নিচের কোনটি চিত্রশিল্পী জয়নুল আবেদিন তৈরি চিত্রকর্ম?
A
তিনকন্যা
B
নাইওর
C
দুর্ভিক্ষ
D
চরদখল
উত্তরের বিবরণ
শিল্পাচার্য জয়নুল আবেদিন
জয়নুল আবেদিন ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং অসাধারণ প্রতিভাবান শিল্পী। বাংলাদেশে আধুনিক শিল্প আন্দোলনের অন্যতম পুরোধা হিসেবে তিনি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাফ্টস (বর্তমানে চারুকলা ইনস্টিটিউট) প্রতিষ্ঠা করেন। ১৯১৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণকারী এই শিল্পী ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।
উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ:
দুর্ভিক্ষ (১৯৪৩)
দ্য রেবেল ক্রো (১৯৫১)
দুই মহিলা, পাইন্যার মা, মহিলা (১৯৫৩)
ফসল মাড়াই (১৯৬৩)
নবান্ন (১৯৬৯)
মনপুরা (১৯৭০)
সংগ্রাম (১৯৭৬)
অন্যান্য বিখ্যাত চিত্রশিল্পীদের মধ্যে কামরুল হাসানের চিত্রকর্ম 'তিনকন্যা', 'নাইওর' এবং এস এম সুলতানের চিত্রকর্ম 'চরদখল' বিশেষভাবে উল্লেখযোগ্য।
0
Updated: 1 month ago
‘৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপল’ তথ্যচিত্রের নির্মাতা কে?
Created: 1 month ago
A
গীতা মেহতা
B
সৌমিত্র দস্তিদার
C
মীর সাব্বির
D
জাহিদুর রহমান
‘৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপলস’ তথ্যচিত্রটি বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত। তথ্যচিত্রটি তৈরি করেছেন কলকাতার নির্মাতা সৌমিত্র দস্তিদার এবং এটি ৪৪ মিনিট দীর্ঘ।
0
Updated: 1 month ago
'মোদের গরব' ভাস্কর্য কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঢাকা সেনানিবাসে
B
সোহরাওয়ার্দী উদ্যানে
C
টিএসসি চত্বরে
D
বাংলা একাডেমি
‘মোদের গরব’ হলো স্থপতি অখিল পাল দ্বারা নির্মিত একটি খ্যাতিমান ভাস্কর্য, যা বাংলাদেশের স্বাধীনতা ও ভাষা শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে।
-
ভাস্কর্যটি অবস্থিত ঢাকার বাংলা একাডেমী ভবনের সামনে
-
এটি ভাষা শহীদদের সম্মানে তৈরি করা হয়েছে
-
ধাতব মূর্তিতে ফুটে উঠেছে শহীদদের নাম—আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, শফিউর রহমান, আবুল বরকত
-
উদ্বোধন: ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি, তত্ত্বাবধায়ক সরকার প্রধান ড. ফখরুদ্দীন আহমদ অমর একুশে গ্রন্থমেলায় ভাস্কর্যটি উদ্বোধন করেন
0
Updated: 1 month ago
‘মনপুরা-৭০’ কী?
Created: 4 weeks ago
A
একটি উপজেলা
B
একটি নদী বন্দর
C
একটি উপন্যাস
D
একটি চিত্রশিল্প
‘মনপুরা ৭০’ শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি ঐতিহাসিক চিত্রকর্ম, যা ১৯৭০ সালের ১২ নভেম্বর ভোলার মনপুরা দ্বীপে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসকে কেন্দ্র করে নির্মিত। প্রায় ৬ ফুট দীর্ঘ স্ক্রলে আঁকা এই চিত্রে মানুষ ও গবাদিপশুর স্তূপাকার মৃতদেহ করুণ বাস্তবতায় তুলে ধরা হয়। এটি শুধু একটি চিত্রকর্ম নয়, বরং দুর্যোগ-পরবর্তী মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদী চিত্রভাষা।
জয়নুল আবেদিন নিজে দুর্গত এলাকা পরিদর্শনের পর এই শিল্পকর্মটি নির্মাণ করেন, যা আজও বাংলাদেশের শিল্প ও ইতিহাসে এক শক্তিশালী আবেগের প্রতীক।
0
Updated: 4 weeks ago