At least one of the students ____ full marks every time.
A
get
B
are getting
C
gets
D
have got
উত্তরের বিবরণ
শূন্যস্থানটি পূরণে সঠিক ক্রিয়া হলো gets
-
সম্পূর্ণ বাক্য: At least one of the students gets full marks every time.
• One of the দ্বারা সাধারণত বোঝানো হয় — একটি বড় দলের মধ্য থেকে একজনকে।
-
এ ধরনের বাক্যে গঠন হয়ঃ
One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular)। -
সুতরাং, এখানে one of the-এর পরে বহুবচন রূপ students ব্যবহৃত হয়েছে, এবং এর সঙ্গে একবচন ক্রিয়া gets যুক্ত হয়েছে।
0
Updated: 3 months ago
A person who believes that laws and governments are not necessary is known as____________.
Created: 1 month ago
A
a militant
B
an anarchist
C
a terrorist
D
an extremist
প্রশ্নঃ A person who believes that laws and governments are not necessary is known as – ?
উত্তর: An anarchist
Anarchist (নৈরাজ্যবাদী) হলো এমন একজন ব্যক্তি, যিনি মনে করেন সমাজে কোনো সরকার, আইন বা কর্তৃপক্ষের প্রয়োজন নেই। প্রত্যেক ব্যক্তির উচিত নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে জীবনযাপন করা।
-
English Meaning: A person who supports anarchism, believing that society can function without laws or government.
-
Bangla Meaning: নৈরাজ্যবাদী।
অন্যান্য সম্ভাব্য অপশন
-
Extremist (চরমপন্থী): যে ব্যক্তি চরম বা অতিরিক্ত মতবাদে বিশ্বাসী।
-
Terrorist (সন্ত্রাসী): যে ব্যক্তি ভয় ও সহিংসতা ব্যবহার করে রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য পূরণ করতে চায়।
-
Militant (জঙ্গি/উগ্রপন্থী): যে ব্যক্তি আক্রমণাত্মক বা সহিংস পদ্ধতিতে তার মতবাদ প্রতিষ্ঠা করতে চায়।
উৎসঃ Oxford Dictionary
0
Updated: 1 month ago
Fill in the blank with appropriate use of tense : I couldn't mend the computer myself, so I ____ at a shop.
Created: 2 months ago
A
had it mended
B
had it mend
C
did it mend
D
had mended
Causative Verb এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had it mended.
- Complete sentence: I couldn't mend the computer myself, so I had it mended at a shop.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে - Akhi got her work done by Pakhi.
- উল্লিখিত বাক্যে had এরপর ব্যবহৃত it দ্বারা Computer কে নির্দেশ করছে, অর্থাৎ বস্তুবাচক object তাই verb এর past participle had it mended হয়েছে।
• তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.
0
Updated: 2 months ago
He knew it was a very ___ operation but he was determined to carry it out.
Created: 3 months ago
A
difficult
B
dangerous
C
risky
D
troublesome
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ হলো—
ক) difficult — কঠিন, দুঃসাধ্য, শ্রমসাধ্য
খ) dangerous — বিপজ্জনক, বিপৎসংকুল
গ) risky — ঝুঁকিপূর্ণ
ঘ) troublesome — পীড়াদায়ক, ক্লেশজনক, বিরক্তিকর, জ্বালাতনকর
“Operation” শব্দটি কঠিন বা বিপজ্জনক অর্থে ব্যবহৃত হয় না। তবে এটি ঝুঁকিপূর্ণ অর্থ প্রকাশ করে।
সুতরাং সঠিক উত্তর হবে — risky।
উৎস: Accessible Dictionary, Bangla Academy।
0
Updated: 3 months ago