের মধ্যে রাজারবাগ পুলিশ লাইনে পাক সেনাদের ব্যাপক হামলা হয়; ট্যাঙ্ক, মর্টার শেল ও মেশিনগানের গোলায় বহু পুলিশ শহীদ হন।
-
মুক্তিযুদ্ধের সময় মোট ৫৭৫ জন পুলিশ সদস্য শহীদ হন।
খেতাবপ্রাপ্ত পুলিশ সদস্যরা:
বীর বিক্রম (৩ জন):
১. মাহবুবউদ্দিন আহমেদ (এসডিপিও, ঝিনাইদহ)
২. তৌফিক আলী (পুলিশ কনস্টেবল)
৩. আব্দুল মান্নান (পুলিশ কনস্টেবল)
বীর প্রতীক (১ জন):
৪. মোহাম্মদ আলাউদ্দিন (পুলিশ কনস্টেবল)
উল্লেখ্য, বাংলাপিডিয়া অনুসারে পুলিশ বাহিনী থেকে খেতাবপ্রাপ্তের সংখ্যা মোট ৫ জন।
0
Updated: 1 month ago
‘গণতন্ত্র ও মানবাধিকার’ সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আলোকপাত করা হয়েছে?
Created: 1 month ago
A
১১ নং
B
১৭ নং
C
১৮ নং
D
২১ নং
বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র ও মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হয়েছে। সংবিধানের ১১ নং অনুচ্ছেদে এর বিস্তারিত বিধান রয়েছে।
-
সংবিধানের ১১ অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রজাতন্ত্র হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে।
-
এখানে মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা হবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে।
-
প্রাপ্তবয়স্ক নাগরিকদের সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সরকার নির্বাচিত হবে।
-
সমাজজীবনে সর্বপ্রকার বৈষম্য দূরীকরণ করা হবে এবং নাগরিকদের মৌলিক মানবিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হবে।
অন্যদিকে, সংবিধানের ১৭ নং অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার বিষয়ে বিধান রাখা হয়েছে।
উৎস:
0
Updated: 1 month ago
রাষ্ট্রবিজ্ঞানী জন অস্টিনের মতে আইনের উৎস কয়টি?
Created: 2 months ago
A
১টি
B
২টি
C
৪টি
D
৬টি
-
জন অস্টিন আইনের দৃষ্টবাদী তত্ত্বের কঠোর সমর্থক ছিলেন। তার মতে, আইনের একমাত্র উৎস হলো ‘সার্বভৌমের আদেশ’ (Sovereign Command)।
আইন:
-
আইন হলো ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণমূলক নিয়মের সমষ্টি, যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।
-
জন অস্টিনের মতে আইনের উৎস মাত্র ১টি:
১. সার্বভৌমের আদেশ। -
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ৬টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা -
ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
৭. জনমত
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
0
Updated: 2 months ago