ফিটকিরিতে কত অণু পানি থাকে?
A
২৪
B
১৫
C
০৭
D
০৫
উত্তরের বিবরণ
ফিটকিরি বা পটাশ অ্যালাম প্রাচীনকাল থেকেই আমাদের দেশে এন্টিসেপটিক হিসেবে ব্যবহার হয়ে আসছে। এটি রাসায়নিকভাবে অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম সালফার এবং ২৪ অণু পানির যৌগ,
যার রাসায়নিক সংকেত [K2SO4.Al2(SO4)3.24H2O]। ফিটকিরি মূলত একটি দ্বি-লবণ, অর্থাৎ দুটি লবণ—পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেটের মিশ্রণ। এটি সাধারণত কঠিন অবস্থায় থাকে এবং সুনির্দিষ্ট আকৃতির কেলাস হিসেবে বাজারে পাওয়া যায়।
ফিটকিরির বৈশিষ্ট্য ও ব্যবহারসমূহ হলো-
• ফিটকিরি মানুষের কাছে পটাশ অ্যালাম নামে পরিচিত।
• এটি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়।
• কোথাও কেটে গেলে বা ছিঁড়ে গেলে, ফিটকিরি পানিতে ভিজিয়ে ক্ষতস্থানে ঘষে দেওয়া হয়।
• যেহেতু ফিটকিরি কঠিন অবস্থায় থাকে, তাই ক্ষতস্থানে লাগানোর আগে তা পানিতে দ্রবীভূত করা হয়।
• খাবার পানি বিশুদ্ধ বা জীবাণুমুক্ত করার জন্য পরিমাণমত ফিটকিরি ব্যবহার করা হয় এবং ঘণ্টাখানেক আগে পানি দিয়ে রাখা হয়।
• ফিটকিরি দ্রবীভূত হলে পানি ছেঁকে নেওয়া হয়।
• অনেকেই দাড়ি কাটার পর এন্টিসেপটিক হিসেবে ফিটকিরি ব্যবহার করেন।
• এটি আফটার শেভ লোশান হিসেবে কাজ করে।
• ফিটকিরি রক্তক্ষরণও বন্ধ করতে সক্ষম।
0
Updated: 1 month ago
জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
Created: 3 months ago
A
আলট্রা-ভায়োলেট রশ্মি
B
বিটা রশ্মি
C
আলফা রশ্মি
D
গামা রশ্মি
জীবজগতের জন্য গামা রশ্মি সবচেয়ে বেশি ক্ষতিকর।
-
গামা রশ্মির ভেদ করার ক্ষমতা আলফা ও বিটা রশ্মির চেয়ে অনেক বেশি।
-
এটি সীসা প্রায় কয়েক সেন্টিমিটার পর্যন্ত পার করতে পারে।
-
সূর্যের আলট্রাভায়োলেট (অতিবেগুনি) রশ্মি তেজস্ক্রিয় রশ্মির তুলনায় কম ক্ষতিকর।
-
গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট হওয়ায় এর ভেদন ক্ষমতাও সবচেয়ে বেশি।
-
পারমাণবিক বিস্ফোরণের সময় গামা রশ্মি মুক্ত হয়।
-
বিটা ও আলফা রশ্মি গামার তুলনায় কম ক্ষতি করে।
উৎস: নাসা ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
Created: 1 month ago
A
$
B
#
C
&
D
@
ইমেইল হলো ডিজিটাল মাধ্যমে বার্তা পাঠানোর একটি নির্ভরযোগ্য পদ্ধতি, যা একজন ব্যবহারকারীর কাছ থেকে অন্য একজন বা একাধিক প্রাপকের কাছে বার্তা বা তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। ইমেইলের ইতিহাস শুরু হয় ১৯৭১ সালে, যখন রেমন্ড স্যামুয়েল টমলিসন আরপানেটের মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন।
-
ই-মেইল ঠিকানা সর্বদা @ চিহ্ন অন্তর্ভুক্ত করতে হয়।
-
একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি এবং ডোমেইন নেম নিয়ে গঠিত। উদাহরণস্বরূপ, abc@def.com-এ @ এর পূর্বে থাকে ইউজার আইডি এবং @ এর পরে থাকে ডোমেইন নেম।
-
ইমেইল সার্ভারগুলো বার্তা প্রেরণ ও গ্রহণের জন্য POP, IMAP, এবং SMTP প্রোটোকল ব্যবহার করে।
-
ইমেইল ঠিকানায় ব্যবহৃত সংক্ষেপের অর্থ:
-
CC: Carbon Copy
-
BCC: Blind Carbon Copy
-
0
Updated: 1 month ago
কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
Created: 2 months ago
A
পারদ
B
লিথিয়াম
C
জার্মেনিয়াম
D
ইউরেনিয়াম
পারদ (Hg – মার্কারি) এমন একটি ধাতু, যা স্বাভাবিক তাপমাত্রাতেই তরল অবস্থায় পাওয়া যায়। এর পারমাণবিক সংখ্যা ৮০। পারদের গলনাঙ্ক হলো –৩৮.৮৩° সেলসিয়াস। অর্থাৎ সাধারণ ঘরের তাপমাত্রায় এটি জমাট বাঁধে না, তরল আকারে থাকে।
অন্যদিকে, সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া আরেকটি উপাদান হলো ব্রোমিন। তবে পারদের সাথে পার্থক্য হলো— ব্রোমিন ধাতু নয়, এটি একটি অধাতু।
উৎস: রসায়ন, নবম–দশম শ্রেণি।
0
Updated: 2 months ago