A
of my appointment
B
to go my appointment
C
to my appointment
D
my appointment
উত্তরের বিবরণ
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: – of my appointment
সম্পূর্ণ বাক্য: My wife reminded me of my appointment.
• Remind someone of something/someone – এটি একটি বহুল ব্যবহৃত ফ্রেজাল ভার্ব।
ইংরেজি অর্থ:
কারো বা কোনো কিছুর মতো মনে হওয়া, যা কাউকে অন্য কিছু বা কাউকে স্মরণ করিয়ে দেয়।
বাংলা অর্থ:
স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া।
উদাহরণ:
Your hair and eyes remind me of your mother.
(তোমার চুল ও চোখ আমাকে তোমার মায়ের কথা মনে করিয়ে দেয়।)
তথ্যসূত্র:
১. সহজ অভিধান – বাংলা একাডেমি
২. কেমব্রিজ ডিকশনারি

0
Updated: 1 week ago
Shaheen would never have taken the job if __ what great demand it would make on his time.
Created: 1 week ago
A
he knew
B
he had been knowing
C
he had known
D
he was knowing
• শূন্যস্থানে সঠিক উত্তর - he had known
- Complete sentence: Shaheen would never have taken the job if he had known what great demand it would make on his time.
• বাক্যটি Third conditional এর উদাহরণ।
• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If-এর পর Past Perfect Tense থাকলে পরবর্তী Sentence টিতে Past Perfect Conditional বসে।
- অর্থাৎ, would have/could have + verb-এর Past Participle form হয়।
- Structure: If + Past Perfect Tense + Past Perfect Conditional.
-Example: If you had come, I would have gone there.
• অথবা,
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
- Had I known about the traffic, I would have left earlier.

0
Updated: 1 week ago
He parted ______ his friends in tears.
Created: 2 weeks ago
A
with
B
from
C
against
D
beside
Part from
- English meaning: “to leave someone”/ “to separate from someone
- Bangla Meaning: আলাদা হওয়া।
• Part যদি আলাদা হওয়া অর্থে ব্যবহৃত হয় তবে এরপর সাধারণত preposition from বসে।
Complete Sentence: He parted from his friends in tears.

0
Updated: 2 weeks ago
The Arabian Nights ______ still a great favourite.
Created: 1 day ago
A
has
B
are
C
is
D
were
‘The Arabian Nights’ হলো একটি আরবি গল্পের নাম।
-
গল্প, উপন্যাস, নাটক, ছবি ইত্যাদির নাম সাধারণত একবচন হিসেবে ধরা হয়, অর্থাৎ third person singular।
-
তাই এর সঙ্গে ব্যবহৃত ক্রিয়া (verb) ও একবচন হয়।
-
যখন বিষয় (subject) কোনো জায়গা বা কিছু স্থায়ী কিছু বোঝায়, তখন ‘to be’ verb (is, am, are) ব্যবহার করা হয়।
-
এই কারণে ‘The Arabian Nights’ এর জন্য ‘is’ ব্যবহার করাই সঠিক।
শূন্যস্থানে সঠিক শব্দ হলো - is।
-
সম্পূর্ণ বাক্য: The Arabian Nights is still a great favourite.
-
The Arabian Nights has still a great favourite বাক্যটি সঠিক নয়।

0
Updated: 1 day ago