I thought that ___ was the last one
A
. the most prettiest of all
B
prettiest one of all
C
the prettiest one from all
D
the prettiest one of all
উত্তরের বিবরণ
শূন্যস্থান পূরণে সঠিক উত্তর হবে – the prettiest one of all.
সম্পূর্ণ বাক্যটি হবে:
"I thought that the prettiest one of all was the last one."
এখানে ‘pretty’ একটি adjective যার comparative form হলো prettier এবং superlative form হলো prettiest। এই নিয়ম অনুসারেই এখানে superlative degree ব্যবহার করা হয়েছে।
🔹 দ্বৈত superlative ব্যবহার একেবারেই ভুল। যেমন: most prettiest বলাটা grammatically incorrect, কারণ prettiest নিজেই superlative, আবার তার আগে most বসালে তা অপ্রয়োজনীয় ও ভুল হয়।
🔹 Superlative degree ব্যবহারের সময় সাধারণত এর পূর্বে the বসে। তাই যদি কেউ the বাদ দিয়ে শুধু prettiest ব্যবহার করে, যেমন: “prettiest one”, তাহলে সেটি অসম্পূর্ণ ও ভুল হতে পারে।
🔹 এছাড়া superlative ব্যবহারের সময় যাদের মধ্যে তুলনা হচ্ছে, তাদের পরিচয় করিয়ে দিতে সাধারণত of ব্যবহৃত হয়। যেমন: the prettiest one of all, যেখানে of all পুরো গোষ্ঠীর কথা বোঝায়। কিন্তু কেউ যদি from ব্যবহার করে, যেমন: “the prettiest one from all”, তাহলে grammatical ভুল হয়।
0
Updated: 3 months ago
The verb of the word 'short' is-
Created: 3 months ago
A
enshort
B
shorten
C
shorted
D
shorting
“Short” শব্দটি চারভাবে ব্যবহার করা যায় — adjective (বিশেষণ), adverb (ক্রিয়া বিশেষণ), noun (বিশেষ্য) এবং verb (ক্রিয়া) হিসেবে।
-
Adjective হিসেবে “short” মানে হয় দৈর্ঘ্যে ছোট বা হ্রস্ব, যেমন: খাটো, অল্প সময়ের, বা কম উচ্চতার।
-
Adverb হিসেবে “short” মানে কোনো কিছুর আগে বা হঠাৎ ঘটা, অর্থাৎ আকস্মিকভাবে।
-
Noun হিসেবে “short” মানে হলো কোনো মদ যেমন হুইস্কি বা জিন যা অন্য কোন তরল ছাড়া সরাসরি খাওয়া হয়।
-
Verb হিসেবে “short” অর্থ হলো বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেওয়া, যা বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিতে পারে।
এখানে “Shorten” হলো একটি আলাদা ক্রিয়া, যার অর্থ হলো দৈর্ঘ্য বা সময় কমানো। যেমন: “She shortened the dress” — সে পোশাকটি ছোট করল।
“Shorted” হলো “short” ক্রিয়ার অতীত ও অতীত অংশগ্রহণমূলক রূপ।
অর্থাৎ, “short” এর verb ফর্মের জন্য সঠিক শব্দ “shorten”।
(সূত্র: Cambridge ও Accessible Dictionary)
0
Updated: 3 months ago
He knew it was a very ___ operation but he was determined to carry it out.
Created: 3 months ago
A
difficult
B
dangerous
C
risky
D
troublesome
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ হলো—
ক) difficult — কঠিন, দুঃসাধ্য, শ্রমসাধ্য
খ) dangerous — বিপজ্জনক, বিপৎসংকুল
গ) risky — ঝুঁকিপূর্ণ
ঘ) troublesome — পীড়াদায়ক, ক্লেশজনক, বিরক্তিকর, জ্বালাতনকর
“Operation” শব্দটি কঠিন বা বিপজ্জনক অর্থে ব্যবহৃত হয় না। তবে এটি ঝুঁকিপূর্ণ অর্থ প্রকাশ করে।
সুতরাং সঠিক উত্তর হবে — risky।
উৎস: Accessible Dictionary, Bangla Academy।
0
Updated: 3 months ago
He intends to ___ in the country for two months.
Created: 3 months ago
A
live
B
stay
C
stop
D
halt
ক) live (in/at): বাস করা, যা দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে কোথাও বসবাস করা বোঝায়।
খ) stay: থাকা বা অবস্থান করা, বিশেষত কোনো স্থানে অস্থায়ী বা নির্দিষ্ট সময়ের জন্য থাকা বা কোনো শর্তের অধীনে থাকা।
গ) stop: গতিবিধি থামানো বা বিরতি নেয়া।
ঘ) halt: সাময়িক বিরতি বা নিবৃত্তি।
"২ মাসের জন্য কোনো স্থানে থাকার কথা" বোঝাতে এখানে সাময়িক সময়সীমা নির্দেশ করা হয়েছে, তাই stay শব্দটি ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত।
-
সম্পূর্ণ বাক্য: He intends to stay in the country for two months.
উৎস: Accessible Dictionary, Bangla Academy
0
Updated: 3 months ago