Rules of Business কে প্রণয়ন করেন?
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
অ্যাটর্নি জেনারেল
D
স্পিকার
উত্তরের বিবরণ
সরকারের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য যে নিয়মাবলী প্রণীত হয়েছে, তাকে সরকারি কার্যপ্রণালী বিধি বা Rules of Business বলা হয়। এটি সরকারের কার্যক্রমের কাঠামো নির্ধারণ করে এবং নির্বাহী বিভাগের কার্যপদ্ধতি ও দায়িত্ব স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে।
-
Rules of Business, 1996 হলো বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ দলিল, যা সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত।
-
কার্যবিধিমালার মূল উদ্দেশ্য হলো নির্বাহী বিভাগের মধ্যে কর্মবণ্টন নির্ধারণ করা এবং তাদের দায়িত্ব ও কর্মপদ্ধতি ঠিক করা।
-
রাষ্ট্রের সংবিধান যেমন সকল নাগরিকের জন্য প্রযোজ্য, তেমনি কার্যবিধিমালা নির্বাহী বিভাগের সবার জন্য বাধ্যতামূলক।
-
সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি Rules of Business প্রণয়ন করেন।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের প্রথম কার্যবিধিমালা প্রণীত হয় ১ নভেম্বর ১৯৭৫ সালে, তখন রাষ্ট্রপতি শাসিত সরকার থাকায় সেটি সেই কাঠামোয় তৈরি হয়।
-
১৯৯৬ সালে সংসদীয় পদ্ধতির সরকার উপযোগী নতুন কার্যবিধিমালা প্রবর্তিত হয়।
-
কার্যবিধিমালাটি ইংরেজিতে প্রণীত।
-
এতে পাঁচটি অধ্যায়ে ৩৩টি বিধি এবং সাতটি তফসিল অন্তর্ভুক্ত রয়েছে।
0
Updated: 1 month ago
সংবিধানের ১২২নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
Created: 1 month ago
A
নির্বাচন কমিশন প্রতিষ্ঠা
B
ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
C
নির্বাচন কমিশনের গঠন
D
নির্বাচন কমিশনের দায়িত্ব
ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা সংক্রান্ত বিষয়টি বাংলাদেশের সংবিধানের ১২২ অনুচ্ছেদে নির্ধারিত। এটি জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করে।
-
যোগ্যতা নির্ধারণ:
-
প্রার্থী বাংলাদেশের নাগরিক হতে হবে।
-
বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
-
যোগ্য আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষিত না হওয়া থাকতে হবে এবং ঘোষণাটি বহাল থাকলে যোগ্যতা হারাবে।
-
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার অধিবাসী হতে হবে বা আইনের দৃষ্টিতে ঐ এলাকার অধিবাসী হিসেবে বিবেচিত হতে হবে।
-
তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীনে কোনো অপরাধের দোষী প্রমাণিত থাকলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করা যাবে না।
-
0
Updated: 1 month ago
ওয়েজ আর্নার্স স্কিম কত সালে প্রবর্তিত হয়েছিল?
Created: 1 month ago
A
১৯৭২ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৫ সালে
ওয়েজ আর্নার্স স্কিম ১৯৭৪ সালে প্রবর্তিত হয়। এই স্কিমের মূল উদ্দেশ্য ছিল বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের অর্জিত আয় সরকারি চ্যানেলের মাধ্যমে দেশে প্রেরণের জন্য উৎসাহ প্রদান করা। বৈদেশিক মুদ্রা মজুত থাকার কারণে আমদানিকারকরা অনুকূলে বৈদেশিক মুদ্রা পেতেন না, ফলে স্কিমটি কার্যকর হয়। এছাড়া, প্রবাসী শ্রমজীবীদের প্রেরিত অর্থ খোলাবাজার বিনিময় হারের কাছাকাছি হারে বিনিময়ের জন্যও স্কিমটি চালু করা হয়।
প্রবাসী কর্মীদের অবদান এবং তাদের পরিবারকে সহায়তা, উদ্ভূত সমস্যা সমাধান এবং সার্বিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সরকার ১৯৯০ সালে Emigration Ordinance-1982 এর ১৯(১) ধারার ক্ষমতায় “ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল” গঠন করে। পরবর্তীতে “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন, ২০১৮” এর মাধ্যমে এই বোর্ডকে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হয়।
0
Updated: 1 month ago
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যৌথবাহিনীর পক্ষ থেকে আত্মসমর্পণ দলিলে কে স্বাক্ষর করে?
Created: 1 month ago
A
জেনারেল জগজিৎ সিং অরোরা
B
মেজর জেনারেল রাও ফরমান
C
কর্নেল ওসমানী
D
লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজী
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) মিত্রবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণের মাধ্যমে ২৬ মার্চ শুরু হওয়া মুক্তিযুদ্ধের সফল সমাপ্তি ঘটে।
উল্লেখযোগ্য তথ্যসমূহ:
-
১৪ ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্বাঞ্চলের কমান্ডার জেনারেল এ কে নিয়াজিকে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
-
১৫ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল স্যাম মানেকশ পাকিস্তান সেনাবাহিনীকে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানান।
-
১৬ ডিসেম্বর সকাল সোয়া নয়টার সময় মানেকশ ভারতের পূর্বাঞ্চল বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল জে এফ আর জেকবকে আত্মসমর্পণের দলিল ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করার জন্য ঢাকায় পাঠান।
-
অবশেষে মুক্তিযুদ্ধের জয়ী ও পরাজিত পক্ষের মধ্যে ১৬ ডিসেম্বর বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের ঐতিহাসিক দলিল স্বাক্ষরিত হয়।
-
যৌথবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লে. জেনারেল জগজিৎ সিং অরোরা, যিনি জিওসি এবং পূর্বাঞ্চলীয় ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন।
সূত্র:
0
Updated: 1 month ago