কোন মুঘল সম্রাটের শাসনামলে বাংলায় সুবাদারী শাসন প্রতিষ্ঠিত হয়?
A
সম্রাট আকবর
B
সম্রাট জাহাঙ্গীর
C
সম্রাট আওরঙ্গজেব
D
সম্রাট হুমায়ুন
উত্তরের বিবরণ
সম্রাট
আকবরের শাসনামলে বাংলায় সুবাদারী শাসন প্রতিষ্ঠিত হয়।
বাংলায় সুবাদারী প্রতিষ্ঠা:
- মোগল সম্রাট আকবর তাঁর সাম্রাজ্যকে
অনেকগুলো প্রদেশে ভাগ করেছিলেন।
- এই প্রদেশগুলোকে বলা হতো 'সুবা'। সুবার শাসনকর্তাকে বলা হতো সুবাদার।
- আকবরের সময় থেকে বাংলায়
সুবাদার নিয়োগ করা শুরু হয়।
- তবে বারভূঁইয়াদের দাপটে বাংলায় মোগল সুবা শক্ত
ভিত্তির উপর দাঁড়াতে পারেনি।
- সম্রাট জাহাঙ্গীরের আমলে দক্ষতার সাথে
বারভূঁইয়াদের দমন করেন সুবাদার
ইসলাম খান। তিনি ঢাকায়
রাজধানী স্থাপন করেন। এরপর থেকে বাংলার
সুবাদারদের মাধ্যমে পুরো বাংলায় মোগল
শাসন প্রতিষ্ঠিত হয়।
⇒
সম্রাট আকবর:
- তৃতীয় মুঘল সম্রাট অবুল
ফতেহ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর।
- পিতা হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ সালে
সিংহাসনে বসেন আকবর।
- তাঁর শাসনামলে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে মোগল
সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় হয়।
- আইন-ই-আকবরী মুঘল
সম্রাট আকবরের (১৫৫৬-১৬০৫) দরবারের
ঐতিহাসিক আবুল ফজল কর্তৃক
রচিত আকবরনামা গ্রন্থের তৃতীয় খন্ড।
- সম্রাট আকবরের শাসনামলে 'বাংলার বারো ভুঁইয়ার' অভ্যুত্থান
ঘটে।
- ১৫৮২ সালে আকবর ‘দীন-ই-ইলাহি’ ধর্মের
প্রবর্তন করেন।
- কৃষিকাজের সুবিধার্থে মুগল সম্রাট আকবর
বাংলা সন প্রবর্তন করেন। এটি কার্যকর হয়
সম্রাট আকবরের সিংহাসন-আরোহণের সময় থেকে। নতুন
সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে
পরিচিত ছিল, পরে তা
বঙ্গাব্দ নামে পরিচিত হয়।
- মোগল সম্রাট আকবর 'জিজিয়া কর' রহিত করেন।

0
Updated: 11 hours ago
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 4 days ago
A
খুলনা
B
কুষ্টিয়া
C
ঝিনাইদহ
D
দিনাজপুর
• কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪:
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।

0
Updated: 4 days ago
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল?
Created: 4 days ago
A
৩০ জন
B
৩২ জন
C
৩৪ জন
D
৪০ জন
সংবিধান:
- ১১ এপ্রিল ১৯৭২ সালে গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন।
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- ১৭ এপ্রিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং
- ১২ই অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে।
- ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয়।
- ১৫ ডিসেম্বর গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন।
- সবশেষে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

0
Updated: 4 days ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এডিপিতে বরাদ্দ কত?
Created: 4 days ago
A
১ লাখ ৮০ হাজার কোটি টাকা
B
৩ লাখ ১০ হাজার কোটি টাকা
C
২ লাখ ৩০ হাজার কোটি টাকা
D
২ লাখ ৫০ হাজার কোটি টাকা
• বাজেট ২০২৫-২৬:
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।

0
Updated: 4 days ago