একটি LAN কে WAN-এর সাথে যুক্ত করতে কোন নেটওয়ার্ক ডিভাইস ব্যবহৃত হয়?
A
রাউটার
B
রিপিটার
C
সুইচ
D
অ্যাক্সেস পয়েন্ট
উত্তরের বিবরণ
Router হলো একটি নেটওয়ার্ক ডিভাইস, যা বিভিন্ন নেটওয়ার্ক (যেমন LAN ↔ WAN) একে অপরের সাথে সংযুক্ত করে। এটি IP Address ব্যবহার করে ডেটা প্যাকেটকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয় এবং একাধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা রাউটিং করে।
রাউটার (Router):
-
রাউটার হলো একটি বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস, যা একই প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে।
-
এটি উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে সর্বনিম্ন দূরত্বের পথ ব্যবহার করে ডেটা প্যাকেট পৌঁছে দেয়।
-
নেটওয়ার্কে ডেটার আধিক্য বা ব্যস্ততা দেখা দিলে রাউটার সেই পথ পরিহার করে অন্য রুট ব্যবহার করে ডেটা পাঠাতে সক্ষম।
-
একাধিক LAN সংযুক্ত করতে বা WAN-এর সাথে LAN সংযুক্ত করতে রাউটার ব্যবহার করা হয়।
-
রাউটার NAT (Network Address Translator) ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে।
অন্যান্য নেটওয়ার্ক ডিভাইস:
-
Switch (সুইচ): একই LAN-এর ভেতরে একাধিক ডিভাইস সংযুক্ত করে, কিন্তু WAN-এর সাথে সংযোগ স্থাপন করতে পারে না।
-
Repeater (রিপিটার): সিগন্যাল দুর্বল হলে সেটিকে পুনরায় শক্তিশালী করে, নেটওয়ার্ক বিস্তৃত করতে ব্যবহৃত হয়।
-
Access Point (অ্যাক্সেস পয়েন্ট): মূলত ওয়্যারলেস LAN (Wi-Fi) তৈরিতে ব্যবহৃত হয়, WAN সংযোগের জন্য নয়।
0
Updated: 1 month ago
মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজির নাম কী?
Created: 1 month ago
A
রিং টপোলজি
B
মেশ টপোলজি
C
স্টার টপোলজি
D
কোনোটিই নয়
মোবাইল নেটওয়ার্কের কাঠামো মূলত স্টার টপোলজি-এর উপর ভিত্তি করে তৈরি, যেখানে কেন্দ্রীয় হাবের সঙ্গে প্রতিটি মোবাইল ডিভাইস সরাসরি সংযুক্ত থাকে।
-
মোবাইল ফোন:
-
মোবাইল ফোনের জনক হলেন মার্টিন কুপার।
-
যুক্তরাষ্ট্রে Motorola DynaTAC (Total Access Communication System) নামে প্রথম হ্যান্ড-মোবাইল সেট চালু করা হয়।
-
১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করে, যা 1G-এর সূচনা।
-
মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচ ভাগে ভাগ করা হয়: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম।
-
-
স্টার টপোলজি:
-
একটি কেন্দ্রীয় নোড বা হাব থাকে এবং প্রতিটি ডিভাইস সেই কেন্দ্রীয় নোডের সঙ্গে সরাসরি যুক্ত থাকে।
-
মোবাইল নেটওয়ার্কে প্রতিটি বেস স্টেশন বা সেল টাওয়ার কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করে।
-
বেস স্টেশনের আওতাধীন প্রতিটি মোবাইল ফোন সেই কেন্দ্রীয় হাবের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে।
-
সেলুলার নেটওয়ার্কের মৌলিক কাঠামো স্টার টপোলজির মতো, যেখানে বেস স্টেশন কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।
-
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন ডিভাইসটি প্রধানত এম্বেডেড সিস্টেম ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
রাউটার
B
সুপার কম্পিউটার
C
হাই-অ্যান্ড সার্ভার
D
মাইক্রোকন্ট্রোলার
এম্বেডেড সিস্টেম সাধারণত মাইক্রোকন্ট্রোলারে ব্যবহৃত হয়। এটি হলো একটি special-purpose computer system যা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়। মাইক্রোকন্ট্রোলার সাধারণত ছোট আকারের এবং একক চিপে প্রসেসর, মেমোরি ও ইনপুট/আউটপুট পেরিফেরাল নিয়ে গঠিত।
এগুলো ঘড়ি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, সিকিউরিটি ডিভাইস এবং অন্যান্য ছোট ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয়। অন্যদিকে, রাউটার, সুপার কম্পিউটার বা হাই-এন্ড সার্ভার মূলত general-purpose computing বা networking এর জন্য ব্যবহৃত হয় এবং সেগুলো এম্বেডেড সিস্টেম হিসেবে গণ্য হয় না।তাই এম্বেডেড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সঠিক উত্তর হলো মাইক্রোকন্ট্রোলার।
এম্বেডেড কম্পিউটার হলো একটি specialized computer system যা সাধারণত বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশ হিসেবে কাজ করে। এটি একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং নির্দিষ্ট প্রোগ্রামযুক্ত ROM (Read-Only Memory) নিয়ে গঠিত। আধুনিক এম্বেডেড সিস্টেমে মূলত মাইক্রোকন্ট্রোলার ব্যবহৃত হয়।
এম্বেডেড কম্পিউটারের ব্যবহার দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে:
-
গাড়ি
-
সেলফোন ও স্মার্টফোন
-
প্রিন্টার
-
মাইক্রোওয়েভ
-
ওয়াশিং মেশিন
-
এয়ার কন্ডিশনার (AC)
-
ঘড়ি
-
থার্মোস্ট্যাট
-
ভিডিও গেমস
-
ভ্যাকুয়াম ক্লিনার
-
ATM
-
সিকিউরিটি ক্যামেরা
0
Updated: 1 month ago
5G প্রযুক্তির সর্বোচ্চ ডাটা ট্রান্সফার স্পিড (theoretical peak speed) কত?
Created: 1 month ago
A
5 Gbps
B
10 Gbps
C
20 Gbps
D
50 Gbps
5G নেটওয়ার্ক প্রযুক্তি
-
সংজ্ঞা:
-
5G হলো পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি।
-
এটি উচ্চগতির ডেটা ট্রান্সফার, কম ল্যাটেন্সি এবং একসাথে বহু ডিভাইস কানেক্ট করার ক্ষমতা প্রদান করে।
-
থিওরেটিক্যাল পিক স্পিড: ২০ Gbps (ডাউনলোড), ১০ Gbps (আপলোড)।
-
-
বৈশিষ্ট্যসমূহ:
-
4G-এর তুলনায় অনেক বেশি ডেটা ট্রান্সফার স্পিড।
-
ল্যাটেন্সি খুব কম, ফলে রিয়েল-টাইম এক্সপেরিয়েন্স উন্নত হয়।
-
IoT ডিভাইস ব্যবস্থাপনার জন্য কার্যকরী।
-
AI-ভিত্তিক স্মার্ট নেটওয়ার্ক পরিচালনার ক্ষমতা।
-
বহু ব্যবহারকারী একসাথে সংযুক্ত থাকতে সক্ষম।
-
0
Updated: 1 month ago