ফিটকিরিতে কত অণু পানি থাকে?

A

২৪

B

১৫

C

০৭

D

০৫

উত্তরের বিবরণ

img

ফিটকিরি বা পটাশ অ্যালাম প্রাচীনকাল থেকেই আমাদের দেশে এন্টিসেপটিক হিসেবে ব্যবহার হয়ে আসছে। এটি রাসায়নিকভাবে অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম সালফার এবং ২৪ অণু পানির যৌগ,

যার রাসায়নিক সংকেত [K2SO4.Al2(SO4)3.24H2O]। ফিটকিরি মূলত একটি দ্বি-লবণ, অর্থাৎ দুটি লবণ—পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেটের মিশ্রণ। এটি সাধারণত কঠিন অবস্থায় থাকে এবং সুনির্দিষ্ট আকৃতির কেলাস হিসেবে বাজারে পাওয়া যায়।

ফিটকিরির বৈশিষ্ট্য ও ব্যবহারসমূহ হলো-
• ফিটকিরি মানুষের কাছে পটাশ অ্যালাম নামে পরিচিত।
• এটি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়।
• কোথাও কেটে গেলে বা ছিঁড়ে গেলে, ফিটকিরি পানিতে ভিজিয়ে ক্ষতস্থানে ঘষে দেওয়া হয়।
• যেহেতু ফিটকিরি কঠিন অবস্থায় থাকে, তাই ক্ষতস্থানে লাগানোর আগে তা পানিতে দ্রবীভূত করা হয়।
• খাবার পানি বিশুদ্ধ বা জীবাণুমুক্ত করার জন্য পরিমাণমত ফিটকিরি ব্যবহার করা হয় এবং ঘণ্টাখানেক আগে পানি দিয়ে রাখা হয়।
• ফিটকিরি দ্রবীভূত হলে পানি ছেঁকে নেওয়া হয়।
• অনেকেই দাড়ি কাটার পর এন্টিসেপটিক হিসেবে ফিটকিরি ব্যবহার করেন।
• এটি আফটার শেভ লোশান হিসেবে কাজ করে।
• ফিটকিরি রক্তক্ষরণও বন্ধ করতে সক্ষম।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি? 

Created: 3 months ago

A

আলট্রা-ভায়োলেট রশ্মি

B

 বিটা রশ্মি 

C

আলফা রশ্মি 

D

গামা রশ্মি

Unfavorite

0

Updated: 3 months ago

কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?

Created: 1 month ago

A

$

B

#

C

&

D

@

Unfavorite

0

Updated: 1 month ago

কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?

Created: 2 months ago

A

পারদ 

B

লিথিয়াম 

C

জার্মেনিয়াম 

D

ইউরেনিয়াম

Unfavorite

0

Updated: 2 months ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD