ক্লাউড কম্পিউটিং-এ কোন মডেলে একাধিক সংস্থা একটি ইনফ্রাস্ট্রাকচার শেয়ার করে?
A
হাইব্রিড ক্লাউড
B
কমিউনিটি ক্লাউড
C
ডিস্ট্রিবিউটেড ক্লাউড
D
প্রাইভেট ক্লাউড
উত্তরের বিবরণ
ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ মূলত ক্লাউড ব্যবহারকারী এবং তাদের চাহিদা অনুযায়ী নির্ধারিত হয়।
পাবলিক ক্লাউড (Public Cloud):
-
এটি এমন ক্লাউড যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। যে টাকা দেবে, সেই সার্ভিস পাবে।
-
উদাহরণ: Amazon EC2।
-
সুবিধা: যে কেউ এর সেবা নিতে পারে।
প্রাইভেট ক্লাউড (Private Cloud):
-
বড় কোনো সংস্থা নিজেদের অভ্যন্তরীণ পরিষেবা দেওয়ার জন্য ক্লাউড সিস্টেম ডেভেলপ করলে তাকে প্রাইভেট ক্লাউড বলা হয়।
-
এটি সাধারণত সংস্থার অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।
-
এতে খরচ বেশি হয়, নিজস্ব ডেটা সেন্টার বসাতে হয় এবং রক্ষণাবেক্ষণের জন্য নিজস্ব জনবল রাখতে হয়।
হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud):
-
পাবলিক এবং প্রাইভেট ক্লাউডের সংমিশ্রণ।
-
প্রাইভেট ক্লাউড দিয়ে প্রাথমিক চাহিদা মেটানো হয়, আর প্রাইভেট ক্লাউডের ধারণক্ষমতা অতিক্রান্ত হলে পাবলিক ক্লাউডের সাহায্য নেওয়া হয়।
-
খরচ পাবলিক ক্লাউডের তুলনায় বেশি।
কমিউনিটি ক্লাউড (Community Cloud):
-
কোনো বিশেষ কমিউনিটির জন্য ডেভেলপ করা ক্লাউড।
-
সুবিধা: কমিউনিটির মধ্যে ইউজার সীমাবদ্ধ থাকায় নিরাপত্তা নিশ্চিত।
-
অসুবিধা: ক্লায়েন্টের সংখ্যা সীমিত হওয়ায় খরচ বেশি।

0
Updated: 13 hours ago
নিচের কোনটি একটি ক্লাউড স্টোরেজ সার্ভিসের উদাহরণ?
Created: 3 days ago
A
Adobe Express
B
PayPal
C
Telegram
D
Dropbox
Dropbox ও ক্লাউড স্টোরেজ
-
সংজ্ঞা:
-
Dropbox হলো একটি জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সার্ভিস, যেখানে ব্যবহারকারীরা ফাইল, ছবি, ভিডিও অনলাইনে সংরক্ষণ ও শেয়ার করতে পারেন।
-
এটি ক্লায়েন্ট বা গ্রাহকদের ফাইল স্টোরেজ, ফাইল সিনক্রোনাইজেশন এবং সফটওয়্যার শেয়ারিং সুবিধা প্রদান করে।
-
প্রতিষ্ঠাকাল: ২০০৮।
-
-
ক্লাউড কম্পিউটিং:
-
ক্লাউড কম্পিউটিং হলো কম্পিউটার রিসোর্স যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে সার্ভিস প্রদান করা।
-
ইতিহাস: ১৯৬০-এর দশক থেকে ধারণা, ২০০৬ সালে আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে চালু।
-
ক্লাউড স্টোরেজের উদাহরণ: Dropbox, Google Drive, OneDrive, Mega ইত্যাদি।
-
ক্লাউড কম্পিউটিংয়ের সেবা ধরন:
১. IaaS (Infrastructure as a Service) – অবকাঠামোগত সেবা
২. PaaS (Platform as a Service) – প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা
৩. SaaS (Software as a Service) – সফটওয়্যার সেবা
-
-
অন্যান্য সমজাতীয় প্ল্যাটফর্মের তুলনা:
-
Adobe Express: গ্রাফিক্স ও কনটেন্ট ডিজাইন টুল, ক্লাউড স্টোরেজ নয়।
-
PayPal: অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম।
-
Telegram: মেসেজিং অ্যাপ, ক্লাউড স্টোরেজ সার্ভিস নয়।
-

0
Updated: 3 days ago
নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?
Created: 1 week ago
A
CaaS
B
laaS
C
PaaS
D
SaaS
ক্লাউড কম্পিউটিং সেবাগুলোকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় এবং প্রতিটি ভাগ নির্দিষ্ট ধরনের সুবিধা প্রদান করে। এগুলো হলো–
-
Infrastructure-as-a-Service (IaaS): এই ধরনের সেবায় ক্লাউড প্রদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, CPU, স্টোরেজ এবং অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দিয়ে থাকে। ব্যবহারকারীরা চাইলে এগুলো দিয়ে নিজেদের সিস্টেম তৈরি ও পরিচালনা করতে পারেন। যেমন: Amazon Elastic Compute Cloud (EC2)।
-
Platform-as-a-Service (PaaS): এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া দেওয়া হয় না, বরং ভাড়া দেওয়া হয় এমন একটি প্ল্যাটফর্ম, যার উপর ব্যবহারকারীরা সহজেই অ্যাপ্লিকেশন তৈরি ও ডেভেলপ করতে পারেন। যেমন: Google App Engine।
-
Software-as-a-Service (SaaS): এটি এমন একটি সেবা যেখানে ব্যবহারকারীরা সরাসরি ক্লাউডে চলমান রেডিমেড সফটওয়্যার ব্যবহার করতে পারেন, আলাদা করে ইন্সটল বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। যেমন: Google Docs।
অতিরিক্ত তথ্য: অনেক সময় ভুলভাবে CaaS বা অন্য কিছু শব্দ ব্যবহৃত হয়, তবে এগুলো ক্লাউড কম্পিউটিং-এর মূল সেবার মধ্যে অন্তর্ভুক্ত নয়।

0
Updated: 1 week ago
অ্যামাজন-এর ক্লাউড প্লাটফর্ম কোনটি?
Created: 1 week ago
A
Azure
B
AWS
C
Cloudera
D
উপরের সবগুলো
অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্ম হলো AWS, যার পূর্ণরূপ Amazon Web Services। ক্লাউড কম্পিউটিং ধারণার সূচনা হয় ১৯৬০-এর দশকে, তবে বাণিজ্যিকভাবে এর ব্যবহার শুরু হয় ২০০৬ সালে, যখন বিশ্ববিখ্যাত আমাজন তাদের ওয়েব সার্ভিস চালু করে।
-
AWS: Amazon Web Services, অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্ম
-
ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস: শুরু ১৯৬০-এর দশকে
-
বাণিজ্যিকভাবে ব্যবহার: ২০০৬ সালে আমাজনের মাধ্যমে
উৎস: aws.amazon.com
অন্যদিকে, Azure হলো মাইক্রোসফটের ক্লাউড সেবা দানকারী প্ল্যাটফর্ম এবং Cloudera একটি যুক্তরাষ্ট্রভিত্তিক ডাটা ম্যানেজমেন্ট সেবাদানকারী কোম্পানি।
-
Azure: মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম
-
Cloudera: যুক্তরাষ্ট্রভিত্তিক ডাটা ম্যানেজমেন্ট কোম্পানি

0
Updated: 1 week ago