Rules of Business কে প্রণয়ন করেন?
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
অ্যাটর্নি জেনারেল
D
স্পিকার
উত্তরের বিবরণ
Rules of Business:
- যে আইনের মাধ্যমে সরকারের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হয় তাকেই
সরকারী কার্যপ্রণালী বিধি বা Rules of Business বলা হয়ে
থাকে।
- রুলস অফ বিজনেস, ১৯৯৬
হলো বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ দলিল
যা সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ
অনুযায়ী প্রণীত।
- সরকারের ‘রুলস অব বিজনেস’
বা কার্যবিধিমালার বিষয়বস্তু হচ্ছে মূলত নির্বাহী বিভাগের
কর্মবণ্টন ও কর্মপদ্ধতি।
- বলা হয়ে থাকে রাষ্ট্রের
সংবিধান যেমন সব নাগরিকের
জন্য প্রযোজ্য, তেমনি কার্যবিধিমালা নির্বাহী বিভাগের সবার জন্য প্রযোজ্য।
- এই বিধিমালার উদ্দেশ্য হলো সরকারের বিভিন্ন
মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে
কার্যাবলী বন্টন করা এবং তাদের
দায়িত্ব ও কর্মপদ্ধতি নির্ধারণ
করা।
- সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি Rules of Business
প্রণয়ন করেন।
উল্লেখ্য,
- বাংলাদেশের প্রথম কার্যবিধিমালা প্রণীত হয়েছিল ১ নভেম্বর ১৯৭৫
সালে। তখন রাষ্ট্রপতি শাসিত
সরকার ছিল বিধায় সেটি
সে আদলেই করা হয়েছিল।
- ১৯৯৬ সালে প্রবর্তিত হয়
সংসদীয় পদ্ধতির সরকার উপযোগী নতুন কার্যবিধিমালা।
- বিধিমালাটি ইংরেজিতে প্রণীত।
- কার্যবিধিমালাতে পাঁচটি অধ্যায়ে ৩৩টি বিধি এবং
সাতটি তফসিল রয়েছে।

0
Updated: 12 hours ago
বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন?
Created: 2 days ago
A
সুরঞ্জিত সেনগুপ্ত
B
ব্যারিস্টার মওদুদ আহমদ
C
ড. কামাল হোসেন
D
আবুল ফজল
বাংলাদেশের
স্বাধীনতার পর ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
সংবিধান
প্রণয়ন কমিটি:
- ১৯৭২ সালের ১০ এপ্রিল বাংলাদেশের
সংবিধান প্রণয়নের লক্ষ্যে ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান
প্রণয়ন কমিটি গঠন করা হয়।
- কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
- একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।
- একমাত্র বিরোধীদলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
উল্লেখ্য,
- ১৭ এপ্রিল, ১৯৭২ সালে খসড়া
সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ১৯৭২ সালের ১১ অক্টোবর সংবিধানের
পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত অনুমোদন
দেয়া হয়।
- ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদে
বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের
সংবিধান কার্যকর হয়।

0
Updated: 2 days ago
‘গেরিলা’ চলচ্চিত্রের কাহিনি কোন উপন্যাস অবলম্বনে নির্মিত?
Created: 1 week ago
A
নিষিদ্ধ লোবান
B
আর্তনাদ
C
আলোহারা
D
আগুনের পরশমণি
বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের ধারায় “গেরিলা” ২০১১ সালে মুক্তি পায়। এটি সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে নির্মিত এবং মুক্তিযুদ্ধের বাস্তবতা ও সাহসী সংগ্রামের কাহিনি উপস্থাপন করে।
-
গেরিলা চলচ্চিত্রটি ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত।
-
এটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ।
-
চলচ্চিত্রের কাহিনি সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ অবলম্বনে নির্মিত।
-
চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ ও এবাদুর রহমান।
-
মুক্তির পর চলচ্চিত্রটি বিপুল প্রশংসা অর্জন করে এবং মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার মধ্যে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়।

0
Updated: 1 week ago
রাজনৈতিক দলের কার্যাবলির অন্তর্ভুক্ত নয় কোনটি?
Created: 4 days ago
A
রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ
B
জনমত গঠন
C
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন
D
বিরোধী ভূমিকা পালন
- নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান; এটি রাজনৈতিক দলের কাজ নয়।
গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলি:
- আধুনিক গণতন্ত্র বলতে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকেই বোঝায়।
- প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে শাসনকার্যে অংশগ্রহণ করে।
- প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তিই হচ্ছে রাজনৈতিক দল।
রাজনৈতিক দলের কার্যাবলি:
- রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ
- নীতি-নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন
- জনমত গঠন
- প্রার্থী মনোনয়ন
- প্রচারণা
- ভোটারদের স্বার্থ সংরক্ষণ
- বিরোধী ভূমিকা পালন
- রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার
- স্বেচ্ছাচার প্রতিরোধ
- রাজনৈতিক সামাজিকীকরণ
- শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তন
- সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সংযোগ সাধন
- জাতীয় ঐক্যবোধ সৃষ্টি
- সমাজতন্ত্র প্রতিষ্ঠা
- স্বার্থের একত্রীকরণ।

0
Updated: 4 days ago