At least one of the students ____ full marks every time.
A
get
B
are getting
C
gets
D
have got
উত্তরের বিবরণ
শূন্যস্থানটি পূরণে সঠিক ক্রিয়া হলো gets
-
সম্পূর্ণ বাক্য: At least one of the students gets full marks every time.
• One of the দ্বারা সাধারণত বোঝানো হয় — একটি বড় দলের মধ্য থেকে একজনকে।
-
এ ধরনের বাক্যে গঠন হয়ঃ
One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular)। -
সুতরাং, এখানে one of the-এর পরে বহুবচন রূপ students ব্যবহৃত হয়েছে, এবং এর সঙ্গে একবচন ক্রিয়া gets যুক্ত হয়েছে।
0
Updated: 3 months ago
A speech made without any previous thought, preparation or practice is called a/an ______.
Created: 1 month ago
A
free speech
B
extempore speech,
C
maiden speech
D
rousing speech
সঠিক উত্তর হলো খ) extempore speech। এটি হলো এমন বক্তৃতা যা পূর্বচিন্তা বা প্রস্তুতি ছাড়াই হঠাৎ বা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়।
• Extempore:
-
English meaning: done or said without any preparation or thought.
-
Bangla meaning: পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া (উক্ত বা রচিত বা কৃত): যেমন an extempore speech, উপস্থিত বক্তৃতা।
• An extempore speech (or extemporaneous speech) হলো এমন একটি উপস্থাপনা যা কোনো পূর্ণ স্ক্রিপ্ট বা মুখস্থ করার প্রয়োজন ছাড়াই দেওয়া হয়। বক্তাকে স্থানেই একটি বিষয় দেওয়া হয় এবং সে তাৎক্ষণিকভাবে সংক্ষিপ্ত প্রস্তুতির মাধ্যমে বক্তব্য প্রদান করে।
-
অর্থাৎ, Extempore speech হলো এমন বক্তৃতা যা হঠাৎ বা তাৎক্ষণিকভাবে, কোনো পূর্বচিন্তা, প্রস্তুতি বা অনুশীলন ছাড়াই দেওয়া হয়।
অন্যান্য অপশন:
• ক) Free speech
-
English meaning: the right to express your opinions publicly.
-
Bangla meaning: বাকস্বাধীনতা।
• গ) Maiden speech
-
English meaning: the first formal speech made by a British Member of Parliament in the House of Commons or by a member of the House of Lords.
-
Bangla meaning: পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ।
• ঘ) Rousing speech
-
English meaning: A speech that excites, inspires, or strongly motivates the audience.
-
Bangla meaning: এমন বক্তৃতা যা মানুষকে উদ্দীপ্ত বা অনুপ্রাণিত করে।
0
Updated: 1 month ago
I shall not ____ the examination this year.
Created: 3 months ago
A
give
B
appear at
C
sit
D
go for
● শূন্যস্থানে সঠিক হবে - appear at
পূর্ণ বাক্য: I shall not appear at the examination this year.
এই বাক্যে “appear at” মানে হলো পরীক্ষায় অংশগ্রহণ করা।
→ appear at এর অর্থ:
ইংরেজিতে: To be present at an event (যেমন - পরীক্ষা)
বাংলায়: পরীক্ষায় অংশগ্রহণ করা
বিকল্প শব্দ বিশ্লেষণ:
ক) give:
এটি “পরীক্ষা দেওয়া” বোঝাতে ব্যবহৃত হয়, তবে এই বাক্যে “not” থাকায় অর্থ বদলে যায় এবং “give” ব্যবহার উপযুক্ত হয় না।
খ) sit:
“Sit for” পরীক্ষার ক্ষেত্রে কখনও কখনও ব্যবহৃত হয়, কিন্তু “appear at” শব্দটি বেশি আনুষ্ঠানিক ও প্রচলিত।
গ) go for:
এটি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া বোঝায়, কিন্তু সরাসরি পরীক্ষায় বসা বোঝায় না।
সিদ্ধান্ত:
"I shall not appear at the examination this year" বাক্যটি বোঝায়, আমি এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করব না। এটি ব্যাকরণ ও অর্থের দিক থেকে সঠিক।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি
0
Updated: 3 months ago
Choose the appropriate prepositions in the blank of the following sentence: The family doesn't feel ______ going outing this season.
Created: 2 months ago
A
in
B
on
C
like
D
of
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: Like
Complete Sentence উদাহরণ:
-
The family doesn't feel like going outing this season.
ব্যাখ্যা:
-
কিছু করতে ইচ্ছা করা বা আগ্রহ প্রকাশের জন্য
feel likeব্যবহার করা হয়।
উদাহরণ:-
I don’t feel like going out of the room now.
-
He didn’t feel like going to work today.
-
I just don't feel like doing anything tonight.
-
-
likeআবার ‘মতো’ বা ‘অনুরূপ’ অর্থেও ব্যবহৃত হয়।
উদাহরণ:-
He looks like his father. (সে দেখতে তার বাবার মতো)
-
উৎস: Longman Dictionary of Contemporary English
0
Updated: 2 months ago