’মারমা’ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসস্থান কোথায়?

A

সিলেট

B

খাগড়াছড়ি

C

রাজশাহী

D

বগুড়া

উত্তরের বিবরণ

img

মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী; মূলত তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বসবাস করে।

প্রায়শই তাদের আল জনগোষ্ঠী হিসেবে দেখা হয়।

1991 সালের আদশুমারি অনুযায়ী বাংলাদেশের মারমা জনসংখ্যা 1,57,301; 2022 সালের আদমশুমারিতে সংখ্যা 2,24,299 জন।

মারমারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত; তাদের নিজস্ব ভাষা আছে।

ভাষাতাত্ত্বিকদের মতে, মারমাদের ভাষা ভোট বর্মী শাখার বর্মী দলভুক্ত একটি ভাষা।

বর্ণমালার নাম ম্রাইমাজা; বাম থেকে ডান দিকে লেখার রীতি অনুসারী বর্ণমালা।

ব্রাহ্মী লিপি মত পুরোনো ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত উপমহাদেশীয় প্রাচীন লিপি।


Unfavorite

0

Updated: 12 hours ago

Related MCQ

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD